C প্রোগ্রামে main () ফাংশনের গুরুত্ব লেখো
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো C প্রোগ্রামে main () ফাংশনের গুরুত্ব লেখো জেনে নিবো। তোমরা যদি C প্রোগ্রামে main () ফাংশনের গুরুত্ব লেখো টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের C প্রোগ্রামে main () ফাংশনের গুরুত্ব লেখো টি।
![]() |
| C প্রোগ্রামে main () ফাংশনের গুরুত্ব লেখো |
C প্রোগ্রামে main () ফাংশনের গুরুত্ব লেখো
উত্তর: main() { } ফাংশন হলো C এর মূল গঠন এবং একে C এর মূল ফাংশন বলে । আসলে C এর একেকটা প্রোগ্রাম হলো এক বা একাধিক ফাংশনের সমষ্টি। তবে যত ফাংশনই থাক main নামের ফাংশনটা অবশ্যই থাকতে হবে এবং অন্য ফাংশনগুলোকে এই main ফাংশনের ‘{}' এর মধ্যে থেকে কল করতে হবে। main ফাংশন ছাড়া C তে প্রোগ্রাম লেখা সম্ভব নয়। উল্লেখ্য যে, এখানে সব অক্ষর small letter-এ হতে হবে। কারণ C-তে small এবং capital letter এর মধ্যে পার্থক্য আছে।
আর্টিকেলের শেষকথাঃ C প্রোগ্রামে main () ফাংশনের গুরুত্ব লেখো
আমরা এতক্ষন জেনে নিলাম C প্রোগ্রামে main () ফাংশনের গুরুত্ব লেখো টি। যদি তোমাদের আজকের এই C প্রোগ্রামে main () ফাংশনের গুরুত্ব লেখো টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।
%20%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%20%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A7%8B.jpg)