ষ-ত্ব বিধি কাকে বলে | ষ-ত্ব বিধানের ৫টি নিয়ম

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ষ-ত্ব বিধি কাকে বলে | ষ-ত্ব বিধানের ৫টি নিয়ম জেনে নিবো। তোমরা যদি ষ-ত্ব বিধি কাকে বলে | ষ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখ টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ষ-ত্ব বিধি কাকে বলে | ষ-ত্ব বিধানের ৫টি নিয়ম  টি।

ষ-ত্ব বিধি কাকে বলে ও ষ-ত্ব বিধানের ৫টি নিয়ম
ষ-ত্ব বিধি কাকে বলে ও ষ-ত্ব বিধানের ৫টি নিয়ম

ষ-ত্ব বিধি কাকে বলে | ষ-ত্ব বিধানের ৫টি নিয়ম

উত্তর: ষ-ত্ব বিধান : বানানে ষ প্রযুক্ত হবে কিনা, তা যে বিধান দ্বারা নির্দেশ করা। হয়, তাকে ষ-ত্ব বিধান বলে । ষ-ত্ব বিধান পাঠে আমরা জানতে পারি, কোথায় ষ বসবে, কোথায় বসবে না। 

ষ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখ 

ক. অ, আ ছাড়া বাদ বাকি সকল স্বরবর্ণ ও তাদের কার চিহ্নের পরে ষ বসে। যেমন: আবিষ্কার, ভীষণ, পুরুষ, ভূষণ, কৃষি, শেষ, দোষ, ঔষধ, পৌষ ইত্যাদি। 

খ. ট এবং ঠ-এর আগে ষ বসে। যেমন : কষ্ট, অষ্টম, বৃষ্টি, নিষ্ঠা। 

গ. কিছু কিছু শব্দে স্বভাবতই ষ বসে। যেমন : ভাষা, ভাষণ, আষাঢ়, বর্ষা, অভিলাষ ইত্যাদি। 

ঘ. যে শব্দটি তৎসম নয়, তা হােক দেশি বা বিদেশি যে-কোনাে ভাষা থেকে আগত, | সেই শব্দের বানানে কখনােই ষ বসবে না, স বা শ বসবে। যেমন : স্টোর, ফটোস্ট্যাট, স্টেশন, পােশাক ইত্যাদি। 

ঙ. -সাৎ প্রত্যয়যুক্ত শব্দে ষ বসে না, স বসে। যেমন : অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

আর্টিকেলের শেষকথাঃ ষ-ত্ব বিধি কাকে বলে | ষ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখ

আমরা এতক্ষন জেনে নিলাম ষ-ত্ব বিধি কাকে বলে | ষ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখ টি। যদি তোমাদের আজকের এই ষ-ত্ব বিধি কাকে বলে | ষ-ত্ব বিধানের ৫টি নিয়ম  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ