Bird Flu Paragraph For Class 6, 7, 8, 9, 10

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো Bird Flu Paragraph জেনে নিবো। তোমরা যদি Bird Flu Paragraph টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের Bird Flu Paragraph  টি।

Bird Flu Paragraph
Bird Flu Paragraph

Bird Flu Paragraph

(a) What do you mean by bird flu? 

(b) What is the cause of bird flu? 

(c) What is the benefit of poultry farming? 

(d) What is the consequence of the breaking out of the bird flu in our country? 

(e) What initiative has the government taken to help the affected farm owners? 

Bird flu is a serious illness that affects birds, especially chickens, that can be spread from birds to humans and that can cause death. Recently the breaking out of bird flu has taken us aback. We could never think of such kind of problem in our country. However thanks to the Almighty that it could not break out in an epidemic form because of the timely intervention of the government and people's consciousness about the matter. The cause of bird flu in our country could not be detected. It was thought that it might have been carried and spread by the imported chickens from our neighbouring countries like Thailand and China-because the breaking out of bird flu in an epidemic form has been seen in China and Thailand. Poultry farming has had a positive effect on the socio-economic condition in ur country. It helped many rural poor women to break the chain of poverty and see better days in heir lives. But the recent breaking out of bird flu has shadowed their smiling faces into gloomy unes and clouded their foreheads. It has emptied their fertile farms and turned the firms into barren lands. We have seen the heart-rending cries of the people both male and female. Their cries have pierced our hearts. However, it is heartening that our government has taken an all out efforts to give loans to the people engaged in poultry farming on easy terms to keep their income generating industry on and to bring about better days and see the gloomy faces glowing with beatific smile and keep their heads above all consuming poverty.

অনুবাদঃ বার্ড ফ্লু একটি গুরুতর অসুস্থতা যা পাখিদের, বিশেষ করে মুরগিকে প্রভাবিত করে, যা পাখি থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং এটি মৃত্যুর কারণ হতে পারে। সম্প্রতি বার্ড ফ্লু আমাদের বিস্মিত করেছে। আমাদের দেশে এ ধরনের সমস্যা আমরা কখনোই ভাবতে পারিনি। তবে সর্বশক্তিমানের কাছে শুকরিয়া যে বিষয়টি নিয়ে সরকারের সময়মত হস্তক্ষেপ এবং জনগণের সচেতনতার কারণে এটি মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারেনি। আমাদের দেশে বার্ড ফ্লুর কারণ শনাক্ত করা যায়নি। ধারণা করা হয়েছিল যে এটি থাইল্যান্ড এবং চীনের মতো আমাদের প্রতিবেশী দেশ থেকে আমদানি করা মুরগির দ্বারা বহন এবং ছড়িয়েছে - কারণ চীন এবং থাইল্যান্ডে বার্ড ফ্লু মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। মুরগি পালন দেশের আর্থ-সামাজিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। এটি অনেক গ্রামীণ দরিদ্র মহিলাকে দারিদ্র্যের শৃঙ্খল ভাঙতে এবং উত্তরাধিকারী জীবনে আরও ভাল দিন দেখতে সহায়তা করেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়া তাদের হাসিমাখা মুখগুলোকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে এবং তাদের কপালে মেঘ করেছে। এটি তাদের উর্বর খামার খালি করেছে এবং ফার্মগুলিকে অনুর্বর জমিতে পরিণত করেছে। আমরা পুরুষ এবং মহিলা উভয় মানুষের হৃদয় বিদারক কান্না দেখেছি। তাদের কান্না আমাদের হৃদয়কে বিদ্ধ করেছে। যাইহোক, এটা আনন্দের বিষয় যে আমাদের সরকার মুরগি পালনে নিয়োজিত ব্যক্তিদের তাদের আয়বর্ধক শিল্পকে চালু রাখতে এবং আরও ভাল দিন আনতে এবং বিষণ্ণ মুখগুলিকে সুন্দর হাসিতে উজ্জ্বল করতে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে। তাদের মাথা সব গ্রাসকারী দারিদ্র্যের উপরে রাখুন।

আর্টিকেলের শেষকথাঃ Bird Flu Paragraph

আমরা এতক্ষন জেনে নিলাম Bird Flu Paragraph  টি। যদি তোমাদের আজকের এই Bird Flu Paragraph  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ