প্রাচীন জনপদের ধারণা পাওয়া যায় এমন গ্রন্থ কি কি

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো প্রাচীন জনপদের ধারণা পাওয়া যায় এমন গ্রন্থ কি কি জেনে নিবো। তোমরা যদি প্রাচীন জনপদের ধারণা পাওয়া যায় এমন গ্রন্থ কি কি টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের প্রাচীন জনপদের ধারণা পাওয়া যায় এমন গ্রন্থ কি কি  টি।

প্রাচীন জনপদের ধারণা পাওয়া যায় এমন গ্রন্থ কি কি
প্রাচীন জনপদের ধারণা পাওয়া যায় এমন গ্রন্থ কি কি

প্রাচীন জনপদের ধারণা পাওয়া যায় এমন কতকগুলাে গ্রন্থের নাম উল্লেখ কর। অথবা, প্রাচীন জনপদের ধারণা পাওয়া যায় এমন গ্রন্থ কি কি? 

উত্তর : ভূমিকা : প্রাচীন বাংলার অনেকগুলাে জনপদের ধারণা পাওয়া যায়। এসব জনপদের ধারণা মূলত ভিন্ন লেখকদের গ্রন্থ থেকে পাওয়া যায়। এসব গ্রন্থ থেকে আমরা জনপদসমূহের সুষ্ঠু ধারণা পাই।

জনপদের ধারণা পাওয়া গ্রন্থসমূহ : নিম্নে প্রাচীনকালে। যেসব গ্রন্থে জনপদের ধারণা পাওয়া যায় সেসব গ্রন্থের সংক্ষিপ্ত। আলােকপাত করা হলাে : 

১. ঐতেরেয় আরণ্যক : সর্বপ্রথম বঙ্গ নামক প্রাচীন জনপদের নাম ঐতেরেয় আরণ্যক গ্রন্থে পাওয়া যায়। 

২. অভিধান চিন্তামণি গ্রন্থ : হেমচন্দ্রের অভিধান চিন্তামণি গ্রন্থে বঙ্গ নামের বর্ণনা পাওয়া যায়। 

৩, বৈদিক গ্রন্থ : পুণ্ড্র জনপদের নাম সর্বপ্রথম বৈদিক গ্রন্থে পাওয়া যায়। তাছাড়া পুণ্ড্র জনপদের নাম মহাভারতের দ্বিগ্বিজয় পূর্বে উল্লেখ আছে।

৪. রাম চরিত্র : নন্দীর রাম চরিত বরেন্দ্র বা বরেন্দ্রভূমির নাম পাওয়া যায়।

৫. তবাকাত-ই-নাসিরী : তবাকাত-ই-নাসিরী গ্রন্থে বরেন্দ্র। নামের ধারণা ও বর্ণনা পাওয়া যায়।

৬. ন্যায়কান্ডালি গ্রন্থ : শ্রীধরাচার্যের ন্যায়কান্ডালি নামক গ্রন্থে প্রথম রায় দেশের নাম উল্লেখ পাওয়া যায়।

৭. কৌটিল্যের অর্থশাস্ত্র : গৌড় নামক বিখ্যাত জনপদটির নাম কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে পাওয়া যায়।

৮, এলাহাবাদ প্রশান্তি : সমুদ্র গুপ্তের রচনা এলাহাবাদ প্রশান্তি গ্রন্থে সমতট জনপদের নাম উল্লেখ পাওয়া যায় ।

৯. চন্দ্রবংশীয় লিপি : চন্দ্রবংশীয় লিপিতে হরিকেল রাজ্যের। | উল্লেখ পাওয়া যায়। এখান থেকে হরিকেল রাজ্য সম্বন্ধে ব্যাপক। তথ্য পাওয়া যায়।।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রাচীন জনপদগুলাের। নাম বর্ণনা ভিন্ন সময় ভিন্ন গ্রন্থ ও তত্ত্ব থেকে পাওয়া গেলে সবচেয়ে উল্লেখযােগ্য বর্ণনা পাওয়া যেত উল্লিখিত গ্রন্থসমূহে।

আর্টিকেলের শেষকথাঃ প্রাচীন জনপদের ধারণা পাওয়া যায় এমন গ্রন্থ কি কি

আমরা এতক্ষন জেনে নিলাম প্রাচীন জনপদের ধারণা পাওয়া যায় এমন গ্রন্থ কি কি  টি। যদি তোমাদের আজকের এই প্রাচীন জনপদের ধারণা পাওয়া যায় এমন গ্রন্থ কি কি  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ