জাহেদ কে? তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর
জাহেদ কে? তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর।
![]() |
| জাহেদ কে? তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর |
উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে জাহেদ বা সৈয়দ আলী জাহেদ বাকুলিয়ার ক্ষয়িষ্ণু জমিদার ফেলু মিঞার ভাগ্নে।
বাকুলিয়ার মিঞাদের সমযোগী বা প্রতিযোগী একমাত্র পুরান খান্দান-দ্বান্দ্বিক আত্মীয় যুগপৎ বন্ধুত্বের ও শত্রুতার। উক্ত পরিবারের স্বরাষ্ট্র বিভাগের কর্মকর্তা পদস্থ রাজকর্মচারী কলাকাতাস্থ বড় সৈয়দ সাহেবের দ্বিতীয় পুত্র কলকাতার স্নাতকোত্তর শিক্ষাণবিস।
ভারতীয় স্বাধীনতা আন্দোলনে প্রথমত স্বাতন্ত্র্যবাদী জাতীয় চেতনায় উদ্বোধিত মৌলবাদী বিদ্রোহী পরত বাকুলিয়ার সেকান্দর মাস্টারের সান্নিধ্যে তৎকালীন অনগ্রসর, পশ্চাৎপদ, অশিক্ষিত, মুসলিম সমাজ বাস্তবতার আলোকে তিক্ত, বীতশ্রদ্ধ জাহেদের আদর্শের পরিবর্তন। আলোচ্য উপন্যাসে নাটকীয় মর্যাদায় রূপান্তরিত এ চরিত্রটিতে একজন বিপ্লবীর বিবর্তিত বাস্তব জীবন চিত্র ফুটে উঠেছে।
এককালের মৌলবাদী, স্বাতন্ত্র্যবাদী জাতীয় চেতনা থেকে বিপ্লবী, স্বদেশী আধুনিক জাতীয়তাবাদী, সমাজতন্ত্রী ব্যক্তিত্বের বিকাশে তৎকালীন রাজনৈতিক কুচিৎ সমাজ- বাস্তবতার সাথে ঔপন্যাসিকের আদর্শবাদ, যুগপৎ প্রকাশ পেয়েছে। সর্বশেষে জাহেদ পুলিশ কর্তৃক ধৃত হলেও জাহেদ আগার বাণী শুনিয়েছে 'আমি আবার আসব ।
