বৈশাখী মেলা অনুচ্ছেদ রচনা For Class 6, 7, 8, 9, 10 SSC

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বৈশাখী মেলা অনুচ্ছেদ রচনা জেনে নিবো। তোমরা যদি বৈশাখী মেলা অনুচ্ছেদ রচনা টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বৈশাখী মেলা অনুচ্ছেদ রচনা  টি।.

বৈশাখী মেলা অনুচ্ছেদ রচনা
বৈশাখী মেলা অনুচ্ছেদ রচনা

বৈশাখী মেলা অনুচ্ছেদ রচনা

রাজশাহী কলেজিয়েট সুলু গুড় কি ? সরকারি টেষ্ট বিদ্যালয়। বৈশাখী মেলা নববর্ষের সর্বজনীন অনুষ্ঠানগুলাের অন্যতম। নববর্ষ উপলক্ষে বৈশাখ মাসের প্রথম দিনেই দেশের বিভিন্ন শহর ও গ্রামের বিভিন্ন স্থানে এ মেলা বসে। এ মেলা চলার নির্দিষ্ট কোনাে সময় নেই। এক দিন থেকে শুরু করে মাসব্যাপী এ মেলা চলতে থাকে। নতুন বছরে মানুষের আনন্দ-অনুভূতির প্রকাশ ঘটে বৈশাখী মেলার মাধ্যমে। এটা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য হিসেবে প্রচলিত রয়েছে। আবহমানকাল থেকেই আমাদের দেশে বৈশাখী মেলা চলে আসছে। এ মেলা উপলক্ষে বিভিন্ন উৎসব-অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযােগিতামূলক খেলাধুলার আয়ােজন করা হয়। তার মধ্যে বলী খেলা, ঘােড় দৌড়, নৌকাবাইচ উল্লেখযােগ্য। বৈশাখী মেলা সাধারণত খােলা আকাশের নিচে বসে। প্রতিবছর রমনার বটমুলে বসে এ মেলার প্রভাতী আসর। এছাড়া গ্রামের হাটে, বাজারে, নদীতীরে, মন্দির প্রাঙ্গণে এ মেলা বসে। মেলা উপলক্ষ লােকে লােকারণ্য হয়ে যায়। মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য লক্ষ করা যায়। নিত্য প্রয়ােজনীয় পণ্য, নানা জাতের কুটির শিল্প, খেলনাসহ হরেক রকমের পণ্যের সমাহার ঘটে এ মেলায়। এছাড়াও থাকে যাত্রা, পুতুল নাচ, নাগর দোলা সার্কাসসহ বিনােদনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়ােজন। বিভিন্ন ধরনের মিষ্টিজাতীয় খাবারও পাওয়া যায় মেলায়। নতুনকে বরণ করার উদ্যেশ্যেই এ মেলার আয়ােজন করা হয়। কোনাে রকম ধর্মীয় চেতনা এ মেলায় পরিলক্ষিত হয় না। তাই এটি একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। মেলা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মিলনমেলায়। পরিণত হয়। এতে মানুষের প্রগতিশীল চেতনা জাগ্রত হয় । তাই সব দিক থেকে এ মেলার গুরুত্ব অপরিসীম। আমরা নতুন করে বাঙালি ঐতিহ্য লালন করে বাঁচার অনুপ্রেরণা লাভ করি ।

আর্টিকেলের শেষকথাঃ বৈশাখী মেলা অনুচ্ছেদ রচনা

আমরা এতক্ষন জেনে নিলাম বৈশাখী মেলা অনুচ্ছেদ রচনা  টি। যদি তোমাদের আজকের এই বৈশাখী মেলা অনুচ্ছেদ রচনা  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ