রিয়েলমি কোন দেশের কোম্পানি (Realme Kon Desher Company)

Realme কোন দেশের কোম্পানি - আপনি কি জানেন রিয়েলমি কোন দেশের কোম্পানি? রিয়েলমি কোন দেশের কোম্পানি যদি জানতেন তাহলে আমাদের পোষ্টের ভিতরে প্রবেশ করতেন। অবশ্যই করতেন না। যদি আপনি রিয়েলমি কোন দেশের কোম্পানি (Realme Kon Desher Company) জানতে তাহলে নিচের লেখা গুলো পড়তে হবে।
রিয়েলমি কোন দেশের কোম্পানি
রিয়েলমি কোন দেশের কোম্পানি
আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আরকে রায়হান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব Realme কোন দেশের কোম্পানি (Realme Kon Desher Company) ও রিয়েলমি কোম্পানির মালিক কে এসব বিসয়ে। 
রিয়েলমি কোন দেশের কোম্পানি জানতে চাইলে আপনাকে পুরো পোষ্ট টি পড়তে হবে। কেটে কেটে পড়লে বুঝতে পারবেন না। তাই আপনাকে প্রথম থেকে শেষ অবধি পড়তে হবে।

সুচিপত্রঃ রিয়েলমি কোন দেশের কোম্পানি (Realme Kon Desher Company)

রিয়েলমি কোম্পানির মালিক কে

রিয়েলমি এর মালিক স্কাই লি (sky Li) । তিনি চীনের একজন নাগরিক। স্কাই লি রিয়েলমি এর মালিকের পাশাপাশি সি ই ও (CEO)। স্কাই লি ছিলেন Oppo Electronics এর সাবেক Vice প্রেসিডেন্ট। তিনি 4 মে 2018 রিয়েলমি Mobile কোম্পানি প্রতিষ্ঠা করেন। 
Realme প্রধানত চীন থেকে তার সমস্ত Business পরিচালনা করে। এর সদর দপ্তর চীনের বেইজিংয়ে। এছাড়াও, মাধব শেঠ রয়েছেন যাকে ইন্ডিয়া ও ইউরোপের চিফ ভাইস প্রেসিডেন্ট এবং CEO এর দায়িত্ব দেওয়া হয়েছে।

রিয়েলমি কোন দেশের কোম্পানি  (Realme) realme kon desher phone

রিয়েলমি কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন Sky Li। তিনি রিয়েলমি এর মালিকের পাশাপাশি CEO। রিয়েলমি কোম্পানি 4 মে 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। Realme Company এর সদর দপ্তর চীনের শেনজেনে অবস্থিত।

রিয়েলমি Company কি তৈরি করে? 

রিয়েলমি Company এর সকল ব্যবহারকারীরা মনে করেন যে এই কোম্পানি Smartphone বানায় কিন্তু তা মোটেও নয়। এই Company অনেক করে। আসুন জেনে নিই রিয়েলমি Company কি পণ্য তৈরি করে।
  • Smartphone
  • Earphones
  • Powerbank
  • Realme Cases
  • Smart T.V
  • Bags

রিয়েলমি কোম্পানির ইতিহাস

  • Realme 4 মে, 2018-এ প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে এটি Oppo- এর একটি সাব-ব্র্যান্ড ছিল , যেটি নিজেই BBK ইলেকট্রনিক্সের একটি সহযোগী প্রতিষ্ঠান , মে 4, 2018-এ এটি একটি স্পিনঅফ হিসাবে গঠন করা পর্যন্ত।
  • 2018 সালের মে মাসে, তারা তাদের প্রথম ফোন, Realme 1 প্রকাশ করেছিল।
  • 30 জুলাই, 2018-এ, স্কাই লি Oppo থেকে তার পদত্যাগ এবং সিনা ওয়েইবোতে Realme কে একটি স্বাধীন ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করার তার অভিপ্রায়ের কথা ঘোষণা করেন ।
  • 15 নভেম্বর, 2018-এ, Realme একটি নতুন লোগো গ্রহণ করেছে।
  • 22 নভেম্বর, 2018-এ, Realme ভারতীয় বাজারে একটি উদীয়মান ব্র্যান্ড হয়ে উঠেছে।ভারতে Realme ডিভাইসের বিক্রি Oppo-এর বিক্রিকে ছাড়িয়ে গেছে । Xiaomi , Samsung , এবং Vivo- এর পরে Realme 2019 সাল থেকে ভারতে চতুর্থ বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড । রিয়েলমি ভারতে দ্রুততম-চার্জিং স্মার্টফোন এবং ভারতের প্রথম 5G স্মার্টফোনের জন্য রেকর্ড করেছে।
  • 15 মে, 2019-এ, Realme চীনের অভ্যন্তরীণ বাজারে প্রবেশের জন্য বেইজিং -এ তার প্রথম সম্মেলন করেছে, Realme X, Realme X Lite এবং Realme X মাস্টার সংস্করণ লঞ্চ করেছে। 
  • 2019 সালের জুনে, Realme ইউরোপীয় বাজারে প্রবেশের ঘোষণা দেয়। 
  • 26 জুন, 2019-এ, Realme তার 64MP ক্যামেরা দিয়ে তোলা প্রথম ছবি প্রকাশ করেছে।
  • জুলাই 2019 এর মধ্যে, Realme চীন , দক্ষিণ এশিয়া , দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপ সহ বাজারে প্রবেশ করেছিল । 
  • আগস্ট 2019 এর মধ্যে, Realme 10 মিলিয়ন ব্যবহারকারীকে ছাড়িয়ে গেছে।
  • আগস্ট 2019-এ, Realme চীন এবং ভারতে চারগুণ 64MP ক্যামেরা সহ একটি প্রোটোটাইপ ডিভাইস দেখিয়েছিল । 
  • 2021 সালে, ব্র্যান্ডের ইউরোপ এবং এশিয়ায় একটি ব্যবহারকারীর ভিত্তি ছিল যেটিকে একটি পর্যালোচনা "মোটামুটি প্রশস্ত" হিসাবে বর্ণনা করেছে।
  • 16 মে, 2022-এ, ফ্রান্সিস ওং Realme ইউরোপের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 
  • 18 মে, 2022-এ, Realme Narzo 50 5G এবং 50 Pro 5G ঘোষণা করেছে। 

আর্টিকেলের শেষকথাঃ রিয়েলমি কোন দেশের কোম্পানি (Realme Kon Desher Company)
বন্ধুরা আমরা আজকে জানলাম রিয়েলমি কোন দেশের কোম্পানি (Realme Kon Desher Company)। আশা করি আমাদের আজকের এই লেখাটি আপনাদের ভালো লাগবে । যদি আমাদের আজকের এই লেখাটি আপনাদের ভালো লাগে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর এই রকম নিত্য নতুন আরটিকেল পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইট টি ভিজিট করুন ধন্যবাদ। realme কোন দেশের কোম্পানি, রিয়েলমি কোন দেশের কোম্পানি (Realme Kon Desher Company), realme kon desher phone, realme kon country ka hai, realme kon desh ki company hai, realme kon si company hai
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ