১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ব্যাখ্যা কর

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ব্যাখ্যা কর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ব্যাখ্যা কর ।

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ব্যাখ্যা কর
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ব্যাখ্যা কর

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ব্যাখ্যা কর

উত্তর ভূমিকা : বিস্ময়করভাবে আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদে অভূতপূর্ব সাফল্য লাভ করে। তাদের এ সাফল্যের পিছনে বেশ কিছু উপাদান ভূমিকা রেখেছিল।

→ নিচে নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ উল্লেখ করা হলো :

১. নির্বাচনি ইশতেহার প্রণয়ন : আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারে ছয়-দফাভিত্তিক দাবি পূর্ব বাংলার জনসাধারণকে আকৃষ্ট করেছিল। 

বস্তুত এসব দাবি ছিল এ অঞ্চলের আপামর জনসাধারণের প্রাণের দাবি এবং নির্বাচনের পূর্বেই এসব দাবি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। ফলে নির্বাচনে জনসাধারণ আওয়ামী লীগকে ভোট দিয়ে মূলত তাদের দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করেন। যে কারণ নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করে।

২. পশ্চিমা শোষণের প্রভাব : পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পশ্চিমাঞ্চলের শাসকবর্গ নানা উপায়ে পূর্বাঞ্চলকে শোষণ করেছে। এ শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেকে প্রাণ দিয়েছে । 

তাই নির্বাচনে পশ্চিমা দলগুলোকে প্রত্যাখ্যান করে তারা এসব শোষণের বিরুদ্ধে তাদের প্রতিবাদ তুলে ধরেছে। আর পশ্চিম শোষণেরও প্রভাব জনগণ থেকে নির্বাচনের ওপর পড়েছে। যে কারণ আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত হয়েছে।

৩. শেখ মুজিবের নির্বাচনি প্রচারণা : ১৯৭০ সালের নভেম্বর মাসের বন্যায় পাকিস্তানের জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। পাকিস্তানের শাসকবর্গ এ পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয়। শেখ মুজিব বন্যার্ত মানুষের দুঃখ-দুর্দশা ও সরকারের ব্যর্থতা প্রচার করে জনসমর্থন আদায় করতে সক্ষম হন। 

যা নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পেছনে ইতিবাচক ভূমিকা রেখেছিল । নেতা হিসেবে তিনি ছিলেন সবার প্রিয় এবং বক্তা হিসেবে সবার ঊর্ধ্বে। তিনি বক্তৃতার মাধ্যমে মানুষকে সহজে আকৃষ্ট করতে পেরেছিলেন যা নির্বাচনে প্রভাব ফেলেছিল। এর ফলে নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে।

৪. ভুট্টোর জনবিরোধী ভূমিকা : ব্যক্তিগত জীবনে ইসলামের প্রতি অনুগত না হয়েও ইসলামি সমাজতন্ত্রের কথা প্রচার করে ভুট্টো পাকিস্তানের ইসলামপন্থিদের সমর্থন পাননি। 

অপরদিকে পূর্ব পাকিস্তানের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ ছিল মুসলমান। ফলে তারা ভুট্টোর ইসলামি প্রচারণার বিপরীতে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল- যা আওয়ামী লীগকে নির্বাচনে জয়লাভ করতে সহায়তা করে ।

৫. জাতীয়তাবোধের প্রভাব : ১৯৪৭ সালের পর থেকে পূর্ব বাংলায় যে স্বাতন্ত্র্যবাদ ও পৃথক জাতীয়তাবাদ গড়ে উঠেছিল ৭০ সালের নির্বাচনে তা আওয়ামী লীগের পক্ষেই ভূমিকা রেখেছিল । অঞ্চলভিত্তিক জাতীয়তাবাদী চেতার প্রভাব পড়েছিল ১৯৭০ সালের নির্বাচনে। 

যে কারণে পশ্চিম পাকিস্তানে পিপলস্ পার্টি এবং পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে। মূলত অঞ্চলভিত্তিক জাতীয়তাবাদী চেতনার প্রভাব আওয়ামী লীগের বিজয়ের পেছনে ভূমিকা রেখেছিল ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, ১৯৭০ সালের নির্বাচনের ফ্লাফল ছিল পাকিস্তান রাষ্ট্রের জন্য যেমন চমকপ্রদ তেমনি বিস্ময়কর। এ নির্বাচনে তথাকথিত ধারার অবসান ঘটিয়ে জনগণ আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করে তোলে। 

এ নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানিরা পূর্বাঞ্চলে শাসন করার বৈধতা হারায়। আওয়ামী লীগের এ বিজয় বাঙালি জাতীয়তাবাদকে সুদৃঢ় করে। তাই ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভিত্তি।

আর্টিকেলের শেষকথাঃ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ব্যাখ্যা কর

আমরা এতক্ষন জেনে নিলাম ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ব্যাখ্যা কর । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ