৫৩টি বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর | bidrohi kobita mcq hsc ।

৫৩টি বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৫৩টি বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

কবি-পরিচিতি

প্রশ্ন-১. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? 

উত্তর: কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন । 

প্রশ্ন-২. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কখন?

উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ খ্রিষ্টাব্দে শুরু হয়।

প্রশ্ন-৩. কাজী নজরুল ইসলাম কত নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন?

উত্তর: কাজী নজরুল ইসলাম ৪৯ নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন ।

প্রশ্ন-৪. কখন বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?

উত্তর: ১৯২০ সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়।

প্রশ্ন-৫. 'বিদ্রোহী' কবিতাটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উত্তর: ‘বিদ্রোহী' কবিতাটি সর্বপ্রথম সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয় ।

প্রশ্ন-৬. কত খ্রিষ্টাব্দে কাজী নজরুল ইসলাম ‘পদ্মভূষণ' উপাধিতে ভূষিত হন?

উত্তর: ১৯৬০ খ্রিষ্টাব্দে কাজী নজরুল ইসলাম ‘পদ্মভূষণ' উপাধিতে ভূষিত হন ।

প্রশ্ন-৭. কবি নিজেকে কীসের অভিশাপ হিসেবে ঘোষণা করেছেন? 

উত্তর: কবি নিজেকে পৃথিবীর অভিশাপ হিসেবে ঘোষণা করেছেন। 

প্রশ্ন-৮. কবি কী মানেন না?

উত্তর: কবি কোনো আইন মানেন না ।

প্রশ্ন-৯. কবির এক হাতে কী রয়েছে বলে উল্লেখ করেছেন? 

উত্তর: কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী রয়েছে বলে উল্লেখ করেছেন । 

প্রশ্ন-১০. কবি তাঁর অন্য হাতে কী রয়েছে বলে কবিতায় উল্লেখ করেছেন? 

উত্তর: কবি তাঁর অন্য হাতে রণ-তূর্য রয়েছে বলে কবিতায় উল্লেখ করেছেন । 

প্রশ্ন-১১. 'বিদ্রোহী' কবিতায় কবি কী দাহন করবেন বলে উল্লেখ করেছেন? 

উত্তর: 'বিদ্রোহী' কবিতা অনুসারে কবি বিশ্বকে দাহন করবেন বলে উল্লেখ করেছেন ।

প্রশ্ন-১২, কবি নিজেকে কার বুকের ক্রন্দন-শ্বাস বলে উল্লেখ করেছেন ? 

উত্তর: কবি নিজেকে বিধবার বুকের ক্রন্দন-শ্বাস বলে উল্লেখ করেছেন । 

প্রশ্ন-১৩. কবি নিজেকে কাদের বঞ্চিত ব্যথা বলেছেন?

উত্তর: কবি নিজেকে পথবাসী গৃহহারা যত পথিক রয়েছে তাদের বঞ্চিত ব্যথা বলেছেন ।

প্রশ্ন-১৪, কবি নিজেকে কাদের মরম বেদনা বলেছেন? 

উত্তর: কবি নিজেকে অবমানিতের মরম বেদনা বলেছেন। 

প্রশ্ন-১৫, কবি নিজেকে কেমন রবি বলেছেন? 

উত্তর: কবি নিজেকে রৌদ্র-রুদ্র রবি বলেছেন । 

প্রশ্ন-১৬, কবি কীসের তানে পাশরি যান? 

উত্তর: কবি বাঁশরীর তানে পাশরি যান।- 

প্রশ্ন-১৭. কবি নিজেকে কার হাতের বাঁশরী বলেছেন? 

উত্তর: কবি নিজেকে শ্যামের হাতের বাঁশরী বলেছেন। 

প্রশ্ন-১৮. কবি নিজেকে কার কুঠার হিসেবে ঘোষণা করেন? 

উত্তর: কবি নিজেকে পরশুরামের কুঠার হিসেবে ঘোষণা করেন । 

প্রশ্ন-১৯. কবি কীসের মাধ্যমে বিশ্বে শান্তি আনবেন বলে ঘোষণা করেছেন? 

উত্তর: কবি বিশ্বকে নিঃক্ষত্রিয় করার মাধ্যমে বিশ্বে শান্তি আনবেন বলে ঘোষণা করেছেন ।

প্রশ্ন-২০. কবি নিজেকে কার কাঁধের হল বলেছেন? 

উত্তর: কবি নিজেকে বলরামের কাঁধের হল বলেছেন । 

প্রশ্ন-২১. কবি কী উপড়ে ফেলবেন বলে ঘোষণা করেছেন? 

উত্তর: কবি অধীন বিশ্বকে উপড়ে ফেলবেন বলে ঘোষণা করেছেন । 

প্রশ্ন-২২. 'বিদ্রোহী' কবিতা অনুসারে কবি কী ছাড়িয়ে উঠেছেন? 

উত্তর: 'বিদ্রোহী' কবিতা অনুসারে কবি বিশ্ব ছাড়িয়ে উঠেছেন। 

■ শব্দার্থ ও টীকা : বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-২৩. ‘নেহারি' শব্দের অর্থ কী?

উত্তর: ‘নেহারি' শব্দের অর্থ দেখে বা প্রত্যক্ষ করে।

প্রশ্ন-২৪. ‘মহা-প্রলয়' অর্থ কী?

উত্তর: ‘মহা-প্রলয়' অর্থ সৃষ্টির ধ্বংসকাল।

প্রশ্ন-২৫. টর্পেডো কী?

উত্তর: টর্পেডো হচ্ছে ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র । 

প্রশ্ন-২৬. 'ভীম' শব্দের অর্থ কী?

উত্তর: ‘ভীম' শব্দের অর্থ ভীষণ বা ভয়ানক ।

প্রশ্ন-২৭. ভীম কে?

উত্তর: ভীম হলেন মহাভারতে উল্লিখিত পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব।

প্রশ্ন-২৮. 'বিদ্রোহী-সুত' অর্থ কী?

উত্তর: 'বিদ্রোহী-সুত' অর্থ বিদ্রোহী পুত্র ।

প্রশ্ন-২৯. 'নিশাবসান' অর্থ কী?

উত্তর: ‘নিশাবসান' অর্থ রাতের শেষ বা অবসান ।

প্রশ্ন-৩০. 'বিদ্রোহী' কবিতায় উল্লিখিত ইন্দ্রানী-সুত কে?

উত্তর: ‘বিদ্রোহী' কবিতায় উল্লিখিত ইন্দ্রাণী-সুত হলেন ইন্দ্রাণীর পুত্র জয়ন্ত ।

প্রশ্ন-৩১. বেদুইন কী?

উত্তর: বেদুইন হচ্ছে আরব দেশের একটি যাযাবর জাতি। 

প্রশ্ন-৩২. 'বিদ্রোহী' কবিতায় উল্লিখিত ইস্রাফিল কে?

উত্তর: ‘বিদ্রোহী' কবিতায় উল্লিখিত ইস্রাফিল একজন ফেরেশতা ।

প্রশ্ন-৩৩. ফেরেশতা ইস্রাফিল কীসের দায়িত্বপ্রাপ্ত?

উত্তর: ফেরেশতা ইস্রাফিল বৃষ্টি ও খাদ্য উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত । 

প্রশ্ন-৩৪. চক্র কী?

উত্তর: 'চক্র' দেবতা বিষ্ণুর হাতের অস্ত্রবিশেষ।

প্রশ্ন-৩৫. ‘প্রণব-নাদ' অর্থ কী?

উত্তর: 'প্রণব-নাদ' অর্থ ওঙ্কার ধ্বনি।

প্রশ্ন-৩৬. দুর্বাসা কে?

উত্তর: দুর্বাসা ভারতীয় পুরাণে উল্লিখিত কোপন-স্বভাববিশিষ্ট একজন মুনি । 

প্রশ্ন-৩৭. অর্ফিয়াসের পিতা কে?

উত্তর: অফিয়াসের পিতা গ্রিক পুরাণের গানের দেবতা এ্যাপোলো। 

প্রশ্ন-৩৮. অর্ফিয়াসের পিতা এ্যাপোলো ছাড়া অন্য কে হতে পারে বলে মত পাওয়া যায়?

উত্তর: অফিয়াসের পিতা এ্যাপোলো ছাড়া থ্রেসের রাজা ইগ্রাস হতে পারে বলে মত পাওয়া যায় ।

প্রশ্ন-৩৯. অর্ফিয়াস সুরের ইন্দ্রজাল বিস্তার করে কার মন জয় করেছিলেন? 

উত্তর: অর্ফিয়াস সুরের ইন্দ্রজাল বিস্তার করে ভালোবাসার পাত্রী ইউরিডিসের মন জয় করেছিলেন ।

প্রশ্ন-৪০. ‘তান' শব্দের অর্থ কী?

উত্তর: 'তান' শব্দের অর্থ সুরের বিস্তার।

প্রশ্ন-৪১. পরশুরাম কে?

উত্তর: পরশুরাম হলেন দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার।

প্রশ্ন-৪২. পরশুরামের অস্ত্র কী?

উত্তর: পরশুরামের অস্ত্র হলো পরশু বা কুঠার।

প্রশ্ন-৪৩. হল কার অস্ত্র?

উত্তর: হল বলরামের অস্ত্র।

প্রশ্ন-৪৪. বলরাম কে?

উত্তর: বলরাম হচ্ছেন শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা ।

প্রশ্ন-৪৬. কৃপাণ কী?

উত্তর: কৃপাণ তলোয়ার বা তরবারি-সদৃশ অস্ত্রবিশেষ । 

প্রশ্ন-৪৭. খড়্গ কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর: খড়্গগ পশু বলিদানে ব্যবহৃত হয় । 

প্রশ্ন-৪৮. ডমরু কী?

উত্তর: ‘ডমরু' হচ্ছে ডুগডুগি জাতীয় একপ্রকার বাদ্যযন্ত্র ।

প্রশ্ন-৪৯, ইন্দ্রাণী কে?

উত্তর: ইন্দ্রাণী হলেন ইন্দ্রের স্ত্রী।

পাঠ-পরিচিতি : 

প্রশ্ন-৫০. ‘বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? 

উত্তর: ‘বিদ্রোহী' কবিতাটি ‘অগ্নিবীণা' কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে । 

প্রশ্ন-৫১. ‘বিদ্রোহী' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের কততম কবিতা? 

উত্তর: ‘বিদ্রোহী' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। 

প্রশ্ন-৫২. 'অগ্নিবীণা' কোন ধরনের সাহিত্যকর্ম?

উত্তর: ‘অগ্নিবীণা' হলো একটি কাব্যগ্রন্থ ।

প্রশ্ন-৫৩. কোন যুগে 'বিদ্রোহী' কবিতার মধ্যদিয়ে এক প্রাতিস্বিক কবিকন্ঠের আত্মপ্রকাশ ঘটে?

উত্তর: রবীন্দ্রযুগে ‘বিদ্রোহী' কবিতার মধ্যদিয়ে এক প্রাতিস্বিক কবিকন্ঠের আত্মপ্রকাশ ঘটে।

আর্টিকেলের শেষকথাঃ বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আমরা এতক্ষন জেনে নিলাম বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ