Coinbase একাউন্ট খোলার নিয়ম (কয়েনবেস একাউন্ট)

কয়েনবেস একাউন্ট খোলার নিয়ম - হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো coinbase অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। যদি আপনি coinbase অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের আজকের এই কয়েনবেস একাউন্ট খোলার নিয়ম পোষ্ট টি ভালো ভাবে পড়তে হবে।
কয়েনবেস একাউন্ট খোলার নিয়ম

আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আরকে রায়হান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কয়েনবেস account খোলার নিয়ম সম্পর্কে। আশা করি আমাদের আজকের এই পোষ্ট টি পড়ার পর আপনাকে আর কোথাও দেখতে হবেনা coinbase একাউন্ট খোলার নিয়ম।

আমরা আমাদের আজকের মু;ল পোষ্ট coinbase এ একাউন্ট খোলার নিয়ম যাওয়ার আগে অবশ্যই সুচিপত্র টি দেখে নিবো।

সুচিপত্রঃ Coinbase একাউন্ট খোলার নিয়ম | কয়েনবেস একাউন্ট খোলার নিয়ম

আগেই বলে রাখি একটি সম্পূর্ণ ভেরিফাই কয়েনবেস একাউন্ট করার জন্য উপরের সব গুলো তথ্যই প্রয়োজন পড়বে। 

যদি আপনি সম্পূর্ণ ভেরিফাই না করেই কয়েনবেস একাউন্টে লেনদেন করেন সেক্ষেত্রে আপনার একাউন্ট টু হঠাত লক হতেও পারে। 

সেই ক্ষেত্রে আপনাকে সপুরন ভেরিফাই করেই তারপর একান্টে লেন্দেন করা ভালো। তাহলে চলুন আমরা Coinbase এ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জেনে নিই।

কয়েনবেস কি

সংক্ষেপে, Coinbase হল একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যেখানে আপনি Bitcoin, Ethereum এবং Solana-এর মতো জনপ্রিয় কয়েন কিনতে পারেন। 

প্রতিটি কয়েন Coinbase-এ সমর্থিত নয়, তবে প্ল্যাটফর্মে 120 টিরও বেশি বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি রয়েছে। ইতিমধ্যে, বিশ্বব্যাপী হাজার হাজার বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি পাওয়া যায়। 

তবুও, কয়েনবেস আপনাকে সর্বাধিক জনপ্রিয় ধরণের ক্রিপ্টো ব্যবসা করতে দেয়, তাই এটি বেশিরভাগ উদ্দেশ্যেই ভাল কাজ করে।

যদি আপনি এতেও বুঝতে না পারেন তাহলে আরো সহজ ভাবে বলি -  বিকাশ একাউন্টে যেমন টাকা রাখা যায় তেমনি কয়েনবেস একাউন্টে আপনি বিভিন্ন কারেন্সি রাখতে পারবেন।

কয়েনবেস একাউন্ট করতে যা যা লাগবে

একটি সম্পূর্ণ ভেরিফাই কয়েনবেস একাউন্ট করতে আমাদের নিচের জিনিস গুলো লাগবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঃ
  • ১৮ বছর বয়স হতে হবে  
  • ভোটার আইডি কার্ড থাকতে হবে।
  • একটি কম্পিউটার বা স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
  • আপনার স্মার্টফোনে একটি ফোন নাম্বার থাকতে হবে।
  • যদি আপনার ফোনে ক্রম ব্রাউজার থাকে তো ভাল আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে কয়েনবেস অ্যাাপ টি ইন্সটল করে নিন।

Coinbase একাউন্ট খোলার নিয়ম

01. আপনার মোবাইল বা কম্পিউটার ক্রম ব্রাউজার থেকে এই https://www.coinbase.com/ লিংকে যান অথবা আপনি যদি কয়েনবেস এপ্টি ইন্সটল করে থাকেন তাহলে কয়েনবেস এপটি ওপেন করুন।

02. এরপর Get started বাটনে ক্লিক করুন।
03. আপনাকে নিচের তথ্য গুলো চাইবে সেইজন্য পরবর্তীতে কোনো সমস‍্যা যেনো না হয় সেই জন্য ভোটার আইডি কার্ডের তথ্য দিবেন।
  • আপনার পুরো নামটি দিবেন
  • এরপর আপনি যে ইমেইল টি বর্তমানে ব্যবহার করছে বা এখন চালু আছে সেই ইমেইল টি দিন।
  • এরপর এমন একটি পাসওয়ার্ড দিন (এই পাসওয়ার্ড টি মনে রাখতে হবে)
04. এরপর কয়েনবেস এর নীতিমালা গুলো পড়ে নিলে নিবেন না নিলেও সমস্যা নেই। 

05. কম্পিউটার বা মোবাইল ব্রাউজার হলে Create New Account আর মোবাইল এপ হলে সাইন আপ বাটনে ক্লিক করুন।

06. Coinbase আপনাকে আপনার ইমেল ঠিকানায় একটি যাচাইকরণ ইমেল পাঠাবে।

ভেরিফাই ইমেইল এড্রেস

  • আপনি Coinbase.com থেকে অর্থাৎ (no-reply@coinbase.com) থেকে একটি ইমেল পেয়েছেন সেই ইমেইল টি ওপেন করুন।
  • ইমেলের লিঙ্কে ক্লিক করলে তা আপনাকে Coinbase.com-এ ফিরিয়ে নিয়ে যাবে। 
  • ইমেল যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে আপনার সম্প্রতি প্রবেশ করা ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে আবার সাইন ইন করতে হবে। 
2 Step Verification করার জন্য আপনার মোবাইল নাম্বারের প্রয়োজন হবে।

ভেরিফাই ফোন নাম্বার

  • Coinbase এ সাইন ইন করুন। আপনাকে একটি ফোন নম্বর যোগ করতে বলা হবে।
  • তোমার দেশ নির্বাচন কর.
  • মোবাইল নম্বর লিখুন।
  • কোড পাঠান  (কম্পিউটার)  ক্লিক  করুন বা চালিয়ে যান  (মোবাইল) আলতো চাপুন।
  • ফাইলে আপনার ফোন নম্বরে টেক্সট করা সাত-সংখ্যার কোড Coinbase লিখুন।
  • জমা দিন ক্লিক করুন   বা  চালিয়ে যান আলতো চাপুন ।
  • আপনি যদি কোডটি না পেয়ে থাকেন, তাহলে  রিসেন্ড-এসএমএস নির্বাচন করুন ।

আপনার ব্যক্তিগত তথ্য যোগ করুন

আপনার বৈধ ভোটার আইডিতে দেখানো তথ্য লিখুন  — আপনাকে পরে এই ভোটার আইডির একটি ফটো জমা দিতে হবে।
  • ফাস্ট না্ম
  • লাস্ট নাম
  • জন্ম তারিখ
  • ঠিকানা

ভেরিফাই আইডেন্টি

  • আপনার Coinbase অ্যাকাউন্টে সাইন ইন করুন।
  • আইডি ভেরিফিকেশন সম্পূর্ণ  করুন ।
আমি যতদূর পারছি আপনাদের বোঝানোর চেস্টা করেছি। আশা করছি আপনারা Coinbase একাউন্ট খোলার নিয়ম (কয়েনবেস একাউন্ট) সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। 
যদই বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। আর নিচের ভিডিও টি দেখে নিন যদি আমার লেখায় বুঝতে না পারেন।

আর্টিকেলের শেষকথাঃ Coinbase account খোলার নিয়ম (কয়েনবেস একাউন্ট)
বন্ধুরা আমরা আজকে জেনে নিলাম কয়েনবেস  account খোলার নিয়ম (কয়েনবেস একাউন্ট খোলার নিয়ম) আশা করছি আমাদের আজকের এই আর্টিকেলটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম নিতয নতুন পোষ্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইট টি ভিজিট করুন ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ