খনার বচন বলতে কী বুঝ

খনার বচন বলতে কী বুঝ?

খনার বচন বলতে কী বুঝ?

খনার বচন বলতে কী বুঝ?


উত্তর: পৃথিবীর প্রত্যেক দেশ ও জাতির রয়েছে ভিন্ন ভিন্ন লোকসাহিত্য। লোকসাহিত্য ব্যক্তি বিশেষের একক প্রচেষ্টার ফসল নয়। বিভিন্ন দেশের লোকসাহিত্যের প্রকৃতি বিভিন্ন। লোকসাহিত্য নির্ভর করে প্রত্যেক দেশ-জাতির পেশা /বৃত্তিকে শিক্ষা-সংস্কৃতিকে কেন্দ্র করেই। 

অর্থাৎ দেশের মানুষের চালচলন, রীতিনীতি, কর্ম, উৎপাদন ব্যবস্থা ইত্যাদির উপর নির্ভর করে গড়ে উঠে লোকসাহিত্য। খনার বচন লোকসাহিত্যের উপাদান। খনার বচন মূলত গঠনের দিক থেকে ছড়ার মত। খনার বচনের কিছু কিছু রাবণের নামেও পরিচিত। 

আসলে খনা বা রাবণ এর কেউই এগুলোর রচয়িতা নয়। কৃষিপ্রধান বাংলায় বিভিন্ন ফসল উৎপন্নের দীর্ঘদিনের অভিজ্ঞতা, ভাল-মন্দ, সুলক্ষণ-দুর্লক্ষণ নিয়ে ছড়া আকারে খনার বচনগুলো সৃষ্টি হয়েছে এবং লোকপরম্পরায় তা চলে আসছে। 

খনার বচনের সাহিত্যিক মূল্য তেমন নেই, তবে এতে সমাজের একটি বিশেষ ছবি পাওয়া যায়। কৃষিপ্রধান বাংলাদেশে খনার বচনের গুরুত্ব অত্যন্ত প্রবল। 

এগুলোতে বাস্তবরসের ও জ্যোতিষভাবের লক্ষণ থাকায় আমাদের সমাজের একটি বিশেষ দিকের আলোকপাত করায় এগুলোর মূল্য অনস্বীকার্য। 

দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার ফলে এগুলো সৃষ্ট বলে এগুলোর মধ্যে জ্ঞান ও প্রজ্ঞার ছাপ রয়েছে। এগুলো এক ধরনের বিজ্ঞানও বটে। কেননা খনার বচনগুলো দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার ফল। যেমন-

 কলা রুয়ে না কাট পাত

তাতেই কাপড় তাতেই ভাত।

অর্থাৎ, কলাগাছ রোপণ করে যদি পাতা কাটা না হয়, তাতে প্রচুর কলা জন্মে। কিন্তু পাতা কাটলে কলা ফলে না।

যদি বর্ষে মাঘের শেষ

ধন্য রাজার পুণ্য দেশ।

অর্থাৎ, মাঘ মাযের শেষে যদি বৃষ্টি হয় তবে দেশে ভাল ফসল হয় এবং দেশ ফসলে সমৃদ্ধ

হয়|হাতে বিশে করি ফাঁক। আম-কাঁঠাল পুঁতে রাখ। গাছাগাছি ঘন সবে না।ফল তাতে ফলবে না।

অর্থাৎ, আম বা কাঁঠাল চারা একটা থেকে অন্যটা বেশ ফাঁকে লাগাতে হয়। ঘন গাছের পিঠে গাছ থাকলে আম-কাঁঠাল গাছে ভাল ফল ধরে না। মূলত খনার বচন কৃষিজীবী মানুষের চাষবাসের নির্দেশক।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ