মর্সিয়া সাহিত্য কী

 মর্সিয়া সাহিত্য কী?

মর্সিয়া সাহিত্য কী?
মর্সিয়া সাহিত্য কী?

উত্তর: মর্সিয়া শব্দের অর্থ শোক বা আহাজারি। মর্সিয়া কাব্য বা সাহিত্য মূলত শোককাব্য। শোকের উৎস যুদ্ধক্ষেত্র। কারবালা যুদ্ধের কাব্যই ষোল-সতের শতক থেকে বাংলার মুসলিম সমাজে জনপ্রিয় হতে থাকে। কারণ, কারবালার যুদ্ধ হোসেনের সাথে এজিদের। 

আলীর পুত্র হাসান-হোসেনের অনুসারীরা শিয়া হিসেবে পরিচিত। চট্টগ্রাম বন্দরের সাথে দাক্ষিণাত্যের শিয়াদের ও ইরানী শিয়াদের বাণিজ্যিক সম্পর্ক ছিল, সে সূত্রেই ষোল শতক থেকেই শিয়াদের শোকের কাহিনী বাংলায় গুরুত্ব পায় ।

তাছাড়া মুসলমান মাত্রেই হযরত মুহম্মদ (স) এর সঙ্গে জড়িত। তাঁরই দৌহিত্র হাসান- হোসেনের প্রতি সে কারণেই আমাদের সহানুভূতি। আর এ জন্যই বাংলায় শোককাব্য তথা কারবালার বেদনাসিক্ত কাহিনী আমাদের কাছে আদরণীয়।

মর্সিয়া সাহিত্য বলতে প্রধানত কারবালার কাহিনী, তথা হযরত আলী (রা) এর পুত্র, হযরত মুহম্মদ (স) এর দৌহিত্রের যে শোচনীয় ও বেদনার্ত পরাজয়, যা আমাদেরকে শোক সাগরে ভাসায় তাকেই বুঝায়। এ সাহিত্যে নায়ক বিজয়গৌরবহীন এবং পরাজিত ও পাশবিকভাবে নিষ্ঠুরের হাতে মৃত্যুবরণ করে বলেই এ সাহিত্যের রস হয়ে উঠে করুণ। শোকের বা কান্নার আধার বলেই এ বিলাপ প্রধান সাহিত্যের নাম মর্সিয়া বা শোক সাহিত্য।

এ কাব্য বেদনার বলেই আমাদের কাছে মন্দনীয় নয়। এ কাব্যের মধ্যে খুঁজে পাওয়া যায় মানুষের কিছু সহজাত প্রবৃত্তি। যেমন— অন্যায়ের প্রতিবাদে জীবনপণ; জীবন দেব কিন্তু ইজ্জত দেব না; জানের চেয়ে মান বড়, তার চেয়ে বড় স্বাধীনতা। 

হোসেন অত্যাচারী এজিদের অনুগত থাকলে স্বচ্ছন্দে জীবন কাটাতে পারতেন, কিন্তু তা তিনি করেন নি জীবনের বিনিময়ে ন্যায়ের প্রতিষ্ঠায় মানুষ যুগে যুগে ন্যায়ের পক্ষেই বেদনার্ত হয়ে উঠে। মর্সিয়া সাহিত্যে কারবালার বিভিন্ন বিষয় নিয়ে যারা লিখেছেন :

১.দৌলত উজির বাহরাম খানের ইমাম বিজয়;

২.শেখ ফয়জুল্লাহ- যয়নবের চৌতিশা;

৩.মুহম্মদ খান - মক্তুল হোসেন কাব্য;

8.হায়াৎ মাহমুদ- কারবালা কাব্য;

৫.আব্দুল আলিম- হানিফার লড়াই;

৬.নজর আলী- হানিফার কারবালা যাত্রা;

৭.আমান উল্লাহ- মোহাম্মদ হানিফার লড়াই;

৮.নসরুল্লাহ খন্দকার- কারবালা কাহিনী।

'কারবালা' শব্দটি উচ্চারিত হলেই মুসলমানের সামনে এক বেদনার্ত শোকগাথার চিত্র ভেসে উঠে, যা নিয়ে মধ্যযুগের মর্সিয়া সাহিত্য রচিত। আজও তা নানাভাবে আমাদেরকে আন্দোলিত করে, করে শোকার্ত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ