ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম উক্তিটি ব্যাখ্যা করো
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম উক্তিটি ব্যাখ্যা করো জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম উক্তিটি ব্যাখ্যা করো। আমাদের গুগল নিউজ ফলো করুন।
ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম উক্তিটি ব্যাখ্যা করো |
ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম উক্তিটি ব্যাখ্যা করো
উত্তর : ভূমিকা : ব্রিটেনকে পার্লামেন্টারি শাসনব্যবস্থার পীঠস্থান হিসেবে অভিহিত করা হয়। ব্রিটিশ শাসনব্যবস্থায় পার্লামেন্টের নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠিত। মূলত পার্লামেন্টের সার্বভৌমত্ব হলো ব্রিটিশ শাসনব্যবস্থার অন্যতম মৌলিক বৈশিষ্ট্য।
ব্রিটেনের সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর পার্লামেন্টের নিরঙ্কুশ আইনগত ক্ষমতা ও প্রাধান্য প্রতিষ্ঠিত। মূলত পার্লামেন্টের ক্ষমতার উপর আইনগত কোনো সীমা টানা হয়নি ।
→ ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব : ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব হলো সুদীর্ঘকালের ক্রমবিবর্তনের ফসল। ব্রিটেনের পূর্বের রাজতন্ত্রের চরম ও সুদীর্ঘ আন্দোলনের ফলশ্রুতি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়।
১৬৮৮ সালের ব্রিটেনের গৌরবময় বিপ্লবের মাধ্যমে বিভিন্ন শাসনতান্ত্রিক রীতিনীতি ঐতিহাসিক দলিল। সংসদীয় আইনের মাধ্যমে ব্রিটেনে পার্লামেন্টের কর্তৃত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে ।
ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব মূলত আইনগত, রাজনৈতিক নয়। রাজনৈতিক দিক হতে নির্বাচকমণ্ডলীরাই সার্বভৌম। ব্রিটেনের একমাত্র আইন প্রণয়নকারী সংস্থা হলো পার্লামেন্ট। ফলে ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব আইন প্রণয়নের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে।
ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব সম্পর্কে অধ্যাপক ডাইসী বলেন, ব্রিটিশ পার্লামেন্টের নিরঙ্কুশ আইনগত প্রাধান্য প্রতিষ্ঠিত। ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্বের ব্যাপারে ডাইসী তিনটি বিষয়ের উপর গুরুত্বারোপ করেছেন। যথা-
১. ব্রিটিশ পার্লামেন্ট যেকোনো আইন প্রণয়ন করতে পারে।
২. পূর্বে প্রণীত যেকোনো আইনকে সংশোধন বা বাতিল করতে পারে এবং
৩. সংবিধান ও সংশোধন করতে পারে।
তার মতে, পার্লামেন্টের সার্বভৌমত্ব এ কথার দ্বারা যেকোনো বিষয়ে আইন রচনা করা বা না করার ক্ষেত্রে পার্লামেন্টের চরম ক্ষমতাকে বুঝানো হয় ।
K.C. Wheare পার্লামেন্টের সার্বভৌমত্ব সম্পর্কে বলেন, "The supremacy of parliament is the corner stone of the British constitution."
ব্রিটিশ পার্লামেন্ট সম্পর্কে টকভিল (Tocaueville) মন্তব্য করেন, "The parliament is at once a legislative and constituent assembly.
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আইনগত দিক হতে ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা অবাধ ও অনিয়ন্ত্রিত। কিন্তু গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকারের কোনো অংশের অনিয়ন্ত্রিত ক্ষমতা স্বেচ্ছাচারে রূপান্তরিত হতে পারে। মূলত ইংল্যান্ডের রাজকীয় স্বেচ্ছাচারের নির্মূলকরণের মাধ্যমেই ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে।
আর্টিকেলের শেষকথাঃ ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম উক্তিটি ব্যাখ্যা করো
আমরা এতক্ষন জেনে নিলাম ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম উক্তিটি ব্যাখ্যা করো। যদি তোমাদের আজকের ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম উক্তিটি ব্যাখ্যা করো পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।