৪৬টি প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf সহ জেনে নিন

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf ।

৪৬টি প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf সহ জেনে নিন
৪৬টি প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf সহ জেনে নিন

প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf

প্রশ্ন-১. জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেছেন? 

উত্তর: জসীমউদ্দীন ১৯০৩ সালে জন্মগ্রহণ করেছেন । 

প্রশ্ন-২. জসীমউদ্দীনের পৈতৃক নিবাস কোথায়?

উত্তর: জসীমউদ্দীনের পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে।

প্রশ্ন-৩. জসীমউদ্দীন কী হিসেবে সমধিক পরিচিত?

উত্তর: জসীমউদ্দীন ‘পল্লিকবি' হিসেবে সমধিক পরিচিত ।

প্রশ্ন-৪. ‘পল্লিকবি' নামে পরিচিত কে?

উত্তর: ‘পল্লিকবি’ নামে পরিচিত কবি জসীমউদ্দীন ।

প্রশ্ন-৫. জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। 

উত্তর: জসীমউদ্দীনের ‘নকসী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থ বিদেশি ভাষায় অনূদিত হয়েছে ।

প্রশ্ন-৬. ‘সোজন বাদিয়ার ঘাট' একটি কী ধরনের রচনা?

উত্তর: ‘সোজন বাদিয়ার ঘাট' একটি কাব্যগ্রন্থ।

প্রশ্ন-৭. ‘ধানখেত’ কী জাতীয় রচনা?

উত্তর: ‘ধানখেত’ হলো কাব্যগ্রন্থ ।

প্রশ্ন-৮. জসীমউদ্দীনকে ডিলিট উপাধি প্রদান করে কোন প্রতিষ্ঠান? 

উত্তর: জসীমউদ্দীনকে ডিলিট উপাধি প্রদান করে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

প্রশ্ন-৯. জসীমউদ্দীন কত সালে পরলোকগমন করেন? 

উত্তর: জসীমউদ্দীন ১৯৭৬ সালে পরলোকগমন করেন? 

প্রশ্ন-১০. জসীমউদ্দীন কত তারিখে মৃত্যুবরণ করেন? 

উত্তর: জসীমউদ্দীন ১৪ই মার্চ মৃত্যুবরণ করেন । 

প্রশ্ন-১১. জসীমউদ্দীন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? 

উত্তর: জসীমউদ্দীন ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । 

■ মূলপাঠ: প্রতিদান কবিতার mcq প্রশ্ন ও উত্তর pdf

প্রশ্ন-১২. কবি ঘর ভাঙার প্রতিদানে কী করেছেন?

উত্তর: কবি ঘর ভাঙার প্রতিদানে ঘর বেঁধে দিতে চেয়েছেন।

প্রশ্ন-১৩. কবি কার জন্য কেঁদে বেড়ান?

উত্তর: পরের জন্য কবি কেঁদে বেড়ান । 

প্রশ্ন-১৪, পরকে কবি কী করতে চেয়েছেন? 

উত্তর: কবি পরকে আপন করতে চেয়েছেন। 

প্রশ্ন-১৫. কবি পথে পথে কাকে খোঁজেন?

উত্তর: কবিকে যে পথের বিবাগী করেছে কবি তাকে পথে পথে খোঁজেন । 

প্রশ্ন-১৬, কবির কূল ভেঙে দিলে কবি কী করেন?

উত্তর: কবির কূল ভেঙে দিলে কবি তার কূল বেঁধে দেন।

প্রশ্ন-১৭. ‘আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- এর পরবর্তী চরণ কী?

উত্তর: প্রশ্নোক্ত চরণের পরবর্তী চরণ হলো— 'যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।'

প্রশ্ন-১৮. কবি কোথায় আঘাত পেয়েছেন?

উত্তর: কবি বুকে আঘাত পেয়েছেন।

প্রশ্ন-১৯. বুকে আঘাত পেলে কবি কী করেন?

উত্তর: বুকে আঘাত পেলে কবি আঘাত প্রদানকারীর জন্য কাঁদেন।

প্রশ্ন-২০. কবি কাকে বুকভরা গান দেওয়ার কথা বলেছেন? 

উত্তর: যে কবিকে বিষে-ভরা বাণ দিয়েছে কবি তাকে বুকভরা গান দেওয়ার কথা বলেছেন।

প্রশ্ন-২১, বিষে-ভরা বাণের পরিবর্তে কবি কী দিয়েছেন?

উত্তর: বিষে-ভরা বাণের পরিবর্তে কবি বুকভরা গান দিয়েছেন।

প্রশ্ন-২২. কবি কাঁটা পেলে কী দান করেন?

উত্তর: কবি কাঁটা পেলে ফুল দান করেন ।

প্রশ্ন-২৩. কবি কীসের প্রতিদানে ফুল দান করেন? 

উত্তর: কবি কাঁটার প্রতিদানে ফুল দান করেন । 

প্রশ্ন-২৪. কবরের প্রতিদানে কবি কী দিয়েছেন? 

উত্তর: কবরের প্রতিদানে কবি ফুল মালঞ্চ দিয়েছেন। 

প্রশ্ন-২৫. ‘প্রতিদান' কবিতার ফুল মালঞ্চ কেমন?

উত্তর: ‘প্রতিদান' কবিতার ফুল মালঞ্চ রঙিন ফুলের সোহাগ-জড়ানো । 

প্রশ্ন-২৬. কবি কেমন ফুল দিয়ে মালঞ্চ সাজিয়েছেন? 

উত্তর: কবি রঙিন ফুল দিয়ে মালঞ সাজিয়েছেন।

প্রশ্ন-২৭. 'প্রতিদান' কবিতায় কী সাজানোর কথা বলা হয়েছে?

উত্তর: ‘প্রতিদান' কবিতায় সুখ সাজানোর কথা বলা হয়েছে । 

প্রশ্ন-২৮. ‘প্রতিদান' কবিতায় কয়টি চরণ রয়েছে?

উত্তর: ‘প্রতিদান' কবিতায় ১৮টি চরণ রয়েছে ।

প্রশ্ন-২৯. কবি 'প্রতিদান' কবিতায় কী কী বেঁধে দিতে চেয়েছেন? 

উত্তর: কবি ‘প্রতিদান' কবিতায় ঘর ও কূল বেঁধে দিতে চেয়েছেন। 

প্রশ্ন-৩০. ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর'— এই পঙক্তিটি 'প্রতিদান' কবিতায় কত বার ব্যবহৃত হয়েছে?

উত্তর: আলোচ্য পক্তিটি ‘প্রতিদান' কবিতায় তিন বার ব্যবহৃত হয়েছে । 

■ শব্দার্থ ও টীকা: প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf

প্রশ্ন-৩১. 'যেবা' শব্দের অর্থ কী?

উত্তর: 'যেবা' শব্দের অর্থ— যিনি ।

প্রশ্ন-৩২. 'বিবাগী' শব্দের অর্থ কী? 

উত্তর: ‘বিবাগী' শব্দের অর্থ— উদাসীন।

প্রশ্ন-৩৩. 'বিষে-ভরা বাণ' বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর: 'বিষে-ভরা বাণ' বলতে কবি হিংসাত্মক ভাষাকে বুঝিয়েছেন । 

প্রশ্ন-৩৪. 'মালঞ্চ' শব্দের অর্থ কী?

উত্তর: 'মালঞ্চ' শব্দের অর্থ— ফুলের বাগান । 

প্রশ্ন-৩৫. 'নিঠুরিয়া' শব্দের অর্থ কী? 

উত্তর: 'নিঠুরিয়া' শব্দের অর্থ— নির্দয়। 

প্রশ্ন-৩৬. ‘ঠাঁই' শব্দের অর্থ কী? 

উত্তর: ‘ঠাঁই” শব্দের অর্থ— আশ্রয়। 

প্রশ্ন-৩৭. 'নিরন্তর' শব্দের অর্থ কী? 

উত্তর: 'নিরন্তর' শব্দের অর্থ— অবিরাম।

পাঠ-পরিচিতি: 

প্রশ্ন-৩৮. ‘প্রতিদান' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 

উত্তর: 'প্রতিদান' কবিতাটি 'বালুচর' কাব্যগ্রন্থের অন্তর্গত। 

প্রশ্ন-৩৯. কবি কী বিসর্জন দিতে বলেছেন?

উত্তর: কবি ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে বলেছেন ।

প্রশ্ন-৪০. সমাজ-সংসার কীসে আক্রান্ত?

উত্তর: সমাজ-সংসার বিভেদ-হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত ।

প্রশ্ন-৪১. কবির কণ্ঠে কী ধ্বনিত হয়েছে?.

উত্তর: কবির কণ্ঠে প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ধ্বনিত হয়েছে। 

প্রশ্ন-৪২. কবি কীসের বিপরীত?

উত্তর: কবি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীত ।

প্রশ্ন-৪৩. কে সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে পারে?

উত্তর: ভালোবাসাপূর্ণ মানুষ সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে পারে। 

প্রশ্ন-৪৪. সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণে কী প্রয়োজন?

উত্তর: সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণে প্রয়োজন ভালোবাসাপূর্ণ মানুষ ।

প্রশ্ন-৪৫. কবি কাকে ক্ষমা করেছেন?

উত্তর: কবি অনিষ্টকারীকে ক্ষমা করেছে।

প্রশ্ন-৪৬. কবি অনিষ্টকারীকে কী প্রতিদান দিয়েছেন? 

উত্তর: কবি অনিষ্টকারীকে ক্ষমা করে তার উপকার করেছেন ।

আর্টিকেলের শেষকথাঃ প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আমরা এতক্ষন জেনে নিলাম প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ