অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন - বিস্তারিত জানুন

 হ্যালো বন্ধুরা আমরা আর কে রায়হান ডট কমে পল্লী বিদ্যুৎ অনলাইন আবেদন rebpbs.com সম্পর্কে জানতে আসছেন।

আমি আজকে দেখাব কিভাবে ঘরে বসে অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন করতে হয়। আপনি যদি পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করতে চান তাহলে আপনাকে পল্লী বিদ্যুৎ অফিসে যাওয়া আসা করতে হবে এবং অনেক লোকের পিছনে ঘুরাঘুরি করতে হবে আর অবশেষে দেখবেন কাজটা সফল নাও হতে পারেন।

আপনি যদি এই পোস্ট টি অনুসরন করেন তাহলে আপনি খুব সহজে অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন করতে পারবেন এবং মিটারটিও পেয়ে যাবেন।  দেখুন এই পোস্টে আমি স্টেপ বাই স্টেপ পল্লী বিদ্যুৎ অনলাইন আবেদন সম্পরকে দেখিয়ে দিয়েছি এবং আবেদন করার শেষে কিভাবে আবেদন কপি হাতে পাবেন সেটিও দেখিয়ে দিয়েছি।

অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন কিভাবে করতে হয় জেনে নিন
অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন - বিস্তারিত জানুন



প্রথমেই জেনে নেওয়া যাক আবেদন করার সময় কি কি লাগবে 

আবাসিক নতুন বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা


১। জাতীয় পরিচয় পত্র/প্রযোজ্য ক্ষেত্রে ১ কপি পাসপোর্ট সাইজের ছবি

২। জমির মালিকানা দলিল বা লিজ ডিড বা নামজারীর কাগজ, মূল মালিক না থাকলে উত্তরাধিকার
সনদ

৩। পূর্বের সংযোগ থাকলে পরিশোধিত বিলের কপি (একই নামে বা স্থানে আরো সংযোগ নিতে নতুন
করে আর কোন ডকুমেন্ট লাগবে না)

৪। বহুতল ভবনের (১০ তলার অধিক) ক্ষেত্রে অগ্নি নির্বাপন সনদ

৫। রাজউক/সিডিএ/কেডিএ/আরডিএ এবং অন্যান্য ক্ষেত্রে সিটি কর্পোরেশন/পৌরসভার অনুমোদিত,
বিল্ডিং প্ল্যান, হোল্ডিং নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে)


[বিঃ দ্রঃ আবাসিক গ্রাহকের লোড ৫০ কিলোওয়াটের উপরে হলে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের
উপকেন্দ্র চালুর অনুমোদন লাগবে]


বাণিজ্যিক নতুন বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা

১। জাতীয় পরিচয় পত্র/প্রযোজ্য ক্ষেত্রে ১ কপি পাসপোর্ট সাইজের ছবি

২। জমির মালিকানা দলিল বা লিজ ভিড বা নামজারীর কাগজ, মূল মালিক না থাকলে উত্তরাধিকার
সনদ;

৩। পূর্বের সংযোগ থাকলে পরিশোধিত বিলের কপি (একই নামে বা স্থানে আরো সংযোগ নিতে নতুন
করে আর কোন ডকুমেন্ট লাগবে না);

৪। বাণিজ্যিক ভবনের (১০ তলার অধিক) ক্ষেত্রে অগ্নি নির্বাপন সনদ;

৫। রাজউক/সিডিএ/কেডিএ/আরডিএ এবং অন্যান্য ক্ষেত্রে সিটি কর্পোরেশন/পৌরসভার অনুমোদিত
বিল্ডিং প্ল্যান, হোল্ডিং নন্বর প্রযোজ্য ক্ষেত্রে);

৬। এইচটি সংযোগের ক্ষেত্রে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের উপকেন্দ্র চালুর অনুমোদন লাগবে।



পল্লী বিদ্যুৎ অনলাইন আবেদনের জন্য যা যা লাগবে...

  • ছবি ঃ সর্বোচ্চ সাইজ(৩০০x৩০০) ১৫০ কিলোবাইট
  • জাতীয় পরিচয় পত্র ঃ সর্বোচ্চ সাইজ(৬০০x৪৭৫) ৩০০ কিলোবাইট
  • এবং খারিজ আপলোড করুন ঃ সর্বোচ্চ সাইজ(৬০০x৪৭৫) ৫০০ কিলোবাইট

এখানে খারিজ হলো আমরা যাকে জমির পর্চা বলে থাকি সেটি।



অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন



আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা আমার দেখনো স্টেপ গুলো ফলো করুন তাহলেই ভাল ভাবে বুজতে পারবেন এবং আবেদন করতে কোনো সমস্যা হবে না।


স্টেপ ০১ঃ

প্রথমে এখানে যান

বিদ্যুৎ অফিসের বিবরনঃ আপনার এলাকাই যে বিদ্যুৎ এর সমিতি রয়েছে সেটি দিন এবং বিদ্যুৎ আফিসের নাম দিন।

অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন কিভাবে করতে হয় জেনে নিন


স্টেপ ০২ঃ

সংযোগঃ আপনি যদি বস্ত বাড়ির জন্য আবেদন করতে চান তাহলে এলারট এ আবাসিক সেলেক্ট করে দিন।

অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন কিভাবে করতে হয় জেনে নিন

স্টেপ ০৩ঃ

আবেদন কারির বিবরণঃ এখানে আপনার নামে, বাবার নাম , জন্ম তারিখ আরো অনেক চায়বে সেগুল দিবেন। না বুজলে নিচের পিক টা লক্ষ্য করুন।


অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন কিভাবে করতে হয় জেনে নিন

স্টেপ ০৪ঃ

স্থায়ী ঠিকনাঃ আপনি যেখানে স্থায়ী ভাবে বসবাস করেন সে যায়গার নাম দিন।

অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন কিভাবে করতে হয় জেনে নিন


স্টেপ ০৫ঃ

প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলের বিবরনঃ এখনে লক্ষ্য করুন যে যেটি ইংরেজিতে চাচ্ছে সেটি ইংরেজিতে দিবেন আর যেটি বাংলাতে চাচ্ছে সেটি বাংলাই দিবেন।

অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন কিভাবে করতে হয় জেনে নিন


স্টেপ ০৬ঃ

নোটঃ যেসব লাল স্টার মার্ক করা আছে সেগুল অবশ্যই দিতে হবে। আর হ্যা গ্রাহকের বই নং এবং হিসাব নম্বর কখনো ভুল দিবেন না।

০১। নিকটবতী সার্ভিস পোল হইতে দূরত্ব (ইংরেজি) - এখানে আপনার পোল থেকে মিটারের দুরুত্য। মনে রাখবেন ১০০ মিটারের বেশি দেওয়া যায়না।

২। একই ট্রান্সফরমারের আওতায় পার্শ্ববর্তী গ্রাহকের বই নং (ইংরেজীতে) - এখানে আপনার আশেপাশে কারো বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ থেকে পেয়ে যাবেন।

৩। এবং হিসাব নম্বর(ইংরেজি) - এটিও আপনারা আপনার আশেপাশে কারো বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ থেকে পেয়ে যাবেন।

এখানে নিচের দুটি বক্স অপশনাল তাই আমি এটি দিবো না।

অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন কিভাবে করতে হয় জেনে নিন


স্টেপ ০৬ঃ

কানেকশন এর বিবরনঃ এখানে আমি স্থায়ী সংযোগ দিলাম।

অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন কিভাবে করতে হয় জেনে নিন

স্টেপ ০৭ঃ

লোডঃ আমি যে আবেদন করছি সেই মিটার দিয়ে কি চলবে সেটি উল্লেখ করতে বলছে।

  • আইটেম নাম - ফ্যান
  • আইটেম সংখ্যা(ইংরেজি)) - 10
  • লোড/আইটেম(ওয়াট,ইংরেজি) - 100
  • মোট লোড(ওয়াট,ইংরেজি) - 1000

চাহিদাকৃত লোড

  • মোট লোড(কিঃওঃ) - 1
  • ফেইজ - একই ফেজ
  • ভোল্ট - ২৩০

অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন কিভাবে করতে হয় জেনে নিন


স্টেপ ০৮ঃ

এখানে আপনার ছবি, জাতীয় পরিচয় পত্র এবং খারিজ আপলোড করুন যা আমি আগেই বলেছি কি কি লাগবে।

  • ছবি ঃ সর্বোচ্চ সাইজ(৩০০x৩০০) ১৫০ কিলোবাইট
  • জাতীয় পরিচয় পত্র ঃ সর্বোচ্চ সাইজ(৬০০x৪৭৫) ৩০০ কিলোবাইট
  • এবং খারিজ আপলোড করুন ঃ সর্বোচ্চ সাইজ(৬০০x৪৭৫) ৫০০ কিলোবাইট


ছবি, জাতীয় পরিচয় পত্র এবং খারিজ আপলোড করার পর নিচে দেখুন শর্তাবলী দেওয়া আছে সেগুলো পড়ে নিবেন এবং টিক চিনহ দিবেন । আর নিচের ক্যাপচাটা হুবহু বক্সে লিখবেন। তারপর সংরক্ষণ বাটনে ক্লিক করুন।

অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন কিভাবে করতে হয় জেনে নিন


স্টেপ ০৯ঃ

তারপর সংরক্ষণ বাটনে ক্লিক করার পর দেখুন একটা মেসেজ আসছে উপরে এরকম । ওইটা আপনারা কোথাও কপি করে অথবা স্ক্রীন শর্ট দিয়ে রাখুন। এটি হলো টাকা জমা দেওয়ার ট্র্যাকিং নাম্বার।

অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন কিভাবে করতে হয় জেনে নিন

স্টেপ ১০ঃ

এখন আপ্নারা দেখতে পারছেন যে আমারা আগে যে ফর্ম টা পুরন করেছি সেতি ডাউনলোড করতে বলছে । ডাউনলোড করলে সেটি পিডিএফ আকারে ডাউনলোড হবেন। 

অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন কিভাবে করতে হয় জেনে নিন

এই পিডিএফ ফাইল টা নিয়ে আপনি যদি সরাসরি পল্লী বিদ্যুত অফিসে যান তাহলে সেখানেই টাকা জমা দিতে পারবেন এবং পরবর্তী প্রসেসটি সম্পূর্ণ করে আপনি আপনার মিটার টির সংযোগ পেয়ে যাবেন।


অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন কিভাবে করতে হয় জেনে নিন


বন্ধুরা আমরা এতক্ষণ জানলাম অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন কিভাবে করতে হয়। আপনারা যদি উপরের দেখানো স্টেপগুলো ফলো করে কাজ করেন তাহলে অবশ্যই আবেদন করে কোনো সমস্যা হবে না।

বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকুয়েস্ট সেটি হল এই পোস্টা যদি এক্টুও ভাল লাগে তাহলে একটা কম্মেন্ট ও একটা শেয়ার করতে ভুলবেন না।

Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown 05 March

    wow

  • Anonymous
    Anonymous 22 November

    Vi মিটার বই ও হিসাব number Sotik দেওয়ার পর ও ভুল আসে এটা উপায় কি

Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ