মিনু গল্পের অনুধাবন প্রশ্ন উত্তর (লেখক বনফুল)

মিনু গল্পের অনুধাবন প্রশ্ন উত্তর
মিনু গল্পের অনুধাবন প্রশ্ন উত্তর

মিনু গল্পের অনুধাবন প্রশ্ন উত্তর

মিনু গল্পের অনুধাবন মূলক প্রশ্ন গুলো নিয়ে আমাদের আজকের সাজানো পোস্ট। মিনু গল্পের অনুধাবন প্রশ্ন উত্তর খুজে তাদের জন্য চমৎকার আরটিকেল নিয়ে এসেছি। চলুন মিনু গল্পের অনুধাবন প্রশ্ন উত্তর জেনে নিই।

প্রশ্ন ১। মিনু শুকতারাকে নিয়ে কী বিশ্বাস করে? 

উত্তর: মিনু শুকতারাকে নিজের সই মনে করে। মিনু খুব ভোরে ঘুম থেকে ওঠে। সে যখন ওঠে তখন আকাশে শুকতারা দপ দপ করে জ্বলে। 

মিনুর বিশ্বাস শুকতারাও তার মতো ভোর বেলায় কয়লা ভাঙতে উঠেছে। আকাশে থাকে এমন কোনো পিসেমশাইয়ের জন্য গৃহস্থালি কাজ করে শুকতারা। 

শুকতারার আশেপাশের কালো মেঘের টুকরোগুলোকে মিনু কয়লা মনে করে। মিনু শুকতারাকে নিজের সই মনে করে এবং শুকতারাও তারই মতো কাজ করে এমনটা মিনু বিশ্বাস করে। শুধু বিশ্বাসই করে না, মনে মনে শুকতারার সাথে কথাও বলে।

প্রশ্ন ২। মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হলো কেন? 

উত্তর: সরু ডালে হলুদ পাখি বসতে দেখে মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। মিনুদের ছাদ থেকে একটি বড় কাঁঠাল গাছ দেখা যায়। একদিন মিনু দেখে কাঁঠাল গাছের সরু ডালে একটা হলুদ পাখি বসে আছে। 

সেই সময় মিনুর প্রতিবেশী টুনুর বাবা বিদেশ থেকে আসে। মিনুর মাসি বলেছিল তার বাবাও বিদেশ থাকে। সে মনে করে এরপর যেদিন ওই ডালে আবার হলুদ পাখি এসে বসবে তার বাবাও ফিরে আসবে। 

একদিন জ্বরের ঘোরে সে ছাদে ওঠে এবং দেখতে পায় ওই সরু ডালটায় একটা হলুদ পাখি বসে আছে। তখন তার বাবা ফিরে আসবে ভেবে মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে।

প্রশ্ন ৩। ‘মিনু’ গল্পে মিনুর বন্ধুদের পরিচয় দাও। 

উত্তর: ঘরের জিনিসপত্র, পিঁপড়ে ও শুকতারা মিনুর বন্ধু। মিনুর অন্যতম বন্ধু হলো পিঁপড়ের দল। পিঁপড়ে ছাড়া আরও অনেক বন্ধু আছে তার। 

রান্নাঘরের বাসনগুলো সব তার বন্ধু। মিনু তাদের আলাদা আলাদা নাম রেখেছে। ঘটিটার নাম পুটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেলে মিনু খুব কেঁদেছিল। 

গ্লাস চারটের নাম হারু, বারু, তারু আর কারু। চারটে গ্লাসই এক রকম। কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। এছাড়া তার সই হলো শুকতারা। তার সাথেই সে প্রতি সকালে জেগে ওঠে।

প্রশ্ন ৪। মিনু ছাদ থেকে ছুটে বাইরে বেরিয়ে গেল কেন? 

উত্তর: মিনুর ছাদ থেকে ছুটে বাইরে বেরিয়ে যাওয়ার কারণ হলো—সে ভেবেছে নিশ্চয় তার বাবা বিদেশ থেকে ফিরে এসেছে। জন্মের আগেই মিনুর বাবা মারা যায়। কিন্তু মিনুর মাসি একদিন তাকে বলেছিল তার বাবা বিদেশে গেছে। 

তাই সে সেই অপেক্ষায় থাকে। ছাদের পাশে কাঁঠাল গাছের মরা ডালটায় যেদিন হলদে পাখি এসে বসেছিল সেদিন পাশের বাড়ির টুনুর বাবা বিদেশ থেকে এসেছিল। 

এটা দেখে মিনুর মনে বিশ্বাস জাগল যে, আবার যেদিন হলদে পাখিটি কাঁঠাল গাছে বসবে সেদিন অবশ্যই তার বাবা ফিরে আসবে। এ কারণে একদিন ছাদে উঠে সে হলদে পাখি দেখতে পেয়ে দৌড়ে বাইরে বেরিয়ে গেল বাবাকে দেখার আশায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ