নগর দারিদ্র্যের প্রধান কারণ গুলি কি কি | নগর দারিদ্র্যের বৈশিষ্ট্যগুলো লিখ

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো নগর দারিদ্র্যের প্রধান কারণ গুলি কি কি | নগর দারিদ্র্যের বৈশিষ্ট্যগুলো লিখ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের নগর দারিদ্র্যের প্রধান কারণ গুলি কি কি | নগর দারিদ্র্যের বৈশিষ্ট্যগুলো লিখ ।

নগর দারিদ্র্যের প্রধান কারণ গুলি কি কি  নগর দারিদ্র্যের বৈশিষ্ট্যগুলো লিখ
নগর দারিদ্র্যের প্রধান কারণ গুলি কি কি  নগর দারিদ্র্যের বৈশিষ্ট্যগুলো লিখ

নগর দারিদ্র্যের প্রধান কারণ গুলি কি কি | নগর দারিদ্র্যের বৈশিষ্ট্যগুলো লিখ

উত্তর: ভূমিকা: একটি দেশের গতিশীল উন্নয়ন প্রক্রিয়ায় শহরায়ন অপরিহার্য হলেও দ্রুত ও অপরিকল্পত শহরায়ন সামগ্রিক নগর উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে। বিভিন্ন সামাজিক সমস্যা সৃষ্টি করছে।

আর এ সকল সমস্যার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে নগরীর দরিদ্র সমস্যা। আপাতদৃষ্টিতে দরিদ্রকে একটি একক সমস্যা হিসেবে বিবেচনা করা হলেও প্রকৃতপক্ষে এটি নগর জীবনের অপরাপর বিভিন্ন সমস্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্কিত। 

নগর দারিদ্র্যকে কোনো সুনির্দিষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত করা যায় না। কেননা বিভিন্ন দেশ ও সমাজের ভিন্ন প্রেক্ষাপটে নগর দরিদ্যের বৈশিষ্ট্যও বিভিন্নরূপে হতে পারে ।

→ নগর দারিদ্র্যের যে সকল সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো হলো :

১. নগর দারিদ্র্য শিল্পায়িত সমাজব্যবস্থার একটি উল্লেখযোগ্য ফলশ্রুতি।

২. নিম্ন আয় ও নিম্ন জীবনমান নগর দারিদ্র্যদের অন্যতম দিক । 

৩. মৌলিক প্রয়োজন পূরণে অপারগতা নগর দারিদ্র্যদের সাধারণ চিত্র ।

৪. নগর দরিদ্ররা সাধারণত নগরের বিভিন্ন সুযোগ-সুবিধা । যেমন : বিদ্যুৎ, গ্যাস, পানি, পয়ঃনিষ্কাশন, স্যানিটেশন প্রভৃতি থেকে বঞ্চিত হয়।

৫. নগরের দরিদ্রদের মধ্যে উচ্চ জন্মহার ও মৃত্যুহার পরিলক্ষিত হয় ।

৬. বিভিন্ন প্রকারের অপরাধমূলক কর্মকাণ্ড, ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, বেকারত্ব, মাদকাশক্তি প্রভৃতি সৃষ্টি নগর দরিদ্রের অন্যতম দিক ।

৭. শিক্ষা গ্রহণের নিম্নহার, ন্যূনতম শিক্ষা গ্রহণের সুযোগ- সুবিধার অভাব এবং শিক্ষা হতে ঝরে পড়ার (Drop Out) হার বৃদ্ধি নগর দরিদ্রদের বৈশিষ্ট্য ।

৮. বিভিন্ন রোগ-ব্যাধির প্রাদুর্ভাব ও স্বাস্থ্য সুবিধার অভাব নগর দারিদ্র্যের প্রাত্যহিক চিত্র।

৯. বস্তি নির্ভর জীবনযাপন এবং মানবেতর জীবনযাপন নগর দারিদ্রদের বিশেষ দিক।

১০. বাল্যবিবাহ ও বহুবিবাহের পরিমাণ বৃদ্ধি এবং যৌন অপরাধ বৃদ্ধি নগর দরিদ্রদের অন্যতম বৈশিষ্ট্য।

১১. নগর দারিদ্র্য ব্যক্তি যথাযথ সামাজিক ভূমিকা পালনে ব্যর্থ । 

১২. নগর দারিদ্র্য ব্যক্তি শারীরিক ও মানসিক কার্যদক্ষতা অর্জন ও বজায় রাখার ক্ষেত্রে অপারগ হয়ে থাকে ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, নগর দারিদ্র্যের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা নগর দারিদ্র্যকে বিশিষ্টতা দান করেছে। উল্লেখিত দিকগুলো ছাড়াও কুসংস্কারাচ্ছন্নতা, অসচেতনতা, অদক্ষতা, প্রভৃতি নগর দারিদ্র্যের অন্যতম বৈশিষ্ট্য বলা যায়। 

নগর দারিদ্র্য দূরীকরণে এসব সমস্যার অবশ্যই সমাধান করতে হবে। তা না হলে নগর দারিদ্র্য প্রকট আকার ধারণ করবে।

আর্টিকেলের শেষকথাঃ নগর দারিদ্র্যের প্রধান কারণ গুলি কি কি | নগর দারিদ্র্যের বৈশিষ্ট্যগুলো লিখ

আমরা এতক্ষন জেনে নিলাম নগর দারিদ্র্যের প্রধান কারণ গুলি কি কি | নগর দারিদ্র্যের বৈশিষ্ট্যগুলো লিখ । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ