ষষ্ঠ শ্রেণির নীলনদ আর পিরামিডের দেশ গল্পের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
নীলনদ আর পিরামিডের দেশ অনুধাবনমূলক প্রশ্ন : আপনারা যারা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আছো আছো তাদেরকে স্বাগতম। কারণ আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণির নীলনদ আর পিরামিডের দেশ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর সহ। তো শিক্ষার্থী বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক ষষ্ঠ শ্রেণির নীলনদ আর পিরামিডের দেশ গল্পের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর।
![]() |
| নীলনদ আর পিরামিডের দেশ অনুধাবনমূলক প্রশ্ন |
নীলনদ আর পিরামিডের দেশ অনুধাবনমূলক প্রশ্ন
প্রশ্ন ১। পিরামিড তৈরি করা হতো কেন ?
উত্তর : ফারাওদের বিশ্বাসের জায়গা থেকেই পিরামিড তৈরি করা হতো। পৃথিবীর সবচেয়ে পুরানো কীর্তিস্তম্ভ হলো পিরামিড। সেই সমা ফারাওরা অনেক কিছু বিশ্বাস করতেন।
তারা বিশ্বাস করতেন যে মারা যাওয়ার পর যদি তাদের মৃতদেহ পচে যায় কিংবা আঘাতপ্রা হয়, তাহলে তারা পারলোকে অনন্ত জীবন পাবেন না। তাই মৃত্যুর পরে তারা মৃতদেহের মমি বানিয়ে পিরামিডের ভেতরে রাখতেন। ফে কেউ সেই দেহ স্পর্শও করতে না পারে। এই বিশ্বাস থেকেই মূলত পিরামিড তৈরি করা হতো ।
প্রশ্ন ২। কোনটি সম্বন্ধে পাকা খবর সংগ্রহের চেষ্টা করা হয় কেন?
উত্তর : পিরামিড সম্বন্ধে অজানা তথ্য জানার জন্য পাকা খবর সংগ্রহের চেষ্টা করা হয়। মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি মিশরের পিরামিড। পিরামিড নির্মিত হয়েছিল ফারাওদের মৃতদেহ মমি করে রাখার জন্য।
গিজে নামক স্থানে অবস্থিত পিরামিড তিনটি পৃথিবীর সবচেয়ে পুরানো কীর্তিস্তম্ভ। এগুলো নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। এর দেয়ালে খোদাই করা রয়েছে লিপি। বিভিন্ন অজানা তথ্য জান্যর জন্য মানুষ পিরামিডের এই লিপিগুলোর মর্মার্থ উদ্ধার করার চেষ্টা করে।
প্রশ্ন ৩। শহরতলিতেই কতো না রেস্তোরা, কতো না ক্যাফে খোলা, খদ্দেরে খদ্দেরে গিসগিস করছে'- ব্যাখ্যা কর।
উত্তর : কায়রো শহরের বর্ণনা করতে গিয়ে লেখক প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। মিশরে ভ্রমণকালে লেখক কায়রো শহরে এসে যখন উপনীত হন তখন
রাত নেমে এসেছে। গাড়িতে চলতে চলতে খোলা জানালা দিয়ে সারি সারি আলো চোখে পড়ে। গণ্ডায়-গণ্ডায় রেস্তোরাঁ, হোটেল, সিনেমা, ডান্স হল, ক্যাবারে চোখে পড়ে। এসব দেখে লেখক মন্তব্য করেন, “খদ্দেরে খদ্দেরে গিসগিস করছে।
প্রশ্ন ৪। কায়রোতে বায়স্কোপ বেশিরভাগ খোলামেলা জায়গায় হয় কেন?
উত্তর : কায়রোতে হঠাৎ কখনো বৃষ্টি হয়। তাই সেখানে বায়োস্কাপ' খোলামেলা আকাশের নিচে হয় । মিশরের কায়রোর জলবায়ু শুষ্ক। বৃষ্টি হয় না বললেই চলে।
যদি কখনো হয় তবে তা দু-এক ইঞ্চির বেশি নয়। আর এই বৃষ্টি না হওয়ার কারণে সেখানকার বেশিরভাগ বায়োস্কোপ খোলামেলা' জায়গায়ই হয় ।
০৫। উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছে কেন ?
উত্তর : রাতের বেলা উটের চোখের ওপর মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল। লেখক মিশর ভ্রমণকালে রাতের বেলায় মোটরে করে মরুভূমির রাস্তা ধরে চলছিলেন।
হঠাৎ সামনে দেখলেন জ্বলজ্বলে দুটি সবুজ আলো। প্রথমে সেটাকে ভূতের চোখ ভাবলেও কাছে গিয়ে দেখতে পান তা ছিল উটের চোখ। কারণ উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল।
০৬। এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয় কেন ?
খ এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয়— কারণ নীল নদই মিশরের চাষাবাদের জন্য মিষ্টি পানির জোগান দেয় । নীল নদ মিশরের তথা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ।
এ দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এ নদ প্রবাহিত। মরুময় মিশর দেশে নীলনদের অববাহিকায় চাষাবাদ হয়। এজন্যই লেখক বলেছেন— এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয় ৷
আর্টিকেলের শেষকথাঃ নীলনদ আর পিরামিডের দেশ অনুধাবনমূলক প্রশ্ন
বন্ধুরা আমরা এতুখন জ্জেনে নিলাম নীলনদ আর পিরামিডের দেশ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর সহ। যদি আমাদের আজকের এই পোস্ট আপনার ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আপনার ক্লাসের সকল বিসয়ের প্রশ্ন আমাদের সাইটে পেয়ে যাবেন।
