ম্যাগনাকার্টা কি | ম্যাগনাকার্টা বলতে কি বুঝায়

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ম্যাগনাকার্টা কি | ম্যাগনাকার্টা বলতে কি বুঝায় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ম্যাগনাকার্টা কি | ম্যাগনাকার্টা বলতে কি বুঝায়। আমাদের গুগল নিউজ ফলো করুন।.

ম্যাগনাকার্টা কি | ম্যাগনাকার্টা বলতে কি বোঝা
ম্যাগনাকার্টা কি | ম্যাগনাকার্টা বলতে কি বোঝা

ম্যাগনাকার্টা কি | ম্যাগনাকার্টা বলতে কি বোঝা

  • অথবা, ম্যাগনাকাটা কাকে বলে?
  • অথবা, ম্যাগনাকাটা বা মহাসনদ কী? সংক্ষেপে লেখ।

উত্তর : ভূমিকা : ১২১৫ সালের ১৫ জুন রুনিমিড প্রান্তরে রাজা জন ও ব্যারনদের মধ্যে যে ঐতিহাসিক মহাসনদ সম্পানিত হয় তা ব্রিটেনের জনগণের স্বাধীনতার একটি অতি মূল্যবান দলিল হিসেবে পরিচিত।

 এ মহাসনদ রাজার সম্পাদিত হয় তা ব্রিটেনের জনগণের স্বাধীনতার একটি অতি মূল্যবান দলিল হিসেবে পরিচিত। 

এ সনদে সীমাহীন ক্ষমতা অনেকটা নিয়ন্ত্রণ করে স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তে নিয়মতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার পথ প্রশস্ত করে।

— মহাসনদ : সামন্তদের সঙ্গে রাজার সম্প্রীতি ও ঐক্য দীর্ঘকাল অক্ষুণ্ণ থাকেনি। যুদ্ধের বিপুল ব্যয়ভার রাজার উপর এমন চাপ সৃষ্টি করেছিল যে, অতিরিক্ত কর ধার্যের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করা ব্যতীত কোনো বিকল্প পথ ছিল না। 

অন্যদিকে, সামন্তগণও রাজার ক্ষমতা সংকোচন করে নিজেদের প্রাধান্য বিস্তারে সচেষ্ট হয়ে উঠেছিল। ১১৮০ সালে দ্বিতীয় হেনরি অস্থাবর সম্পত্তির উপর কর ধার্য করে। 

ক্রুসেডের ব্যয়ভার সংকুলানের জন্য এই কর ধার্য ছিল অপরিহার্য। অবশেষে ১২১৫ সালের জুন | মাসে সামন্তগণ রুনিমিত্তে সমবেত হন। 

তারা রাজা জনের নিকট এক দাবিপত্র পেশ করেন। রাজা জন ও ব্যারনদের মধ্যে এই | দাবিপত্রটিই ইতিহাসে মহাসনদ নামে পরিচিত। রাজা বাধ্য হয়ে এ মহাসনদ মেনে নেন। 

এই মহাসনদ অনুযায়ী আইনের স্থান রাজার ঊর্ধ্বে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে রাজা পরিষদের সম্মতি গ্রহণে বাধ্য থাকবেন। 

মহাসনদের মাধ্যমে প্রয়োদশ শতকে সামন্ততান্ত্রিক সমাজের অধিকার ধ্বনিত হলেও সাধারণ নাগরিকের দাবি ঐ মহাসনদে স্থান পায়নি।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, সাধারণ নাগরিকদের দাবি মহাসনসে স্থান পেলেও তৎকালীন সমাজে মহাসনদ ছিল নিঃসন্দেহে অধিকার বিকাশের একটি ঐতিহাসিক পদক্ষেপ। এ কারণে মহাসনদকে ব্রিটিশ গণতন্ত্র ও ব্যক্তিস্বাধীনতার ভিত্তিপ্রস্তর হিসেবে অভিহিত করা হয়।

আর্টিকেলের শেষকথাঃ ম্যাগনাকার্টা কি | ম্যাগনাকার্টা বলতে কি বোঝা

আমরা এতক্ষন জেনে নিলাম ম্যাগনাকার্টা কি | ম্যাগনাকার্টা বলতে কি বোঝা। যদি তোমাদের আজকের ম্যাগনাকার্টা কি | ম্যাগনাকার্টা বলতে কি বোঝা পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ