নীলনদ আর পিরামিডের দেশ এর মূলভাব

নীলনদ আর পিরামিডের দেশ এর মূলভাব
নীলনদ আর পিরামিডের দেশ এর মূলভাব

নীলনদ আর পিরামিডের দেশ এর মূলভাব

বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর। প্রাচীন কাল থেকে মিশরের নীল নদের তীরে গড়ে উঠেছিল এই সভ্যতা। এই কারণেই একে নদীকেন্দ্রিক সভ্যতা বলা হয়। কায়রোর অদূরে গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড ও কায়রোর ঐতিহাসিক কারুকার্য মিশরের অতীত ঐতিহ্যের স্মারক। পাথরের তৈরি বিশালাকার সমাধিগুলো বিশ্বের অন্যতম আশ্চর্য। 

এসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রো ও গিজে। কায়রো শহর আলো ঝলমল রাতের বেলায়। রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসা নানা রকম খাবার-নাশতার সুগন্ধ বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা। অদূরে গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি মিশরের পিরামিড। 

পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃত্যুর পর সমাধি হিসেবে ব্যবহারের জন্য। পাথরের চাঁই দিয়ে তৈরি বিশালাকার সমাধিগুলো নীলনদের তীরে পিরামিডের গায়ে মিশরের অনন্য আকর্ষণ হচ্ছে খোদাই করা অসাধারণ নকশা। এসব টানেই সারা পৃথিবীর মানুষ ছুটে যায় মিশরে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ