এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ

আপনি কি বাংলা এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ জানতে চান? যদি এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ এই প্রশ্ন টির উত্তর জানতে চাইলে আমাদের আজকের বাংলা এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখাটি পুরোটা পড়তে হবে। তো চল বন্ধুরা আমারা জেনে নিই।

এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ
এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ

প্রশ্ন- বাংলা এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ

  • এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ
  • বাংলা এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম
  • বাংলা এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ
  • এ ধ্বনি সংবৃত উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ 
  • উদাহরণসহ এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম

এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ | বাংলা এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম

উত্তর ‘এ’ ধ্বনির পাঁচটি বিবৃত উচ্চারণ বৈশিষ্ট্য আলােচনা করা হলাে : 

ক. খাটি বাংলা শব্দে ‘এ’ বিবৃত হয়। যেমন : তেনা (ত্যানা), তেলাপােকা " (ত্যালাপােকা), খেমটা (খ্যামটা) ইত্যাদি। 

খ. দু’অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে ‘এ’ বিবৃত হয়। যেমন : কেন, হেন (ক্যানাে, হ্যানাে), এখন (এ্যাখন) ইত্যাদি। 

গ. অনুস্বার বা চন্দ্রবিন্দুর পূর্ববর্তী ‘এ’ বিবৃত হয়। যেমন : চেংড়া (চ্যাংড়া), গেঁজেল (গ্যাজেল) ইত্যাদি।  

ঘ. বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও মধ্যম পুরুষের ক্রিয়ায় এ বিবৃত হয়। যেমন : দেখ (দ্যাখ) দেখ (দ্যাখাে) ইত্যাদি। 

ঙ. এক, এগার, তেরাে- এ কয়টি সংখ্যাবাচক শব্দে এবং এক যুক্ত সকল শব্দে ‘এ’ বিবত হয়। যেমন : এক (এ্যাক), এক তলা (এ্যাক তলা), এক চোট (এ্যাক। চোট) ইত্যাদি।

আরটিকেলের শেষকথাঃ এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ

হ্যালো বন্ধুরা আমরা এতক্ষন জানলাম এ ধ্বনি সংবৃত উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ - উদাহরণসহ এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম। আশা করি আমাদের আজকের এই লেখাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ