মার্কিন যুক্তরাষ্ট্রে spoil system কি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রে spoil system কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের মার্কিন যুক্তরাষ্ট্রে spoil system কি। আমাদের গুগল নিউজ ফলো করুন।
মার্কিন যুক্তরাষ্ট্রে spoil system কি |
মার্কিন যুক্তরাষ্ট্রে spoil system কি
উত্তর : ভূমিকা : মার্কিন সংবিধান কতকগুলো নিজস্ব বৈশিষ্ট্যের আলোকে সামগ্রিক পরিচয় বহন করে। এজন্য বিশ্বের অন্যতম সেরা সংবিধান হলো মার্কিন সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অন্যান্য দেশের সংবিধানের জন্য মডেলস্বরূপ ।
→ মার্কিন যুক্তরাষ্ট্রের "Spoil system" : মার্কিন সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো " Spoil system" বা ভাগ-বাটোয়ারা পদ্ধতি। সরকারি সুযোগ সুবিধাগুলো সরকারি কর্মচারী বা নিজ দলের লোকদের মধ্যে বণ্টন করা হয়।
সরকারি চাকরি ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে পছন্দমতো বা দলীয়ভাবে ভাগ-বাটোয়ারা করাকে "Spoil system" বলে। সরকারি চাকরির ৮০% এর ক্ষেত্রে নির্বাচনমূলক পরীক্ষার ব্যবস্থা থাকলেও এখনও ২০% সরকারি চাকরির ক্ষেতেও "Spoil system" এর কার্যকারিতা লক্ষ করা যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সরকারি গুরুত্বপূর্ণ পদগুলোতে রাষ্ট্রপতি নিজ দলের সমর্থনকারী লোকদের নিয়োগ দেন।
সরকারি চাকরি ছাড়াও 'Contract' প্রদান কর প্রদানে ছাড় প্রভৃতি ক্ষেত্রেও "Spoil system" লক্ষ করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে "Spoil system" এর মাধ্যমে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। তবে বর্তমানে এ পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মার্কিন যুক্তরাষ্ট্রে "Spoil system" সংবিধানের অত্যন্ত লক্ষণীয় বৈশিষ্ট্য। ঊনবিংশ শতাব্দীতে এ পদ্ধতি ব্যাপকভাবে সমাদৃত ছিল।
তবে বর্তমানে নির্বাচনমূলক পরীক্ষার দ্বারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় বলে এ পদ্ধতি অনেক সংকীর্ণ হয়ে পড়েছে। দলীয় ভিত্তিতে 'Contract' বিতরণের পদ্ধতিও বিলুপ্তির পথে।
আর্টিকেলের শেষকথাঃ মার্কিন যুক্তরাষ্ট্রে spoil system কি
আমরা এতক্ষন জেনে নিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে spoil system কি। যদি তোমাদের আজকের মার্কিন যুক্তরাষ্ট্রে spoil system কি পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।