আইনসভা কত প্রকার ও কি কি

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আইনসভা কত প্রকার ও কি কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আইনসভা কত প্রকার ও কি কি। আমাদের গুগল নিউজ ফলো করুন।

আইনসভা কত প্রকার ও কি কি
আইনসভা কত প্রকার ও কি কি

আইনসভা কত প্রকার ও কি কি

  • অথবা, আইনসভার প্রকারভেদ আলোচনা কর। 
  • অথবা, আইনসভা কত প্রকার কী কী? আলোচনা কর।
  • অথবা, আইনসভা কীভাবে গঠিত হয়?
  • অথবা, আইনবিভাগের গঠন সম্পর্কে সংক্ষেপে লেখ।

উত্তর : ভূমিকা : সরকার রাষ্ট্রের একটি মৌলিক উপাদান । সরকার ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার কার্যাবলি বাস্তবায়ন করে থাকে। 

আর এ সকল কাজ বাস্তবায়ন করার জন্য সরকারকে প্রধানত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। এ তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ । আইন বিভাগ আবার দুই ধরনের হয়ে থাকে।

→ আইন বিভাগের অর্থ ও গঠন : আইন বিভাগ হলো সরকারের প্রথম ও প্রধান বিভাগ। আইন বিভাগ সরকারের শাসন ও বিচার বিভাগকে সহায়তা করে থাকে। 

শাসন ও বিচার বিভাগের কার্যসম্পাদন করার জন্য আইন বিভাগ আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে থাকে। এ সম্বন্ধে Prof. Garner বলেছেন, "Of all the organs of government the legislature occupies the paramount place."

→ আইনসভার গঠন : আইনসভা গঠন অনুসারে দুটি ভাগে বিভক্ত। 

১. এককক্ষ বিশিষ্ট আইনসভা ও 

২. দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা।' 

নিম্নে আইনসভার গঠন বা প্রকারভেদ আলোচনা করা হলো :

১. এককক্ষ বিশিষ্ট আইনসভা : আইনসভা একক্ষ ও দ্বি- কক্ষ বিশিষ্ট হয়ে থাকে। বিশ্বের অনেক দেশেই এককক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। 

সাধারণত যে আইনসভা একটিমাত্র কক্ষ বা পরিষদ দ্বারা গঠিত হয় তাকে এককক্ষ বিশিষ্ট আইনসভা বলে। 

অন্যভাবে বলা যায়, একটি রাষ্ট্রের আইনসভা যখন একটিমাত্র কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত তখন তাকে এককক্ষ বিশিষ্ট আইনসভা বলে । 

উদাহরণ হলো : বাংলাদেশ জাতীয় সংসদ ও যুগোশ্লাভিয়ার আইনসভা ।

২. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা : এককক্ষ বিশিষ্ট আইনসভার বিপরীত দিক হলো দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা। 

দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে গঠিত হয় আবার আংশিক মনোনয়নের ভিত্তিতে গঠিত হয়। যে আইনসভা দুটি কক্ষ নিয়ে গঠিত হয় তাকে দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা বলে। 

এক্ষেত্রে বিদ্যমান দুটি কক্ষ হলো :

(ক) নিম্নকক্ষ (Lower House) ও

(খ) উচ্চকক্ষ (Upper House)।

দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার প্রকৃষ্ট উদাহরণ হলোঃ USA, Canada, France, Russia, Britain, India ইত্যাদি দেশের আইনসভা। 

উপসংহার : পরিশেষে বলা যায় যে, আইনসভা গঠন অনুসারে দুই ধরনের হয়ে থাকে। যথা এককক্ষ বিশিষ্ট আইনসভা ও দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা। 

এককক্ষবিশিষ্ট আইনসভার উদাহরণ হলো : বাংলাদেশ ও যুগোশ্লাভিয়া। আবার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উদাহরণ হলো : মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, ভারত ইত্যাদি ।

আর্টিকেলের শেষকথাঃ আইনসভা কত প্রকার ও কি কি

আমরা এতক্ষন জেনে নিলাম আইনসভা কত প্রকার ও কি কি। যদি তোমাদের আজকের আইনসভা কত প্রকার ও কি কি পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ