লেখকের কাবুল ত্যাগের সময় আবদুর রহমানের পাগড়ির অবস্থা কেমন ছিল?

 লেখকের কাবুল ত্যাগের সময় আবদুর রহমানের পাগড়ির অবস্থা কেমন ছিল?
লেখকের কাবুল ত্যাগের সময় আবদুর রহমানের পাগড়ির অবস্থা কেমন ছিল
 লেখকের কাবুল ত্যাগের সময় আবদুর রহমানের পাগড়ির অবস্থা কেমন ছিল?

উত্তর : সৈয়দ মুজতবা আলী কাবুলে থাকাকালীন আবদুর রহমান তাঁর সেবার কোনো ত্রুটি করে নি। সে ছিল ভ্রাত্যন্ত মনিব ভক্ত। লেখকের জন্য আবদুর রহমান তার প্রাণ বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করতো না।

দীর্ঘ কাবুলবাস ছেড়ে লেখক যখন আবদুর রহমানের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসেন তখন এক হৃদয়স্পর্শী ঘটনার সৃষ্টি হয়। লেখক প্লেনে চড়েছেন। জাহাজ থেকেও আবদুর রহমানের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। সৃষ্টিকর্তার কাছে তার আবেদন, সে খোদাতালার কাছে লেখককে সঁপে দিয়েছে। 

লেখক জাহাজের জানালা দিয়ে তাকালেন। তাকিয়ে দেখতে পেলেন দিগন্ত বিস্তৃত শুভ্র বরফ। আর অ্যারফিল্ডের মাঝখানে আবদুর রহমান তার পাগড়ির লেজ তার মাথার উপর তুলে দুলিয়ে দুলিয়ে তার মনিবকে বিদায় জানাচ্ছে। 

বহুদিন ধরে সাবান ছিল না বলে আবদুর রহমানের পাগড়ি ময়লা। কিন্তু লেখকের মনে হলো চারিদিকের শুভ্র বরফের চেয়েও আবদুর রহমানের পাগড়ি শুভ্রতর, আর শুভ্রতম আবদুর রহমানের হৃদয়।প্রশ্ন ৩৬“কইনিন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ