যৌন হয়রানি কি | যৌন হয়রানি কাকে বলে | যৌন হয়রানি বলতে কী বুঝ

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো যৌন হয়রানি কি | যৌন হয়রানি কাকে বলে | যৌন হয়রানি বলতে কী বুঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের যৌন হয়রানি কি | যৌন হয়রানি কাকে বলে | যৌন হয়রানি বলতে কী বুঝ । আমাদের গুগল নিউজ ফলো করুন। 

যৌন হয়রানি কি  যৌন হয়রানি কাকে বলে  যৌন হয়রানি বলতে কী বুঝ
যৌন হয়রানি কি  যৌন হয়রানি কাকে বলে  যৌন হয়রানি বলতে কী বুঝ

যৌন হয়রানি কি | যৌন হয়রানি কাকে বলে | যৌন হয়রানি বলতে কী বুঝ

উত্তর : ভূমিকা : বর্তমান যুগ হলো জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষতার যুগ। সভ্যতা আজ উন্নতির শীর্ষ শিখরে আরোহণ করেছে। কিন্তু এতৎসত্ত্বেও আমাদের সমাজব্যবস্থার পুরনো ব্যাধি নারী নির্যাতন বন্ধ হয়নি। 

উপরন্তু প্রযুক্তির কল্যাণে তা আরো নতুন নতুন মাত্রা লাভ করছে। নারী নির্যাতনের এমনই একটি সাম্প্রতিকতম সংযোজন হলো যৌন হয়রানি ।

নিম্নে প্রশ্নের আলোকে সংক্ষেপে যৌন হয়রানির বর্ণনা দেয়া হলো :

→ যৌন হয়রানি : যৌন হয়রানি বিষয়টি নারী নির্যাতনের আধুনিকতম সংযোজনগুলোর একটি। পূর্বে নারীদের শারীরিকভাবে আঘাতের মাধ্যমে অপমান-অপদস্থ করা হলেও বর্তমানে কৌশলে নারীদের অপমান করার জন্য যে নিত্যনতুন কৌশল অবলম্বন করা হয় তাই হলো যৌন হয়রানি। 

যৌন হয়রানির মাধ্যম হিসেবে ঘরে-বাইরে, রাস্তা-ঘাট বা শিক্ষা প্রতিষ্ঠানে নারীরা পুরুষদের দ্বারা বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গি, গায়ে হাত দেয়া, চাদর বা ওড়না ধরে টান দেয়া, শিস দেয়া ইত্যাদি হলো যৌন হয়রানির বিভিন্ন প্রক্রিয়া। 

প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন অপরাধবিজ্ঞানী বিভিন্নভাবে এই যৌন হয়রানিকে সংজ্ঞায়িত করেছেন। তার প্রধান কয়েকটি নিম্নরূপ : প্রফেসর নজরুল ইসলাম বলেছেন, “যৌন হয়রানি হলো এমন এক প্রক্রিয়া যেখানে নারীর কোন সায়-সমর্থন থাকে না এবং তা পুরুষের খেয়ালের উপর নির্ভর করে।”

গবেষক Farley তার সংজ্ঞায়নে বলেছেন “Unsolicited non reciprocal male behaviour that asserts a women's sex role over ther functioning axe a worker"

ও.টি.এইচ চৌধুরী বলেন, যৌন হয়রানি হলো এমন এক প্রক্রিয়া যেখানে অযাচিত মৌখিক মন্তব্য, অঙ্গভঙ্গি ইত্যাদির মাধ্যমে নারীদের হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করা হয়।

উপসংহার : পরিশেষে বলা যায়, বাংলাদেশের সমাজব্যবস্থায় বিদ্যমান নানা সমস্যার পাশাপাশির আধুনিকতম সংযোজন হলো এই যৌন হয়রানি। ঘরে-বাইরে কোথাও নারীরা এই যৌন হয়রানি থেকে রেহাই পাচ্ছে না। এই যৌন হয়রানি মহামারির আকার ধারণ করার পূর্বেই তা দমন ও দূরীকরণে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন ।

আর্টিকেলের শেষকথাঃ যৌন হয়রানি কি | যৌন হয়রানি কাকে বলে | যৌন হয়রানি বলতে কী বুঝ

আমরা এতক্ষন জেনে নিলাম যৌন হয়রানি কি | যৌন হয়রানি কাকে বলে | যৌন হয়রানি বলতে কী বুঝ । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ