লোকাচার কি | লোকাচার কাকে বলে | লোকাচার বলতে কী বুঝ

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো লোকাচার কি | লোকাচার কাকে বলে | লোকাচার বলতে কী বুঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের লোকাচার কি | লোকাচার কাকে বলে | লোকাচার বলতে কী বুঝ ।

লোকাচার কি  লোকাচার কাকে বলে  লোকাচার বলতে কী বুঝ
লোকাচার কি  লোকাচার কাকে বলে  লোকাচার বলতে কী বুঝ

লোকাচার কি | লোকাচার কাকে বলে | লোকাচার বলতে কী বুঝ

উত্তর : ভূমিকা : মানুষের উত্তরাধিকারসূত্রে পুরুষের কাছ থেকে লোকাচার শিখে থাকে। লোকাচার বলতে প্রত্যহিক জীবনের আচরণকে বুঝায়, যা কোনো গোষ্ঠীর অবচেতন মনে আবির্ভূত হয়। 

সমাজে বসবাসরত মানুষের, স্বীকৃত ব্যবহার প্রণালিই লোকাচার বলে পরিচিত। লোকাচার এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম স্থানান্তরিত হয়।

→ লোকাচারের সংজ্ঞা সমাজে প্রচলিত কিছু আচার-আচরণ, রীতিনীতি, বিধি-বিধানকেই সাধারণত লোকাচার বলে অভিহিত করা হয়। আমরা সামাজিক মানুষের সাথে যে ব্যবহার করি, শিক্ষাচার = প্রদর্শন করি, আদব-কায়দা মেনে চলি তা সবই লোকাচার ।

প্রামাণ্য সংজ্ঞা : লোকাচার সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তা উল্লেখ করা হলো :

প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ এর মতে, “ব্যবহার ও আচারণের স্বীকৃতি এবং গৃহীত পন্থা-পদ্ধতি হচ্ছে লোকাচার।"

সমাজবিজ্ঞানী ডব্লিউ. জি. সামনার (W.G.Sumner) তাঁর Folk ways শীর্ষক গ্রন্থে বলেন “লোকাচার হচ্ছে এমন এক প্রাকৃতিক শক্তি যা মানুষ অবচেতন মনেই নিজের মধ্যে স্থান দেয় অথবা যা জ্ঞানীরা অভিজ্ঞতা ছাড়াই অর্জন করে। তখন একটি স্বাভাবিক অনিবার্য পরিণতি।”

সমাজবিজ্ঞানী গিলিন ও গিলিন (Gillin & Gillin) এর মতে, “লোকাচার হচ্ছে প্রত্যহিক জীবনের আচরণের ধারণ যা সাধারণত গোষ্ঠীর অবচেতন মনে আবির্ভূত হয়।”

সমাজবিজ্ঞানী লুন্ডবার্গ (Lund berg) এর মতে, “একটি গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে লক্ষণীয় বৈশিষ্ট্যমূলক বা অভ্যাস গত বিশ্বাস মনোভাব ও আচরণের ধরনকে লোকাচার বলে।”

প্রখ্যাত সমাজবিজ্ঞানী হর্টন ও হান্ট (Horton & Hunt ) “তাদের Sociology নামক গ্রন্থে বলেন, “মোটামুটি লোকাচার হচ্ছে প্রথানুগ স্বাভাবিক অভ্যাসগত দিক যা কোনো গোষ্ঠীর কর্মধারা বলে পরিগণিত হয়।”

উপসংহার : পরিশেষে বলা যায় যে, লোকাচার মানুষের প্রত্যাহিক জীবনের আচরণ বা পূর্বকাল থেকে আপনা-আপনি চলে আসে। লোকাচার সংস্কৃতির অন্যতম বাহন । সমাজ জীবনে লোকাচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজ দ্বারা স্বীকৃত আচরণই লোকাচার ।

আর্টিকেলের শেষকথাঃ লোকাচার কি | লোকাচার কাকে বলে | লোকাচার বলতে কী বুঝ

আমরা এতক্ষন জেনে নিলাম লোকাচার কি | লোকাচার কাকে বলে | লোকাচার বলতে কী বুঝ । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ