আমার ছোট বোন ক্ষুদে গল্প

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আমার ছোট বোন ক্ষুদে গল্প জেনে নিবো। তোমরা যদি আমার ছোট বোন ক্ষুদে গল্প টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আমার ছোট বোন ক্ষুদে গল্প  টি।

আমার ছোট বোন ক্ষুদে গল্প
আমার ছোট বোন ক্ষুদে গল্প

আমার ছোট বোন ক্ষুদে গল্প

ফোনটা বাজছে । বাড়ি থেকে ফোন। আমি নিশ্চিত ফোনটা আমার ছোটো বোনই করেছে। বাজতে থাকা ফোনটা হাতে নিয়ে দেখি স্ক্রিনে Baba । শব্দটি। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা মৃদু কণ্ঠস্বর। আমি ✉ কিছুটা শঙ্কিত হলাম। ক'দিন ধরেই বাড়ি থেকে খবর আসছে শ্যামার

শরীরটা বেশ একটা ভালো না। শ্যামা আমার ছোটো বোন। এবার উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে। প্রায়ই কেঁপে কেঁপে জ্বর আসে। তাই বাড়ি থেকে আসা প্রতিটি ফোনই আমাকে শঙ্কিত করে। বাবা বললেন, 'যদি পারিস কিছুদিনের জন্য বাড়ি আয়... শ্যামা তোকে খুব দেখতে চাইছে।' আমি বললাম, ‘শ্যামা ভালো আছে তো?' বাবা মৃদু হেসে বললেন, 'আগে তুই আয়।” আমি বললাম, ‘দুই সপ্তাহ পর আমাদের গ্রীষ্মের ছুটি আরম্ভ হচ্ছে তখন আসব।'

বাবা বললেন, 'আচ্ছা।' আমি হাত খরচের টাকা জমিয়েছিলাম। আমার জন্য একটা ডিজিটাল ক্যামেরা কিনবো বলে। দু'দিন পরে কলেজ এক মাসের জন্য বন্ধ হচ্ছে। আমিও অল্প অল্প করে ব্যাগ গোছাচ্ছি। হঠাৎ করেই মনে হলো শ্যামার জন্য একটা স্মার্টফোন কিনি। তাতে বাড়ির সবার সাথেই যোগাযোগটা আরও সহজ ও সুন্দর হবে। নামি ব্র্যান্ডের একটি স্মার্টফোন কিনে বাড়ি নিয়ে গেলাম। বাড়ি পৌঁছে দেখি শ্যামা বিছানায় আধশোয়া । বাবা মাথায় পানি দিচ্ছে । শ্যামা আমাকে দেখে মৃদু একটা হাসি দিল। বলল, 'ভাইয়া, আমার জন্য কী এনেছিস? আমি ফোনটি বের করে দেখাতেই তার যে কি আনন্দ! ২/৩দিন পর আস্তে আস্তে শ্যামা সুস্থ হয়ে উঠল। আমরা দুই ভাই-বোন স্মার্টফোন এর নানান অ্যাপ দেখলাম । ছুটি শেষ হওয়ার আর দুদিন বাকি। শ্যামা এসে বলল ‘আয় ভাইয়া, বাবা-মা তুই আর আমি মিলে একটা সেলফি তুলি । এভাবেই হাসি আনন্দের মাঝে আমার ছুটির দিনগুলো কাটলো। শ্যামাও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলো আর আমিও চিন্তামুক্ত হয়ে কলেজে ফিরলাম

আর্টিকেলের শেষকথাঃ আমার ছোট বোন ক্ষুদে গল্প

আমরা এতক্ষন জেনে নিলাম আমার ছোট বোন ক্ষুদে গল্প  টি। যদি তোমাদের আজকের এই আমার ছোট বোন ক্ষুদে গল্প  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ