বাস্তবমুখী জেন্ডার চাহিদা কী

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বাস্তবমুখী জেন্ডার চাহিদা কী জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বাস্তবমুখী জেন্ডার চাহিদার সংক্ষিপ্ত বিবরণ দাও।

বাস্তবমুখী জেন্ডার চাহিদা কী
বাস্তবমুখী জেন্ডার চাহিদা কী

বাস্তবমুখী জেন্ডার চাহিদা কী

  • অথবা, বাস্তবমুখী জেন্ডার চাহিদার সংক্ষিপ্ত বিবরণ দাও ।
  • অথবা, বাস্তবমুখী জেন্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

উত্তর : ভূমিকা : সাধারণত আমরা চাহিদা বলতে যা বুঝি জেন্ডার চাহিদা তার চাইতে ভিন্ন। মৌলিক চাহিদা সবার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু জেন্ডার চাহিদা শুধুমাত্র নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। জেন্ডার চাহিদার গুরুত্বপূর্ণ একটি প্রকার ব্যবহারিক জেন্ডার চাহিদা। নিম্নে তা আলোচনা করা হলো :

— বাস্তবমুখী জেন্ডার চাহিদা : বাস্তবমুখী জেন্ডার চাহিদা তখনই উদ্ভূত হয় যখন নারীরা প্রতিদিনের কাজকর্মে বাস্তব সমস্যার সম্মুখীন হয় । নারীরা তাদের তিন ধরনের ভূমিকা পালন করতে গিয়ে যেসকল সমস্যার সম্মুখীন হয় তার সবই এ বাস্তবমুখী জেন্ডার চাহিদার অন্তর্ভুক্ত। 

এ চাহিদা পূরণের ফলে নারীর জীবনযাত্রার মান একটু উন্নত হয়। কিন্তু বাস্তবমুখী জেন্ডার চাহিদার দ্বারা নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় না ।

ব্যবহারিক বা বাস্তবমুখী জেন্ডার চাহিদা হলো :

১. জেন্ডার কর্মবিভাজন পরিধি রেখার মধ্যে নারীর অবস্থান থেকে উদ্ভূত ।

২. নারী যে বাস্তব অবস্থা দেখতে অভিজ্ঞ, সে অবস্থার আলোকে সূত্রায়িত করা হয় ।

৩. বেঁচে থাকার পরিবেশের অপূর্ণতার সাথে সম্পৃক্ত। যথা- পানির ব্যবস্থা, স্বাস্থ্য সেবা এবং কর্মসংস্থান । 

৪. জেন্ডার কর্মবিভাজনকে সংরক্ষণ ও জোরদার করে ।

ব্যবহারিক বা বাস্তবমুখী জেন্ডার চাহিদাগুলোর মধ্যে আছে-

* খাদ্যের ব্যবস্থা।

* পানির ব্যবস্থা।

* অর্থকরী কর্মকাণ্ড।

* কর্মসংস্থান এবং চাকরি ।

* শিশুস্বাস্থ্য ।

* গার্হস্থ্য মৌলিক সেবা ইত্যাদি ।

উপসংহার : সুতরাং উপরের আলোচনা থেকে আমরা জেন্ডার চাহিদার বাস্তবমুখী চাহিদা সম্পর্কে জানলাম। এটি মূলত সামাজিক কোন মর্যাদা বাড়ায় না। তবে তা বাস্তব সমস্যার সমাধান করে এবং এটি পরিবর্তনীয় ।

আর্টিকেলের শেষকথাঃ বাস্তবমুখী জেন্ডার চাহিদার সংক্ষিপ্ত বিবরণ দাও

আমরা এতক্ষন জেনে নিলাম বাস্তবমুখী জেন্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ