জনপদ কী | জনপদ কাকে বলে | জনপদ বলতে কী বোঝায়

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো জনপদ কী | জনপদ কাকে বলে | জনপদ বলতে কী বোঝায় জেনে নিবো। তোমরা যদি জনপদ বলতে কি বোঝায় টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের জনপদ বলতে কি বুঝায়  টি।

জনপদ বলতে কী বোঝায়
জনপদ বলতে কী বোঝায়

জনপদ কী | জনপদ কাকে বলে | জনপদ বলতে কী বোঝায়

উত্তর : ভূমিকা : বাংলার অবস্থান সম্পর্কে নীহার রঞ্জন রায় বলেন, “একদিকে উচ্চ পর্বত, দুই দিকে কঠিন শৈলভূমি আর । একদিকে বিস্তীর্ণ সমুদ্র, মাঝখানে সমভূমির সাম্য এটিই বাঙালি ভৌগােলিক অবস্থান। প্রাচীনকালে বিশেষ করে প্রাক মুসলিম। যুগে বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগােলিক এলাকায় অনেক জনগণ। বসবাস করতাে। এই সকল এলাকায় বসবাসকারী জনগণের সমষ্টিকে জনপদ বলা হতাে। বাংলার এই জনপদগুলাের নাম পাওয়া যায় খ্রিস্টীয় সেন আমলে। কালের পরিক্রমায় এ ভূখণ্ডে বিভিন্ন জনপদগুলাের উত্থান বিকাশ ও পতন ঘটে।

জনপদ : প্রাচীনকালে বাংলা এখনকার মত একক রাষ্ট্র ছিল না। তখন বাংলার বিভিন্ন অংশ অনেকগুলাে ছােট ছােট অঞ্চল বা এলাকায় বিভক্ত ছিল। এই সমস্ত এলাকার বা অঞ্চলের শাসক। যার যার মত করে শাসন করতেন। এককথায় বাংলার এই অঞ্চল বা এলাকাগুলােকে সমষ্টিগতভাবে জনপদ বলা হয়। | বাংলার এসব জনপদগুলাের মধ্যে অন্যতম হলাে : 

(১) গৌড়; 

(২) বঙ্গ;

(৩) পু; 

(৪) হরিকেল; 

(৫) সমতট; 

(৬) বরেন্দ্র; 

(৭) তাম্রলিপ্ত; 

(৮) চন্দ্রদ্বীপ; 

(৯) রাঢ়; 

(১০) সূক্ষ্ম; 

(১১) বাংলা বা বাঙালা ও 

(১২) দণ্ডভুক্তি। 

প্রাচীন বাংলার জনপদগুলাের সীমা ও বিস্তৃতি সঠিকভাবে নির্ণয় করা কঠিন। ভূ-প্রকৃতিক ও রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে এসব জনপদের সীমানা বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। এর বিভিন্ন অংশের নামও ছিল ভিন্ন। উত্তরবঙ্গে পুণ্ড্র ও বরেন্দ্র, পশ্চিমবঙ্গের। রাঢ় ও তাম্রলিপি, দক্ষিণ বঙ্গে সমতট ও হরিকেন এবং পূর্ববঙ্গে চির বঙ্গাল। এছাড়া উত্তর পশ্চিমবঙ্গের কতকগুলাে অঞ্চল গৌড় নামে পরিচিত ছিল।

উপসংহার : পরিশিষে বলা যায় যে, প্রাচীনকালে অখণ্ড বাংলার কোনাে প্রশাসন পাওয়া যায়নি, বিভিন্ন অংশ বিভিন্ন জনপদ নামে পরিচিত ছিল। যা ধীরে ধীরে বাংলায় পরিণত হয়।

আর্টিকেলের শেষকথাঃ জনপদ কী | জনপদ কাকে বলে | জনপদ বলতে কী বোঝায়

আমরা এতক্ষন জেনে নিলাম জনপদ বলতে কি বুঝ  টি। যদি তোমাদের আজকের এই জনপদ কী | জনপদ কাকে বলে | জনপদ বলতে কী বোঝায়  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous 26 September

    Good very good....

Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ