সৌদি আরব নামকরণের ইতিহাস সম্পর্কে যা জান লিখ

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সৌদি আরব নামকরণের ইতিহাস সম্পর্কে যা জান লিখ জেনে নিবো। তোমরা যদি সৌদি আরব নামকরণের ইতিহাস সম্পর্কে যা জান লিখ টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সৌদি আরব নামকরণের ইতিহাস সম্পর্কে যা জান লিখ  টি।

সৌদি আরব নামকরণের ইতিহাস সম্পর্কে যা জান লিখ

প্রশ্ন: সৌদি আরব নামকরণের ইতিহাস সম্পর্কে যা জান লিখ

উত্তর : ভূমিকা : ইসলামের জন্মভূমি আরবদেশ এশিয়ার দক্ষিণ পশ্চিম ভাগে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় উপ-দ্বীপ । এর তিন দিকে জলরাশি দ্বারা বেষ্টিত এবং একদিকে স্থলভাগ। ত্রিভূজাকৃতি হওয়ায় এটি জাজিরাতুল আরব নামেও পরিচিত। | ০ আরবের নামকরণ : আরবের নামকরণের সঠিক ইতিহাস জানা যায় না। আরবের ঐতিহাসিকরা যে মতামত দেন তা হলাে| আরব আরবি শব্দ এটি আরবতুন থেকে এসেছে। কালক্রমে বিভিন্ন কবি সাহিত্যিকরা তাদের রচনাসমূহে আরবাতুন এর স্থলে আরব শব্দের ব্যবহার প্রসিদ্ধি লাভ করে। যেহেতু আরবাতুন শব্দের অর্থ বৃক্ষলতাহীন মরুভূমি। ভাষাতত্ত্ববিদগণের মতে, আরবের অধিবাসীরা নিজেদের ভাষাকে মার্জিত, সুন্দর, পাণ্ডিত্যপূর্ণ ও বুদ্ধিবৃত্তিক মনে করতাে। এজন্য আরব নামের পরিচিত লাভ করে। উল্লেখ্য, 'আরবুন' শব্দের অর্থ হচ্ছে মার্জিত, পাণ্ডিত্যপূর্ণ, প্রাচীনকালে হিজাজ অঞ্চলের অন্তর্গত তায়াস প্রদেশে ‘আরাবা’ নামক জায়গার নামকরণ হতে আরব নামের উৎপত্তি হয়েছে। অনেকের মতে, হিব্রু ভাষায় ‘আবহা’ আরবের সমার্থক শব্দ। উভয় শব্দের একই অর্থ হওয়ার কারণে 'আরব’ শব্দটি অধিক পরিচিত লাভ করেছে। কারাে কারাে মতে, আরাবিয়দের পূর্ব পুরুষ কাহতানের পুত্র। ইয়ারাবের নামানুসারে আরব নামের উৎপত্তি ঘটে।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, পবিত্র কুরআন শরীফ ও  মক্কা শরীফকে উম্মুল কোরা বা পুরাতন নগরী উল্লেখ করা হয়েছে। | সৈয়দ আমীর আলী বলেন, “They are said to have been the descendants of Kahtan, also called joktan one of whose sone, ARAB give his name to the country and the people.A

আর্টিকেলের শেষকথাঃ সৌদি আরব নামকরণের ইতিহাস সম্পর্কে যা জান লিখ

আমরা এতক্ষন জেনে নিলাম সৌদি আরব নামকরণের ইতিহাস সম্পর্কে যা জান লিখ  টি। যদি তোমাদের আজকের এই সৌদি আরব নামকরণের ইতিহাস সম্পর্কে যা জান লিখ  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ