৪৪টি তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর- 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ 

প্রশ্ন ১। অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিল?

উত্তর : অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের ওপর । 

প্রশ্ন ২। থুথুড়ে বুড়োর চোখের নিচে কী ছিল?

উত্তর : থুথুড়ে বুড়োর চোখের নিচে ছিল অপরাহ্ণের দুর্বল আলোর ঝিলিক ।

প্রশ্ন ৩। শামসুর রাহমানের কবিতায় সার্থকভাবে প্রকাশ পেয়েছে কী?

উত্তর : শামসুর রাহমানের কবিতায় মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম সার্থকভাবে প্রকাশ পেয়েছে।

প্রশ্ন ৪। জলপাই রঙের ট্যাঙ্ক কীভাবে এলো?

উত্তর : জলপাই রঙের ট্যাঙ্ক দানবের মতো চিৎকার করতে করতে এলো। কা

প্রশ্ন ৫। দানবের মতো চিৎকার করতে করতে কী এসেছিল? 

উত্তর : দানবের মতো চিৎকার করতে করতে জলপাই রঙের ট্যাঙ্ক এসেছিল।

প্রশ্ন ৬। অধীর আগ্রহে সবাই বসে আছে কিসের প্রতীক্ষায়?

উত্তর : অধীর আগ্রহে সবাই বসে আছে স্বাধীনতার প্রতীক্ষায় । 

প্রশ্ন ৭। জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কে?

উত্তর : জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কেষ্ট দাস ।

প্রশ্ন ৮। কার সিঁথির সিঁদুর মুছে গেল?

উত্তর : হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে গেল ।

প্রশ্ন ৯। কার ফুসফুস এখন পোকার দখলে?

উত্তর : ঢাকার রিকশাওয়ালা রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে ।

প্রশ্ন ১০। স্বাধীনতার জন্য মোল্লাবাড়ির বিধবা কিসের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে?  

উত্তর : স্বাধীনতার জন্য মোল্লাবাড়ির বিধবা দগ্ধ ঘরের নড়বড়ে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে ।

প্রশ্ন ১১। স্বাধীনতার জন্য কার কপাল ভাঙল?

উত্তর : স্বাধীনতার জন্য সাকিনা বিবির কপাল ভাঙল ।

প্রশ্ন ১২। উপমা ও চিত্রকল্পে কবি শামসুর রাহমান কিসের ওপর নির্ভর? 

উত্তর : উপমা ও চিত্রকল্পে কবি শামসুর রাহমান প্রকৃতির ওপর নির্ভর। 

প্রশ্ন ১৩। জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কে?

উত্তর : জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কেষ্ট দাস ।

প্রশ্ন ১৪ । কে উদাস দাওয়ায় বসে আছেন?

উত্তর : থুথুড়ে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন।

প্রশ্ন ১৫। অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিল?

উত্তর : অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের ওপর।

প্রশ্ন ১৬। থুথুড়ে বুড়াের চোখের নিচে কী ছিল?

উত্তর : থুথুড়ে বুড়োর চোখের নিচে ছিল অপরাহের দুর্বল আলাের ঝিলিক।

প্রশ্ন ১৭। শামসুর রাহমানের কবিতায় সার্থকভাবে প্রকাশ পেয়েছে কী?

উত্তর : শামসুর রাহমানের কবিতায় মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম সার্থকভাবে প্রকাশ পেয়েছে।

প্রশ্ন ১৮। জলপাই রঙের ট্যাঙ্ক কীভাবে এলাে?

উত্তর : জলপাই রঙের ট্যাঙ্ক দানবের মতাে চিৎকার করতে করতে এলাে।

প্রশ্ন ১৯। অধীর আগ্রহে সবাই বসে আছে কিসের প্রতীক্ষায়?

উত্তর : অধীর আগ্রহে সবাই বসে আছে স্বাধীনতার প্রতীক্ষায়।

প্রশ্ন ২০। জেলেপাড়ার সবচেয়ে সাহসী লােক কে?

উত্তর : জেলেপাড়ার সবচেয়ে সাহসী লােক কেষ্ট দাস।

প্রশ্ন ২১। দানবের মতাে চিৎকার করতে করতে কী এসেছিল?

উত্তর : দানবের মতাে চিৎকার করতে করতে জলপাই রঙের ট্যাঙ্ক এসেছিল।

প্রশ্ন ২২। কার সিথির সিঁদুর মুছে গেল?

উত্তর : হরিদাসীর সিথির সিঁদুর মুছে গেল।

প্রশ্ন ২৩। কার ফুসফুস এখন পােকার দখলে? 

উত্তর : ঢাকার রিকশাওয়ালা রুস্তম শেখের ফুসফুস এখন পােকার দখলে।

প্রশ্ন ২৪। স্বাধীনতার জন্য কার কপাল ডাঙল?

উত্তর :বাধীনতার জন্য সাকিনা বিবির কপাল ভাঙল।

প্রশ্ন ২৫। ‘যত্রতত্র’ শব্দের অর্থ কী?

উত্তর : যত্রতত্র’ শব্দের অর্থ যেখানে সেখানে।

প্রশ্ন ২৬। তেজি তরুণের পদভারে কী হতে চলেছে?

উত্তর : তেজি তরুণের পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে।

প্রশ্ন ২৭। কবি শামসুর রাহমানের গ্রামের নাম কী?

উত্তর :কবি শামসুর রাহমানের গ্রামের নাম পাড়াতলী,।

প্রশ্ন ২৮। স্বাধীনতা আসবে বলে আর্তনাদ করল কে?

উত্তর : স্বাধীনতা আসবে বলে প্রভুর বাস্তুভিটার ভগ্নস্ফূপে দাঁড়িয়ে একটা কুকুর আর্তনাদ করল।

প্রশ্ন ২৯। ‘তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার কবি কে?

উত্তর : ‘তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার কবি শামসুর রাহমান।

প্রশ্ন ৩০। কবি শামসুর রাহমানের মৃত্যু তারিখ কত? 

উত্তর :কবি শামসুর রাহমানের মৃত্যু তারিখ ১৭ আগস্ট।

প্রশ্ন ৩১। ‘তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? 

উত্তর : ‘তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতাটি ‘শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা’ নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

প্রশ্ন ৩২ হরিদাসীর কী মুছে গিয়েছিল? 

উত্তর : হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে গিয়েছিল।

প্রশ্ন ৩৩। ঢাকার রিকশাওয়ালার নাম কী?

উত্তর : ঢাকার রিকশাওয়ালার নাম রুস্তম শেখ।

প্রশ্ন ৩৪। শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : শামসুর রাহমান ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৩৫। দামামা’ কী?

উত্তর : ‘দামামা’ হলাে জোরালাে শব্দ সৃষ্টিকারী এক ধরনের বাদ্যযন্ত্র।

প্রশ্ন ৩৬। শহরের বুকে কী এলাে?

উত্তর : শহরের বুকে ট্যাঙ্ক এলাে।

প্রশ্ন ৩৭। ছাত্রাবাস আর বস্তি কেন উজাড় হলাে?

উত্তর : স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাস আর বস্তি উজাড় হলাে।

প্রশ্ন ৩৮। বাস্তুভিটা’ অর্থ কী?

উত্তর : যে ভূমির উপর পুরুষানুক্রমে বাসগৃহ নির্মিত বা প্রতিষ্ঠিত।

প্রশ্ন ৩৯। স্বাধীনতাকে পাওয়ার জন্য আমরা কোথায় ভেসেছি?

উত্তর : স্বাধীনতাকে পাওয়ার জন্য আমরা রক্তগঙ্গায় ভেসেছি।

প্রশ্ন ৪০। মােল্লাবাড়ির বিধবা কী ধরে দাঁড়িয়ে আছে?

উত্তর : মােল্লাবাড়ির বিধবা দগ্ধ ঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে।

প্রশ্ন ৪১। কিশােরীর হাতে কী?

উত্তর : কিশােরীর হাতে শূন্য থালা।

৪২। অনাথ শারী কোথায় বসে আছে?

উত্তর : অনাথ কিশােরী পথের ধারে বসে আছে।

প্রশ্ন ৪৩। কেন্ট দাস কে?

উত্তর : জেলেপাড়ার সবচেয়ে সাহসী লােক।

প্রশ্ন ৪৪। মতলব মিয়া কখন গাজী গাজী বলে নৌকা চালায়?

উত্তর : উদ্দাম ঝড়ের সময়।

আর্টিকেলের শেষকথাঃ তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

আমরা এতক্ষন জেনে নিলাম তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ