My Primary School Paragraph | Your Primary School Paragraph

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো My Primary School Paragraph | Your Primary School Paragraph জেনে নিবো। তোমরা যদি My Primary School Paragraph | Your Primary School Paragraph টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের My Primary School Paragraph | Your Primary School Paragraph  টি।

My Primary School Paragraph
My Primary School Paragraph

My Primary School Paragraph

  • Did you visit your primary school recently? 
  • What was the occasion of it? 
  • Who else accompanied you? 
  • What did you see there? 
  • How did you feel there? 

Last week I had the opportunity to visit my village primary school on the occasion of re-union of the ex-students of the school arranged by the teachers. I went there with four other boys of my native village who also studied there. When we reached there, we found the school buidling nicely decorated with colourful flowers and festoons. There I saw many other friends. We were very glad to see one another after a long gap. We recollected the days we had spent there. We were filled with intense emotions and feelings, Really we could not express our feelings in terms of words. We embraced each other and started chewing the memories of the days we had there. We noticed a great change in the school. When we were students, it was a tin-shedded building. Today it is a big two storeyd building.

আমার প্রাইমারী স্কুল

অনুবাদঃ গত সপ্তাহে শিক্ষকদের আয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনঃমিলন উপলক্ষে আমার গ্রামের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সুযোগ হয়। আমি আমার গ্রামের অন্য চার ছেলের সাথে সেখানে গিয়েছিলাম যারা সেখানে পড়াশোনা করেছিল। আমরা যখন সেখানে পৌঁছেছি, আমরা দেখতে পেলাম স্কুলটি সুন্দরভাবে রঙিন ফুল এবং ফেস্টুন দিয়ে সজ্জিত। সেখানে আরও অনেক বন্ধুকে দেখলাম। দীর্ঘ ব্যবধানের পর একে অপরকে দেখে আমরা খুব খুশি হয়েছিলাম। সেখানে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমরা তীব্র আবেগ এবং অনুভূতিতে পরিপূর্ণ ছিলাম, সত্যিই আমরা আমাদের অনুভূতিগুলি শব্দে প্রকাশ করতে পারিনি। আমরা একে অপরকে আলিঙ্গন করি এবং আমাদের সেখানে থাকা দিনের স্মৃতি চিবানো শুরু করি। আমরা স্কুলে একটি দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করেছি। আমরা যখন ছাত্র ছিলাম, তখন এটা ছিল টিনের চালাঘর বিল্ডিং। আজ এটি একটি বড় দোতলা বিল্ডিং।

আর্টিকেলের শেষকথাঃ My Primary School Paragraph | Your Primary School Paragraph

আমরা এতক্ষন জেনে নিলাম My Primary School Paragraph | Your Primary School Paragraph  টি। যদি তোমাদের আজকের এই My Primary School Paragraph | Your Primary School Paragraph  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ