কৃতঋণ শব্দ কাকে বলে বা Loan word বলতে কী বুঝ | কৃতঋণ শব্দ উদাহরণ

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো কৃতঋণ শব্দ কাকে বলে বা Loan word বলতে কী বুঝ | কৃতঋণ শব্দ উদাহরণ জেনে নিবো। তোমরা যদি কৃতঋণ শব্দ কাকে বলে বা Loan word বলতে কী বুঝ | কৃতঋণ শব্দ উদাহরণ টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের কৃতঋণ শব্দ কাকে বলে বা Loan word বলতে কী বুঝ | কৃতঋণ শব্দ উদাহরণ  টি।

কৃতঋণ শব্দ কাকে বলে বা Loan word বলতে কী বুঝ
কৃতঋণ শব্দ কাকে বলে বা Loan word বলতে কী বুঝ

প্রশ্ন-২১ বাংলা ভাষায় কৃতঋণ শব্দ বা Loan word বলতে কী বুঝ? ভিন্ন ভাষার পাঁচটি কৃতঋণ শব্দের উদাহরণ দাও।

উত্তর: কৃতঋণ শব্দ (loan word) : পৃথিবীর প্রতিটি আধুনিক ভাষাই ধ্বনিপদ্ধতি এবং উচ্চারণরীতিতে স্বতন্ত্র হওয়া সত্ত্বেও নানা কারণে এক ভাষা অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে থাকে। গৃহীত সে শব্দাবলি | (কৃতঋণ শব্দ) প্রায়শ বানানে-উচ্চারণে এমন কি অর্থগত দিক থেকেও রূপান্তরিত হয়ে। | যায় । কিন্তু এর মধ্যেও কিছু শব্দ (হয়তাে গ্রহণকাল থেকে) বানান ও উচ্চারণগত বিচারে মূলভাষার প্রভাব বহন করে থাকে। বাংলা ভাষায় সংস্কৃত, আরবি, ফারসি, তুর্কি, ইংরেজি ইত্যাদি ভাষা থেকে আগত এ ধরনের শব্দ প্রচুর। এখানে দৃষ্টান্তরূপে কিছু শব্দের উল্লেখ করা হলাে : 

ক. সংস্কৃত শব্দ : কুষ্মাণ্ড (কুশমাডাে), স্মিত (স্মিতাে), গুল্ম (গুলমাে) ইত্যাদি। 

খ. আরবি-ফারসি শব্দ : ইসলাম (ইসলাম), সফর (সফোর), সালাম (সালাম্), বিসমিল্লা (বিসৃমিল্লা), সুন্নি (সুনি) ইত্যাদি। 

গ. তুর্কি শব্দ : সওগাত (সওগাত্), আলখাল্লা (আলখাল্লা), খানম (খান), খাতুন (খাতুন), মির্জা (মির্জা) ইত্যাদি। 

ঘ. ওলন্দাজ শব্দ : হরতন (হর্তন/-তাে), রুইতন (রুইতন/-তাে), তুরুপ (তুরুপ) ইত্যাদি। 

ঙ. পাের্তুগিজ শব্দ : ফিতা (ফিতা), চাবি (চাবি), কামিজ (কামিজ), গামলা। (গামলা), গরাদ (গরা) ইত্যাদি।

চ. ইংরেজি শব্দ : ট্রাজেডি (ট্রাজেডি), সেক্রেটারি (সেকরেটারি), স্কুল (স্কুল), বেঞ্চ (বেনচ) ইত্যাদি।

আর্টিকেলের শেষকথাঃ কৃতঋণ শব্দ কাকে বলে বা Loan word বলতে কী বুঝ | কৃতঋণ শব্দ উদাহরণ

আমরা এতক্ষন জেনে নিলাম কৃতঋণ শব্দ কাকে বলে বা Loan word বলতে কী বুঝ | কৃতঋণ শব্দ উদাহরণ  টি। যদি তোমাদের আজকের এই কৃতঋণ শব্দ কাকে বলে বা Loan word বলতে কী বুঝ | কৃতঋণ শব্দ উদাহরণ  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ