আমার একার আলো সে যে অন্ধকার যদি না সবারে অংশ দিতে পারি তার ভাবসম্প্রসারন
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আমার একার আলো সে যে অন্ধকার যদি না সবারে অংশ দিতে পারি তার ভাবসম্প্রসারন জেনে নিবো। তোমরা যদি আমার একার আলো সে যে অন্ধকার যদি না সবারে অংশ দিতে পারি তার ভাবসম্প্রসারন টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আমার একার আলো সে যে অন্ধকার যদি না সবারে অংশ দিতে পারি তার ভাবসম্প্রসারন টি।
আমার একার আলো সে যে অন্ধকার যদি না সবারে অংশ দিতে পারি তার ভাবসম্প্রসারন |
আমার একার আলো সে যে অন্ধকার যদি না সবারে অংশ দিতে পারি তার ভাবসম্প্রসারন
মূলভাব: শুধু নিজের জীবনকে আলোকিত করে রাখার ভাবনা স্বার্থপরতার নামান্তর। সবার অংশগ্রহণে আলোকিত জীবন গড়াতেই মানবজীবনের প্রকৃত সার্থকতা নিহিত
সম্প্রসারিত ভাব: সামাজিক জীব হিসেবে প্রত্যেক মানুষ নানা সূত্রে একে- অপরের সঙ্গে যুক্ত। আর মানুষ মাত্রই তার ব্যক্তিগত জীবন আছে। তবে সম্মিলিত জীবন-ব্যবস্থা মানুষের ব্যক্তিগত অর্জন কিংবা আনন্দকে সার্থক করে তোলে। সমাজ বিকাশের ধারাক্রমে তাই দশজনের সঙ্গে একত্রে মিলেমিশে বসবাস করাটাই মানবজাতির স্বাভাবিক ধর্ম বলে বিবেচিত হয়ে আসছে। আপনাকে নিয়ে নিমগ্ন থাকা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য হতে পারে না। ফলে সমাজে বাস করে কেউ যদি নিজেকে একক সত্তা ভেবে নিয়ে আপন স্বার্থচিন্তায় মশগুল থাকে, তবে তাকে যথার্থ মানুষ বলা যায় না। মানুষকে তাই কারো না কারো সঙ্গে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ থাকতে হয়। আর নিজেকে ভাগাভাগি করার এ বৈশিষ্ট্যই মানুষকে প্রাণিকুলের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে। 'Joy and happiness, when it is shared' – এই ইংরেজি প্রবাদবাক্যটির মতোই আমাদের উচিত জীবনের সকল আনন্দ ভাগাভাগি করে বাড়িয়ে নেওয়া এবং তাকে যথার্থ আনন্দে রূপান্তরিত করা। শুধু নিজের ঘরের অন্ধকার দূর করার সামর্থ্যে যে মানুষ উল্লাস প্রকাশ করে, সমাজে সে মানুষের কোনো মূল্য নেই। বরং সকলের ঘরে ক্ষুদ্র ক্ষুদ্র আলোকবর্তিকা জ্বালাতে পারলে, সবার ক্ষুদ্র দুঃখগুলো দূর করতে পারলে জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায় ।
মন্তব্য: একজন ব্যক্তিমানুষ সমাজে একক কোনো সত্তা নয় সকলের সঙ্গে মিলেই তার জীবন সার্থক হয় ও সমৃদ্ধ হয়। নিজের সামর্থ্য অনুযায়ী কল্যাণমূলক কাজের মাধ্যমে অন্যের উপকারে লাগলেই তাকে প্রকৃত মানুষ বলা যায় ।
আর্টিকেলের শেষকথাঃ আমার একার আলো সে যে অন্ধকার যদি না সবারে অংশ দিতে পারি তার ভাবসম্প্রসারন
আমরা এতক্ষন জেনে নিলাম আমার একার আলো সে যে অন্ধকার যদি না সবারে অংশ দিতে পারি তার ভাবসম্প্রসারন টি। যদি তোমাদের আজকের এই আমার একার আলো সে যে অন্ধকার যদি না সবারে অংশ দিতে পারি তার ভাবসম্প্রসারন টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।