আইনসভা কাকে বলে | আইনসভা কী
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আইনসভা কাকে বলে | আইনসভা কী জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আইনসভা কাকে বলে | আইনসভা কী। আমাদের গুগল নিউজ ফলো করুন।
আইনসভা কাকে বলে | আইনসভা কী |
আইনসভা কাকে বলে | আইনসভা কী
- অথবা, আইনসভার সংজ্ঞা দাও ।
- অথবা, আইনসভা বলতে কী বুঝ?
- অথবা, আইনসভার তাত্ত্বিক বিশ্লেষণ আলোচনা কর ।
উত্তর : ভূমিকা : আইনসভা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। আইন বিভাগ, আইন প্রণয়ন ও সরকারের নীতিনির্ধারণ করে থাকে।
তবে আইনসভার সদস্য ও শাসন বিভাগের সদস্যরা একই হওয়ায় শাসন বিভাগ, আইন বিভাগের ওপর খবরদারি করছে। এতে অনেকে মনে করেন, দিন দিন শাসন বিভাগের ক্ষমতা হ্রাস পাচ্ছে।
→ আইনসভার সংজ্ঞা : সরকারের যে বিভাগ রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার জন্য প্রায়োজনীয় আইন প্রণয়নের দায়িত্বপালন করে এবং সমাজ ও রাষ্ট্রের চাহিদা অনুযায়ী প্রচলিত আইনের সংশোধন ও পরিবর্তন ও পরিবর্ধন করে থাকে তাকে আইনসভা বলে।
আইনসভা একটি যৌথ সংগঠন। এ সংগঠন বিরোধী দল ও সরকারি দল নিয়ে গঠিত হয়। আইনসভার প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা।
প্রামাণ্য সংজ্ঞা : আইনসভা সম্বন্ধে বিভিন্ন তাত্ত্বিক তাদের অভিমত বা মতামত ব্যক্ত করেছেন। নিচে তাদের মতামত তুলে ধরা হলো :
Prof. Hirchar বলেন, “এ সংগঠন আইনসভা সরকারি সংগঠনের পাশাপাশি জনগণের কণ্ঠস্বর যা প্রতিনিধি হিসেবে কাজ করে।"
Prof. Laski বলেন, “আইনসভার কাজ শুধু পার্লামেন্টেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রকৃত কাজ হলো সরকারের অধিকারের রক্ষাকবচ হিসেবে শাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা।”
Prof. Garner বলেন, “যেসব বিভাগের মাধ্যমে রাষ্ট্রের অভিপ্রায় ব্যক্ত ও বলবৎ হয় তার মধ্যে আইন বিভাগই সর্বোত্তম।"
টকভেলীর মতে, “সফল রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে আইনসভা হলো জনপ্রিয় প্রতিষ্ঠানের মহান চালিকাশক্তি। যেখানে, সকল সমস্যার সমাধান করা হয় ও জনগণের প্রাধান্য পায়।”
সুতরাং আইনসভা হলো সরকারের সেই বিভাগ যা সরকারের বিভিন্ন কার্যাবলি সুসম্পন্ন করার জন্য শাসন ও বিচার বিভাগকে সহায়তাদানে আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে থাকে ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আইনসভা হলো সরকারের প্রথম ও প্রধান বিভাগ যার গুরুত্ব অপরিসীম। আইনসভা সরকারের কার্যাবলি সুসম্পন্ন করার জন্য সদা সচেষ্ট।
তবে এজন্য আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের কাজে সহায়তা দানে আইন প্রণয়ন, আইন পরিবর্তন ও আইন সংশোধন করে থাকে।
আর্টিকেলের শেষকথাঃ আইনসভা কাকে বলে | আইনসভা কী
আমরা এতক্ষন জেনে নিলাম আইনসভা কাকে বলে | আইনসভা কী। যদি তোমাদের আজকের আইনসভা কাকে বলে | আইনসভা কী পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।
Mdsobuj
nice