Acid Rain Paragraph For Class 6, 7, 8, 9, 10

Acid Rain Paragraph

  • What does acid rain contain? 
  • What effects does ácid rain have on environment? 
  • How does acid rain affect people's health? 
  • How is drinking water affected by acid rain? 
  • What effect does acid rain have on stained windows? 
  • What does the damage in of Taz Mahal indicate? 

Acid rain is a such kind of rain which contains harmful chemicals. But in severely polluted areas, rain can be as acidic as the acids of lemon juice or vinegar. This rain, which is very acidic, can cause damage to trees, lakes, wild life, building and human health. Acid rain also damages to human health. Breathing in chemicals can harm people. It causes chest illness. When acid rain causes the release of chemicals and metals into drinking water, it pollutes the water. That is how acid rain affects drinking water. Fading of the colours of the glass is a common result of the acid rain. In the last thirty years some 1000 years old stained glass windows have been damaged by acid rain. The damage of the Taj Mahal indicates that acid pollution is occuring in the developing world.

এসিড বৃষ্টি

অনুবাদঃ অ্যাসিড বৃষ্টি এমন এক ধরনের বৃষ্টি যাতে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে। কিন্তু মারাত্মকভাবে দূষিত এলাকায়, বৃষ্টি লেবুর রস বা ভিনেগারের অ্যাসিডের মতো অম্লীয় হতে পারে। অত্যন্ত অম্লীয় এই বৃষ্টি গাছ, হ্রদ, বন্যপ্রাণী, ভবন ও মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এসিড বৃষ্টি মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি করে। রাসায়নিক শ্বাস মানুষের ক্ষতি করতে পারে। এতে বুকের অসুখ হয়। যখন অ্যাসিড বৃষ্টি পানীয় জলে রাসায়নিক এবং ধাতু নির্গত করে, তখন এটি জলকে দূষিত করে। এভাবেই অ্যাসিড বৃষ্টি পানীয় জলকে প্রভাবিত করে। কাচের রং বিবর্ণ হয়ে যাওয়া অ্যাসিড বৃষ্টির একটি সাধারণ ফলাফল। গত ত্রিশ বছরে প্রায় 1000 বছরের পুরনো দাগযুক্ত কাচের জানালা অ্যাসিড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাজমহলের ক্ষতি ইঙ্গিত দেয় যে উন্নয়নশীল বিশ্বে অ্যাসিড দূষণ ঘটছে।

Acid Rain Paragraph For Class 6, 7, 8, 9, 10
Acid Rain Paragraph For Class 6, 7, 8, 9, 10
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ