৫১টি নীলনদ আর পিরামিডের দেশ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৫১টি নীলনদ আর পিরামিডের দেশ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
নীলনদ আর পিরামিডের দেশ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৫০টি নীলনদ আর পিরামিডের দেশ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

 আসসালামু আলাইকুম বন্ধুরা । আপ্নারা যারা নীলনদ আর পিরামিডের দেশ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সহ খুজতেছেন তাদের জন্য আজকের এই নীলনদ আর পিরামিডের দেশ গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন । চলুন বন্ধুরা জেনে নেওয়া আজকের নীলনদ আর পিরামিডের দেশ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর । নিম্নে নীলনদ আর পিরামিডের দেশ গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সহ দেওয়া আছেঃ

প্রশ্ন ১। সবচেয়ে বড় পিরামিড তৈরি করতে কত সময় লেগেছিল? 

উত্তর : সবচেয়ে বড় পিরামিড বানাতে বিশ বছর সময় লেগেছিল। 

প্রশ্ন ২। সূর্যের লাল আর নীল মিলে কোন রং ধারণ করেছে? 

উত্তর : সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করেছে । 

প্রশ্ন ৩। সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : সৈয়দ মুজতবা আলী ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর সালে জন্মগ্রহণ করেন

প্রশ্ন ৪। মিশরের কয়টি পিরামিড ভুবন বিখ্যাত?

উত্তর : মিশরের তিনটি পিরামিড ভুবন বিখ্যাত। 

প্রশ্ন ৫। মমি শব্দের অর্থ কী? 

উত্তর : 'মমি' শব্দের অর্থ কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ । 

প্রশ্ন ৬। সৈয়দ মুজতবা আলী কোথায় জন্মগ্রহণ করেন? 

উত্তর : সৈয়দ মুজতবা আলী আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। 

প্রশ্ন ৭। সৈয়দ মুজতবা আলী স্নাতক ডিগ্রি লাভ করেন কোন প্রতিষ্ঠান থেকে? 

উত্তর : সৈয়দ মুজতবা আলী শান্তিনিকেতন থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন । 

প্রশ্ন ৮। সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথের স্নেহসান্নিধ্যে কত বছর লেখাপড়া করেন?

উত্তর : সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথের স্নেহসান্নিধ্যে পাঁচ বছর লেখাপড়া করেন।

প্রশ্ন ৯। সৈয়দ মুজতবা আলী কোন কবির স্নেহসান্নিধ্যে ছিলেন ? 

উত্তর : সৈয়দ মুজতবা আলী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহসান্নিধ্যে ছিলেন।

প্রশ্ন ১০। সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন ? 

উত্তর : সৈয়দ মুজতবা আলী ১৯৭৪ সালে মৃত্যুবরণ করেন । 

প্রশ্ন ১১। জাহাজ কখন সুয়েজ বন্দরে পৌঁছল? 

উত্তর : জাহাজ সন্ধ্যের দিকে সুয়েজ বন্দরে পৌছল ! 

প্রশ্ন ১২। কোন সাগর থেকে মন্দমধুর ঠান্ডা হাওয়া আসছিল? 

উত্তর : ভূমধ্যসাগর থেকে মন্দমধুর ঠান্ডা হাওয়া আসছিল। 

প্রশ্ন ১৩। মিশর মরুভূমির কোন দিকে সূর্য অস্ত যায়? 

উত্তর : মিশর মরুভূমির পিছনে সূর্য অস্ত যায়।

প্রশ্ন ১৪। সোনালি বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে কোথায় হানা দেয়? 

উত্তর : সোনালি বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে আকাশের বুকে হানা দেয়।

প্রশ্ন ১৫। শহরের বিজলিবাতি ক্রমেই কেমন হয়ে আসছিল? 

উত্তর : শহরের বিজলি বাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে আসছিল। 

প্রশ্ন ১৬। কোন দৃশ্য বাংলাদেশের সবুজ-শ্যামলিমার মাঝখানে দেখা যায় না?

উত্তর : মরুভূমির ওপর চন্দ্রালোকের দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না।

প্রশ্ন ১৭। ক্যারাভান কী?

উত্তর : ক্যারাভান হলো কাফেলা।

প্রশ্ন ১৮। লেখক কী দেখে ভয় পেয়ে গিয়েছিলেন?

উত্তর : উটের চোখের ওপর মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো সবুজ হয়ে যায়। এতে লেখক ভয় পেয়ে যান।

প্রশ্ন ১৯। তৃষ্ণায় কোথায় বেদুইন মারা যায়? 

উত্তর : তৃষ্ণায় মরুভূমিতে বেদুইন মারা যায়

প্রশ্ন ২০। বেদুইনদের কাছে তার পুত্রের চেয়ে প্রিয় কী? 

উত্তর : বেদুইনদের কাছে তার পুত্রের চেয়ে প্রিয় তার উট। 

প্রশ্ন ২১। বেদুইন তার প্রাণ বাঁচানোর জন্য কী খায়? 

উত্তর : বেদুইন তার প্রাণ বাঁচানোর জন্য উটের জমানো জল খায়। 

প্রশ্ন ২২। গাড়ি রওয়ানা হওয়ার পূর্বে কত গ্যালন জল সঙ্গে নেয়নি? 

উত্তর : গাড়ি রওয়ানা হওয়ার পূর্বে পাঁচশ গ্যালন জল সঙ্গে নেয়নি। 

প্রশ্ন ২৩। কীসের ঝাঁকুনিতে লেখকের ঘুম ভাঙে?

উত্তর : মোটরের ঝাঁকুনিতে লেখকের ঘুম ভাঙে ৷

প্রশ্ন ২৪। কোন শহরের মতো নিশাচর শহর লেখকের চোখে পড়েনি? 

উত্তর : কায়রোর মতো নিশাচর শহর লেখকের চোখে পড়েনি।

প্রশ্ন ২৫। কায়রোর রেস্তোরাগুলো কীসের মতো নোংরা ?

উত্তর : কায়রোর রেস্তোরাঁগুলো লেখকের পাড়ার দোকানের মতো নোংরা।

প্রশ্ন ২৬। মিশরীয় রান্না কোন রান্নার মামাতো বোন? 

উত্তর : মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন ।

প্রশ্ন ২৭। রান্নাঘর থেকে কে ছুটে এসে লেখকদের সালাম জানাল? 

উত্তর : রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ছুটে এসে লেখকদের সালাম জানাল।

প্রশ্ন ২৮। লেখকের মন কীসের ঝোলের জন্য কাঁদছিল? 

উত্তর : লেখকের মন মাছের ঝোলের জন্য কাঁদছিল। 

প্রশ্ন ২৯। কীসে তামাম শহরটা আবজাব করছিল? 

উত্তর : বন্দেরে তামাম শহরটা আবজাব করছিল। 

প্রশ্ন ৩০। সুদানবাসীর গায়ের রং কেমন? 

উত্তর : সুদানবাসীর গায়ের রং ব্রোঞ্জের মতো। 

প্রশ্ন ৩১। কাদের সর্বাঙ্গ দিয়ে তেল ঝরছিল? 

উত্তর : নিগ্রোদের সর্বাঙ্গ দিয়ে তেল ঝরছিল 

প্রশ্ন ৩২। নিগ্রোদের দাঁত কীসের মতো? 

উত্তর : নিগ্রোদের দাঁত ঝিনুকের মতো।

প্রশ্ন ৩০। সুদানবাসী প্রায় কয় ফুট লম্বা ?

উত্তর : সুদানবাসী প্রায় ছয় ফুট লম্বা।

প্রশ্ন ৩৪। মিশরীয় নিগ্রোদের চুলকে লেখক কার মতো বলেছেন? 

উত্তর : মিশরীয় নিগ্রোদের চুলকে লেখক ভেড়ার লোমের মতো বলেছেন।

প্রশ্ন ৩৫। কায়রোর বায়স্কোপ বেশির ভাগ কেমন জায়গায় হয়? 

উত্তর : কায়রোর বায়স্কোপ বেশির ভাগ খোলামেলা জায়গায় হয়। 

প্রশ্ন ৩৬। মিশরের বিখ্যাত নদের নাম কী?

উত্তর : মিশরের বিখ্যাত নদের নাম নীল নদ।

প্রশ্ন ৩৭। কোনগুলো পৃথিবীর সবচেয়ে পুরানো কীর্তি ? 

উত্তর : তিনটি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরানো কীর্তিস্তম্ভ।

প্রশ্ন ৩৮। পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম কোন অঞ্চলের পিরামিডগুলো? 

উত্তর : পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম গিজে অন্যদের পিরামিডগুলো। 

প্রশ্ন ৩৯। পিরামিডগুলো কত ফুট উঁচু?

উত্তর : পিরামিডগুলো প্রায় পাঁচশ ফুট উঁচু।

প্রশ্ন ৪০। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে কত লক্ষ লোক লেগেছিল? 

উত্তর : সবচেয়ে বড় পিরামিডটা বানাতে এক লক্ষ লোক লেগেছিল।

প্রশ্ন ৪১। ফুটপাতে চেয়ারে বসে কারা তসবি জপছিল? 

উত্তর : ফুটপাতে চেয়ারে বসে দু-চারটি সুদানি দারোয়ান আপছিল ।

প্রশ্ন ৪২। কীসের দোকানের সামনে অল্প একটু ভিড় ছিল? 

উত্তর : খবরের কাগজগুলোর দোকানের সামনে অল্প একটু ভিড় ছি প্রশ্ন 

৪৩। মিশরে বৃষ্টিপাতের পরিমাণ কেমন?

উত্তর : মিশরে বৃষ্টিপাতের পরিমাণ দুই-এক ইঞ্চির বেশি নয়। 

প্রশ্ন ৪৪। পৃথিবীর সবচেয়ে পুরানো কীর্তিস্তম্ভ কী? 

উত্তর : পৃথিবীর সবচেয়ে পুরানো কীর্তিস্তম্ভ পিরামিড। 

প্রশ্ন ৪৫। 'মমি' বানিয়ে কোথায় রাখা হতো? 

উত্তর : 'মমি' বানিয়ে শক্ত পিরামিডের ভেতর রাখা হতো। 

প্রশ্ন ৪৬। বহু সমঝদার শুধু কী দেখতে মিশরে আসেন? 

উত্তর : বহু সমঝদার শুধু মিশরের মসজিদগুলো দেখতে মিশ আসেন ।

প্রশ্ন ৪৭। কোন জিনিসগুলোকে সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল? 

উত্তর : মসজিদের মিনারগুলোকে সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল। 

প্রশ্ন ৪৮। মসজিদের কারুকার্য কেমন ছিল?

উত্তর : মসজিদের কারুকার্য নিপুণ মোলায়েম ছিল ।

প্রশ্ন ৪৯। 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনাটি লেখকের কে গ্রন্থ থেকে সংগৃহীত?

উত্তর : 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনাটি লেখকের 'জ ডাঙ্গায়' গ্রন্থ থেকে সংগৃহীত।

প্রশ্ন ৫০। 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনায় 'জাত-বেজায় শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর : ‘নীল নদ আর পিরামিডের দেশ' রচনায় 'জাত-বেজাত' শব্দি নানা জাতি অর্থে ব্যবহৃত হয়েছে।

আর্টিকেলের শেষকথাঃ নীলনদ আর পিরামিডের দেশ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

বন্ধুরা আমাদের আজকের শেখার বিসয় ছিল নীলনদ আর পিরামিডের দেশ গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর । আমরা এতক্ষন নীলনদ আর পিরামিডের দেশ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর  সহ জানতে পারলাম। তোমরা সকল ধরনের গল্পের প্রশ্নের উত্তর সহ পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ