বাংলা সংস্কৃতি কি | বাংলা সংস্কৃতি কাকে বলে | বাংলা সংস্কৃতির ইতিহাস

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বাংলা সংস্কৃতি কি | বাংলা সংস্কৃতি কাকে বলে | বাংলা সংস্কৃতির ইতিহাস জেনে নিবো। তোমরা যদি বাংলা সংস্কৃতি কি | বাংলা সংস্কৃতি কাকে বলে | বাংলা সংস্কৃতির ইতিহাস টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বাংলা সংস্কৃতি কি | বাংলা সংস্কৃতি কাকে বলে | বাংলা সংস্কৃতির ইতিহাস টি।

বাংলা সংস্কৃতি কি  বাংলা সংস্কৃতি কাকে বলে  বাংলা সংস্কৃতির ইতিহাস
বাংলা সংস্কৃতি কি  বাংলা সংস্কৃতি কাকে বলে  বাংলা সংস্কৃতির ইতিহাস

বাংলা সংস্কৃতি কি | বাংলা সংস্কৃতি কাকে বলে | বাংলা সংস্কৃতির ইতিহাস

উত্তর : ভূমিকা : সমাজ একটি চিরন্তর সংগঠন। বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীর সমন্বয়ে এ সমাজ গঠিত হয়। আর এ সমাজ জীবনকে সার্থক ও সুন্দর করে তুলতে প্রয়োজন হয় সংস্কৃতির। আদিম সমাজ থেকে বর্তমান সময় পর্যন্ত সভ্যতার উৎপত্তি, বিকাশ ও উৎকর্ষ সাধনে সংস্কৃতির অগ্রণী ভূমিকা রয়েছে। বাঙালি জাতির সংস্কৃতিও এর বাইরে নয় ।

সংস্কৃতির সংজ্ঞা : সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ Culture যা ল্যাটিন শব্দ 'Colere' থেকে এসেছে, যার অর্থ কর্ষণ বা চাষ । সাধারণ ভাষায় সংস্কৃতি শব্দের অর্থ হলো পরিশীলিত মন, মার্জিত আচার-আচরণ, রুচি ও ব্যবহারের সমষ্টি। অন্যকথায় সংস্কৃতি হলো সার্বিক জীবনযাত্রা প্রণালি। বস্তুতপক্ষে, মানুষ তার অস্তিত্বের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করেছে তাই তার সংস্কৃতি ।

বাঙালি সংস্কৃতির সংজ্ঞা : সংস্কৃতির উপরিউক্তি সংজ্ঞায়ন থেকে বাঙালি সংস্কৃতির সংজ্ঞা প্রদান করা সম্ভব। সাধারণত বাঙালি সংস্কৃতি, বলতে বাংলা ভাষাভাষী লোকদের বহুরূপী মনোভাব, ভাবধারা, মননশীলতা, সাহিত্য ও শিল্পকলার সংমিশ্রণকে বুঝায়। ব্যাপক অর্থে, বাঙালি সংস্কৃতি হচ্ছে বাংলার সমাজ বা মানুষের জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতিপ্রথা, আচার-অনুষ্ঠান, ল্যাবোধ, আদর্শ এবং লোকাচার বা আচরণের উৎসাহ, প্রতীক বা লক্ষণ বা চিহ্ন, ভাষা এবং জ্ঞানবিজ্ঞান তথ্যপ্রযুক্তির জটিল সমন্বয়। অর্থাৎ বাঙালি সংস্কৃতি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর আবির্ভাবের পর থেকে বর্তমানকাল পর্যন্ত বাঙালি গোষ্ঠীর বিভিন্ন বিষয়ের পূর্ণাঙ্গ আলেখ্য বিশেষ ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, আবহমান বাংলাদেশে বাঙালি জাতির চিরাচরিত জীবনধারা তথা ধ্যানধারণা, খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, কথা বলার ধরন, বাসগৃহ, শিল্পসাহিত্য, ধর্মকর্ম, উৎসব-অনুষ্ঠান উদ্‌যাপন, জ্ঞানবিজ্ঞান, বিশ্বাস, প্রযুক্তিগত উৎকর্ষতা, আদর্শ ও মূল্যবোধের জটিল কাঠামোবদ্ধ রূপকে একত্রে বাঙালি সংস্কৃতি বলা হয়।

আর্টিকেলের শেষকথাঃ বাংলা সংস্কৃতি কি | বাংলা সংস্কৃতি কাকে বলে | বাংলা সংস্কৃতির ইতিহাস

আমরা এতক্ষন জেনে নিলাম বাংলা সংস্কৃতি কি | বাংলা সংস্কৃতি কাকে বলে | বাংলা সংস্কৃতির ইতিহাস  টি। যদি তোমাদের আজকের এই বাংলা সংস্কৃতি কি | বাংলা সংস্কৃতি কাকে বলে | বাংলা সংস্কৃতির ইতিহাস  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ