গ্রামীণ সমাজ কাকে বলে | গ্রামীণ সমাজ বলতে কী বোঝো
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো গ্রামীণ সমাজ কাকে বলে | গ্রামীণ সমাজ বলতে কী বোঝো জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের গ্রামীণ সমাজ কাকে বলে | গ্রামীণ সমাজ বলতে কী বোঝো । আমাদের গুগল নিউজ ফলো করুন।
গ্রামীণ সমাজ কাকে বলে গ্রামীণ সমাজ বলতে কী বোঝো |
গ্রামীণ সমাজ কাকে বলে | গ্রামীণ সমাজ বলতে কী বোঝো
উত্তর : ভূমিকা : গ্রামের জনগণ কৃষিকে কেন্দ্র করে যে সমাজ গড়ে তোলে তা গ্রামীণ সমাজ নামে পরিচিত। গ্রামীণ সমাজে কৃষক সম্প্রদায় পারস্পরিক বন্ধনে বসবাস করে থাকে গ্রামীণ সমাজে মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
গ্রামীণ সমাজের সদস্যরা হলেন কৃষিজীবী। গ্রামীণ সমাজে যৌথ পরিবার বেশি দেখা যায়। গ্রামীণ সমাজের মানুষেরা ধর্মভীরু। বাংলাদেশে গ্রামীণ সমাজের গুরুত্ব অনেক।
→ গ্রামীণ সমাজ : বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। এদেশের বেশিরভাগ লোক গ্রামে বসবাস করে। কৃষকরা যে সমাজে বসবাস করে তাই গ্রামীণ সমাজ। মানুষের সবচেয়ে প্রাচীন সমাজব্যবস্থা হলো গ্রামীণ সমাজ। যারা গ্রামে বসবাস করে তাদের গঠিত সমাজব্যবস্থাই গ্রামীণ সমাজ।
গ্রামে বসবাসকারী কৃষক ও তাদের ব্যবহৃত জিনিসপত্র ও অন্যান্য অন্যান্য উপাদানের সমন্বয়ে যে আর্থসামাজিক ব্যবস্থা গড়ে উঠে তাকে গ্রামীণ সমাজ বলে । গ্রামীণ সমাজে বসবাসকারী মানুষ সহজ সরল জীবনধারণ করে।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী গ্রামীণ সমাজকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে গ্রামীণ সমাজের সংজ্ঞাসমূহ উল্লেখ করা হলো :
সমাজবিজ্ঞানী ইমরি এস. বোগাডার্স-এর মতে, “গ্রামীণ সমাজ হচ্ছে মানব সমাজের সূতিকাগার।”
. সমাজবিজ্ঞানী লোসিস-এর মতে, “গ্রামীণ সমাজ মূলত কৃষিকাজের কেন্দ্রস্থল। যেখানে কৃষকরা বসবাস করে। আর চারপাশে থাকে তাদের চাষাবাদের জমি ।”
সমাজবিজ্ঞানী লেরী লেনসন-এর মতে, “পরিসংখ্যানগত দিক থেকে গ্রামীণ সমাজ হচ্ছে সেই জনপদ যার জনসংখ্যা আড়াই হাজারের কম।”
উপসংহার : পরিশেষে বলা যায় যে, গ্রামীণ সমাজে কৃষক ও কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বসবাস করে থাকে। গ্রামীণ সমাজে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের লোক মিলেমিশে বসবাস করে থাকে।
গ্রামীণ সমাজে যৌথ পরিবারের মাধ্যমে পারস্পরিক বন্ধনে কৃষক সম্প্রদায় বসবাস করে থাকে । বাংলাদেশ গ্রামীণ সমাজের দেশ। বেশিরভাগ লোক গ্রামে বসবাস করে থাকে।
আর্টিকেলের শেষকথাঃ গ্রামীণ সমাজ কাকে বলে | গ্রামীণ সমাজ বলতে কী বোঝো
আমরা এতক্ষন জেনে নিলাম গ্রামীণ সমাজ কাকে বলে | গ্রামীণ সমাজ বলতে কী বোঝো । যদি তোমাদের আজকের গ্রামীণ সমাজ কাকে বলে | গ্রামীণ সমাজ বলতে কী বোঝো পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।