অধিকার কী | অধিকার কাকে বলে

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো  অধিকার কী | অধিকার কাকে বলেজেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের  অধিকার কী | অধিকার কাকে বলে।

 অধিকার কী | অধিকার কাকে বলে

 অধিকার কী | অধিকার কাকে বলে

 প্রশ্ন : অধিকার কী | অধিকার কাকে বলে 

 উত্তর - সাধারণ অর্থে অধিকার বলতে বুঝি মানুষের ইচ্ছামতো কাজ করার ক্ষমতা। কিন্তু অধিকারের এ অর্থ সন্তোষজনক নয়, কেননা অধিকার ও ক্ষমতা এক জিনিস নয়। ক্ষমতা হল পাশবিক বল। 

এটি সমাজে কল্যাণকর না হলে অধিকার পদরাচ্য হতে পারে না । সুতরাং, অধিকার হতে হলে একে সমাজ ও রাষ্ট্র কর্তৃক সমর্থিত ও স্বীকৃত হতে হবে। অধিকার ভোগা করতে হলে যেসব কার্যাবলি সম্পন্ন করতে হয়, তাদের সমষ্টিই কর্তব্য।

যে কোন, রাষ্ট্রের সদস্য হিসেবে প্রতিটি নাগরিকের কিছু অধিকার রয়েছে। নৈতিক দায়িত্ব হতেই মানুষের মনে অধিকার সৃষ্টি হয়। রাষ্ট্র হল আমাদের সমাজের বৃহৎ একটি প্রতিষ্ঠান। 

প্রতিটি সুনাগরিকই রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করে অনেক অধিকার ভোগ করে থাকে। নিম্নে অধিকার সম্বন্ধে রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ প্রকাশ করা হল ঃ

(1) অধ্যাপক লাস্কি বলেছেন, "Rights are these conditions of social life without which no man can seek in general to be himself at his best."

(1) দার্শনিক গ্রীন : "The outer conditions essential for man's inner development. "

উপরোক্ত আলোচনার ভিত্তিতে অধিকারের সংজ্ঞায় বলা যায়, যেসব সামাজিক সুযোগ-সুবিধা ব্যতীত মানুষ তার পূর্ণ উন্নতি বিধানে সচেষ্ট হতে পারে না, তাদেরকে অধিকার বলে ।

আর্টিকেলের শেষকথাঃ  অধিকার কী | অধিকার কাকে বলে

আমরা এতক্ষন জেনে নিলাম  অধিকার কী | অধিকার কাকে বলে। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ