বাংলার চন্দ্র বংশের ইতিহাস কোন কোন উৎসের মাধ্যমে জানা যায়

বাংলার চন্দ্র বংশের ইতিহাস কোন কোন উৎসের মাধ্যমে জানা যায়
বাংলার চন্দ্র বংশের ইতিহাস কোন কোন উৎসের মাধ্যমে জানা যায়

বাংলার চন্দ্র বংশের ইতিহাস কোন কোন উৎসের মাধ্যমে জানা যায়

  • অথবা, কোন কোন উৎস বাংলার চন্দ্র বংশের ইতিহাস পুনর্গঠনে সাহায্য করে?

উত্তর : ভূমিকা : বাংলার রাজবংশের মধ্যে চন্দ্রবংশ অন্যতম একটি রাজ বংশ। সমসাময়িককালের উৎস বা উপাদান থেকে চন্দ্র বংশের ইতিহাস সম্পর্কে সামান্য ধারণা করা যায়। 

এ বংশের অনেক শক্তিশালী রাজা শাসনকার্য পরিচালনা করে গেছেন। যার প্রমাণ তাদের রাজত্বকালের বিভিন্ন উপকরণের মাধ্যমে পাওয়া যায় ।

→ বাংলার চন্দ্র বংশের ইতিহাস জানার উৎস : প্রাচীন বাংলার রাজ বংশের মধ্যে অন্যতম রাজবংশ চন্দ্রবংশ। যার ইতিহাস সম্পর্কে জানার উৎস একেবারে সীমিত। 

চন্দ্র বংশের ইতিহাস জানার উৎস বা উপাদান নেই বললেই চলে। তবে কিছু উৎসের মাধ্যমে আমরা সামান্য কিছু জানতে পারি। 

যেমন- কুমিল্লার ময়নামতিতে প্রাপ্ত তিনটি শিলালিপি, সিলেটের পশ্চিমাঞ্চলে একটি শিলালিপি এবং ঢাকায় একটি শিলালিপিসহ মোট পাঁচটি শিলালিপির মাধ্যমে চন্দ্র বংশের ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। 

আর এ লিপিগুলোতে দক্ষিণ-পূর্ব বাংলার চন্দ্র বংশীয় সাতজন রাজার নাম পাওয়া যায়। যাদের মধ্যে প্রথম পাঁচজন প্রায় একশত বছরকাল স্বাধীনভাবে বাংলার শাসনকার্য পরিচালনা করেছিলেন। 

উক্ত শিলালিপি ছাড়াও বেশ কিছু মুদ্রা ও স্তম্ভ থেকে চন্দ্র বংশের ইতিহাস সম্পর্কে আরো কিছু তথ্য পাওয়া যায়।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, চন্দ্র বংশের ইতিহাস পুনর্গঠনে খুব বেশি তথ্য বা উপকরণ আমাদের কাছে নেই। তারপরও বেশ কিছু শিলালিপি ও মুদ্রা চন্দ্র বংশের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ