bangla data

গোসল ফরজ হওয়ার কারণ কয়টি ও কি কি | যেসব কারণে গোসল ফরজ হয়

আপনি কি ফরজ গোসলের নিয়ম | গোসল করার দোয়া খুজতেছেন? যদি যেসব কারণে গোসল ফরজ হয় খুজে থাকেন তাহলে স্বাগতম জানাই আমাদের আজকের এই পোষ্টে । কারন আজকে আমরা গোসল ফরজ হওয়ার কারণ কয়টি ও কি কি | যেসব কারণে গোসল ফরজ হয় (gosol foroj howar karon) নিয়ে আলোচনা করব।।

গোসল ফরজ হওয়ার কারণ কয়টি ও কি কি  যেসব কারণে গোসল ফরজ হয়
গোসল ফরজ হওয়ার কারণ কয়টি ও কি কি  যেসব কারণে গোসল ফরজ হয়

আসসালামু আলাইকুম আমি আরকে রায়হান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গোসল ফরজ হওয়ার কারণ কয়টি ও কি কি (ki ki karone gosol foroj hoy) | যেসব কারণে গোসল ফরজ হয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই পোষ্ট টি।

গোসল ফরজ হওয়ার কারণ কয়টি ও কি কি | যেসব কারণে গোসল ফরজ হয়

সাতটি জিনিষের যে কোন একটি ঘটলে গোসল করা ফরয হয় । যথা: 

১। শরীরের বাহ্যিক অংশের দিকে বীর্য বেরিয়ে আসা, যখন সহবাস ব্যতিত কাম ভাবসহ বীর্য নিজ স্থান হতে পৃথক হয় ।

২। স্ত্রী লিঙ্গে হাশফা পর্যন্ত প্রবিষ্ট হওয়া। হাশফার পরিমাণ হল পুরুষাঙ্গের চামড়া কর্তিত অংশ অর্থাৎ অগ্রভাগ ।

৩। মৃত ব্যক্তি অথবা পশুর সাথে মিলন করে বীর্যপাত করা ।

৪। নিদ্রা অবস্থায় শরীরে বা পোশাকে তরল পানি দেখতে পাওয়া । নিদ্রার পূর্বে পুরুষাঙ্গ যদি উত্তেজিত না থাকে ।

৫। নেশাবস্থা বা অজ্ঞানাবস্থা হতে জ্ঞান ফেরার পর বিছানা বা পোশাক এমন ভিজা দেখতে পাওয়া যাকে বীর্য বলে মনে হয় ।

৬। মেয়েলোকের হায়েয হওয়ার পর পবিত্র হওয়ার জন্য ।

৭। মেয়েলোকের নেফাস-এর পরে ।

সহীহ অভিমত মোতাবেক উক্ত জিনিষগুলো যদিও মুসলমান হওয়ার পূর্বে সংঘটিত হয় তবুও গোসল করা ফরয হবে ।

যে সব কারণে গোসল করা ফরয হয় না

নিম্নলিখিত কারণে গোসল করা ফরয হয় না । যথা:

১ । লিঙ্গ হতে মযী বের হওয়া ।

২। ওদী বের হওয়া ।

৩। বীর্যপাতহীন স্বপ্নদোষ হওয়া ।

৪ । সহীহ অভিমত অনুযায়ী রক্তস্রাবহীন সন্তান প্রসব হওয়া ।

৫ । এমন কোন কাপড় পেঁচিয়ে পুরুষাঙ্গ নারীর যোনিতে প্রবেশ করানো, যা মিলনানন্দের জন্য প্রতিবন্ধক ।

৬। গুহ্যদ্বারে ঢুশ দেয়া।

৭। হাতের আঙ্গুল বা এ ধরনের কোন জিনিষ যোনিতে প্রবেশ করানো ।

যখন গোসল করা ওয়াজিব

যদি কেউ নতুন মুসলমান হয় এবং কাফের অবস্থায় গোসল ফরয হয়ে থাকে অথচ গোসল করেনি, অথবা শরীয়ত অনুযায়ী গোসল করেনি, তবে তার ওপর গোসল ওয়াজিব হবে।

যদি কেউ পনের বছর বয়সের পূর্বে বালেগ হয় অর্থাৎ স্বপ্নদোষ হয়, তবে তার প্রথম স্বপ্নদোষের জন্য গোসল ওয়াজিব; কিন্তু পরে যে স্বপ্নদোষ হবে তাতে তার ওপর গোসল ফরয হবে।

মৃত মুসলমানকে গোসল দেয়া জীবিত মুসলমানদের ওপর (ওয়াজিব পর্যায়ের) “ফরযে কেফায়া’।

সুন্নত।

যখন গোসল করা সুন্নত

চারটি কারণে গোসল করা সুন্নত । যথা ঃ

১। জুমআর নামায আদায় করার জন্য গোসল করা সুন্নত । 

২। দুই ঈদের নামায আদায় করার জন্য গোসল করা সুন্নত। 

৩। ইহরাম বাধার জন্য গোসল করা সুন্নত ।

৪ । আরাফার ময়দানে হাজীদের জন্য সূর্য ঢলে যাওয়ার পর গোসল করা

যখন গোসল করা মুস্তাহাব

ষোলটি কারণে গোসল করা মুস্তাহাব। যথা ঃ

১। পবিত্র অবস্থায় ইসলাম গ্রহণকারী ব্যক্তির জন্য গোসল করা মুস্তাহাব। 

২। বয়সের মাধ্যমে বালেগ হয়েছে এরূপ ব্যক্তির জন্য গোসল করা মুস্তাহাব।

৩। উম্মাদনা হতে যে সুস্থতা লাভ করেছে, তার জন্য গোসল করা মুস্তাহাব। 

৪। সিঙ্গা লাগানোর পর গোসল করা মুস্তাহাব।

৫। মৃত ব্যক্তিকে গোসল দেয়ার পর গোসল করা মুস্তাহাব ।

৬। শবে বরাতের রাতে গোসল করা মুস্তাহাব।

৭। শবে কদরের রাতে গোসল করা মুস্তাহাব। যদি তা উপলব্ধি করতে

৮। মদীনা শরীফে প্রবেশ করার পূর্বে গোসল করা মুস্তাহাব ।

৯। ইয়াওমুন্নাহার (১০ই জিলহজ্জ) সকালে মুযদালিফায় অবস্থান করার জন্য গোসল করা মুস্তাহাব।

১০ । মক্কা শরীফে প্রবেশ করার জন্য গোসল করা মুস্তাহাব।

১১। তাওয়াফে যিয়ারত করার জন্য গোসল করা মুস্তাহাব ।

১২। সূর্য গ্রহণের নামাযের জন্য গোসল করা মুস্তাহাব ।

১৩। ইস্তেকার নামায আদায় করার জন্য গোসল করা মুস্তাহাব।

১৪ । খউফের (ভয়-ভীতি কালীন) নামায আদায় করার জন্য গোসল করা মুস্তাহাব।

১৫। সফর হতে বাড়ী পৌছে গোসল করা মুস্তাহাব ।

১৬। কঠিন ঝড়-ঝঞ্ঝা বায়ু হতে মুক্তির নামাযের জন্য গোসল করা মুস্তাহাব ।

আর্টিকেলের শেষকথাঃ গোসল ফরজ হওয়ার কারণ কয়টি ও কি কি | যেসব কারণে গোসল ফরজ হয়

আমরা এতক্ষন জেনে নিলাম গোসল ফরজ হয় কি কি কারনে। আশা করি আমাদের আজকের এই পোস্ট টি আপানাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর এই রকম নিত্য নতুন আরটিকেল পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইট টি ভিজিট করুন। ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ