শুধু আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ যে মিথ্যে আশ্বাস দিয়ে আপনারা আমাকে বিভ্রান্ত করবেন না সিরাজ কেন এ কথা বলেছেন

শুধু আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ যে মিথ্যে আশ্বাস দিয়ে আপনারা আমাকে বিভ্রান্ত করবেন না সিরাজ কেন এ কথা বলেছেন 
শুধু আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ যে মিথ্যে আশ্বাস দিয়ে আপনারা আমাকে বিভ্রান্ত করবেন না সিরাজ কেন এ কথা বলেছেন
শুধু আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ যে মিথ্যে আশ্বাস দিয়ে আপনারা আমাকে বিভ্রান্ত করবেন না সিরাজ কেন এ কথা বলেছেন 

উত্তর: সিরাজ সৎ, কর্তব্যনিষ্ঠ, দেশপ্রেমিক ও প্রজাবৎসল নবাব। জনগণের প্রতি ভালোবাসা তার চরিত্রের অভিজ্ঞান। সিরাজ নবাবী পাওয়াতে দেশীয় অমাত্যবর্গ এবং ইংরেজ কোম্পানির অসৎ পথে উপার্জন বন্ধ হয়, তাদের স্বার্থে আঘাত লাগে, তাই সিরাজের বিরুদ্ধে শুরু হয় গোপন ষড়যন্ত্র। 

ইংরেজরা তার ওপর ক্ষেপে আছেই, তাদের সাহায্যে হাত বাড়ায় দেশীয় মীরজাফর, উমিচাঁদ, জগৎশেঠ, রাজবল্লভ এমনকি সিরাজের বড় খালা ঘসেটি বেগম। সিরাজ গুপ্তচরের মাধ্যমে জানতে পারেন যে, তার বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র ।

ওদিকে প্রজাদের ওপর ইংরেজ কোম্পানির লোকেরা নিষ্ঠুর নির্মম অত্যাচার-অবিচার করেই চলেছে। সিরাজের সভাসদরা সবকিছু জেনেও হাত গুটিয়ে বসে আছে। সিরাজের ঘরে- বাইরে শত্রু। নবাবি নেয়ার পর তিনি এতটুকুও বিশ্রাম পান নি। তদুপরি ইংরেজরা

অত্যাচার ও ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। সাথে সাথে সিরাজের সভাসদ যেন ক্রমশ তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। এ অবস্থা চলতে দেয়া যায় না। সিরাজের স্পষ্ট জানা দরকার, তার সভাসদ সত্যিকারে কী চায়? ইংরেজের অত্যাচার ও ঔদ্ধত্য বন্ধ করায় তার সভাসদ সিরাজের পাশে থাকবে কি থাকবে না বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। 

তাই সিরাজ খুব বিনীতভাবে তার সভাসদকে বলেছেন যে, ইংরেজের অত্যাচার বন্ধের আন্দোলনে সভাসদ সত্যিকারভাবে তার সাথে যদি না-ই থাকে, তবে তারা যেন সিরাজকে মিথ্যে আশ্বাস না দেয়। তাদের মনের কথা এবং মুখের কথা যেন এক হয়। মিথ্যে আশ্বাস দিয়ে তারা যেন সিরাজকে বিভ্রান্ত না করে। 

মূলত প্রজাবৎসল সিরাজ চান প্রজার শান্তি এবং সেক্ষেত্রে সভাসদ যেন তাকে আন্তরিকতার সাথে সহযোগিতার হাত বাড়ায়। তারা যদি সাহায্য না করে তাও যেন সিরাজকে স্পষ্ট জানিয়ে দেয়। কোন ফাঁক ফাঁকি রেখে তারা যেন সিরাজকে বিভ্রান্ত না করে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ