আমার ব্যবহারে সবাই অপমান বোধ করছেন লুৎফা। শুধু অপমান নেই আমার সিরাজের এ ক্ষোভের কারণ ব্যাখ্যা কর

আমার ব্যবহারে সবাই অপমান বোধ করছেন লুৎফা। শুধু অপমান নেই আমার সিরাজের এ ক্ষোভের কারণ ব্যাখ্যা কর
আমার ব্যবহারে সবাই অপমান বোধ করছেন লুৎফা। শুধু অপমান নেই আমার সিরাজের এ ক্ষোভের কারণ ব্যাখ্যা কর

আমার ব্যবহারে সবাই অপমান বোধ করছেন লুৎফা। শুধু অপমান নেই আমার সিরাজের এ ক্ষোভের কারণ ব্যাখ্যা কর


উত্তর: তরুণ দেশপ্রেমিক জনহিতকর নবাব সিরাজ মসনদে বসবার পর থেকেই ভেতরে-বাইরে তার শত্রুর অভাব নেই। দেশের লোকের জন্য সিরাজ কঠোর ও কঠিন, তাই ইংরেজ কোম্পানি এবং স্বার্থপর অমাত্যবর্গের একাংশ সিরাজকে পছন্দ করে না।

 সিরাজের ক্ষমতালোভী খালাম্মা ঘসেটি বেগমও সিরাজের শত্রুদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করে। সুশৃঙ্খলভাবে রাজ্য পরিচালনার স্বার্থে সিরাজ ইংরেজ কোম্পানির ওয়াটসের কাছে প্রকাশ্য দরবারে কৈফিয়ত চায়, দেশীয় স্বার্থান্বেষী অমাত্যবর্গকে শাসিয়ে দেয়, বড় খালা ঘসেটি বেগমকে মতিঝিল প্রাসাদ থেকে নিজ প্রাসাদে এনে তার ওপর বিশেষ দৃষ্টি রাখে, তার অর্থ-সম্পদ বাজেয়াপ্ত করে, কেননা তার প্রচুর অর্থ ব্যয় হয় সিরাজের পতনের উদ্দেশ্যে। 

নবাবপত্নী কিছু না জেনেই খালাম্মা ঘসেটির সাথে সিরাজের ব্যবহারে উত্থাপন করেছেন সিরাজের বিরুদ্ধে অনুযোগ। সিরাজ অনুযোগের জবাবে লুৎফাকে জানিয়েছেন যে, নবাবের বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করে চলেছে তা দেশদ্রোহিতার সামিল এবং তা নবাবের জন্য অপমানকর। 

সিরাজ যা করছে তা রাজ্য রক্ষার স্বার্থেই করছে। সিরাজের ব্যবহারে স্বার্থপর অমাত্যবর্গ অপমান বোধ করে। অপমানবোধ কেবল তাদের আছে, সিরাজ কি মান-অপমানের বাইরে? নবাবের ব্যবহারে সবাই অপমান বোধ করছে, অথচ নবাব যে প্রতিনিয়ত অপমানের মুখোমুখি হচ্ছে সে হিসাব কেউ রাখে না। 

এমনকি নবাব মহিষীও এক পক্ষের দিকে তাকিয়ে নবাবকে অভিযুক্ত করছে— এটাই নবাবের দুঃখ। মূলত নবাবের এ অসহায়ত্ব বড়ই বেদনাদীর্ণ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ