বারো ইমামে বিশ্বাসী শিয়া ইমামদের তালিকা দাও

বারো ইমামে বিশ্বাসী শিয়া ইমামদের তালিকা দাও
বারো ইমামে বিশ্বাসী শিয়া ইমামদের তালিকা দাও

বারো ইমামে বিশ্বাসী শিয়া ইমামদের তালিকা দাও

ভূমিকা : ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ হলো শিয়া সম্প্রদায়। তারা নানা ধরনের অনৈতিক ও অমুসলিম রীতিনীতি চালু করে ইসলামকে কলুষিত করেছে। শিয়াদের মধ্যে যারা ১২ ইমামে বিশ্বাসী তাদেরকে ইসনা আশারিয়া বা ১২ ইমামে বিশ্বাসী শিয়া বলা হয়।

[] বারো ইমামের তালিকা : শিয়া মতাদর্শীরা ইমামত্বের প্রশ্ন ৬ষ্ঠ ইমাম জাফর আস সাদিক পর্যন্ত কোন বিরোধে লিপ্ত হননি। কিন্তু তাদের মধ্যে বিরোধ শুরু হয় ৭ম শিয়া ইমাম নির্বাচনকে কেন্দ্র করে।

জাফর আস সাদিক জীবিত থাকাকালীনই ৭ম ইমাম নির্বাচন করে যেতে চাইলেন। এজন্য তার পুত্র বড় পুত্র ইসমাঈলকে ৭ম শিয়া ইমাম নির্বাচন করেন। 

কিন্তু ইসমাঈল তার পিতার পূর্বেই মৃত্যুবরণ করেন। ফলে জাফর আস সাদিক হয় পুর মুসা আল কাজিমকে ৭ম শিয়া ইমাম ঘোষণা করেন। 

এর ফলে ইসমাঈল এর সমর্থকরা ক্রুদ্ধ হন। তারা ইসমাঈল ছাড়া অন্য কাউকে সপ্তম ইমাম মানতে নারাজ হয়। অপর দিকে অন্যপক্ষ মুসা আল কাসিমকেই ৭ম ইমাম বলে স্বীকৃতি দেয়। 

যারা মুসা আল কাসিমকে সপ্তম শিয়া ইমাম বলে মনে করেন। ইতিহাসে এরা দ্বাদশ ইমাম বিশ্বাসী শিয়া নামে পরিচিত। যারা ইমান আশারীয়া নামেও অভিহিত হয়েছেন।

নিম্নে বারো ইমামে বিশ্বাসী শিয়া ইমামদের তালিকা নিম্নে দেওয়া হলো :

১. হযরত আলী (রাঃ);

২. হযরত হাসান (রাঃ);

৩. হযরত হোসেন (রাঃ);

৪. জয়নুল আবিদিন;

৫. মুহাম্মদ আল বাকির

৬. জাফর আস সাদিক

৭. মুসা আল কাদিম

৮. আলী ইবনে মুসা; 

৯. মুহাম্মদ আল জওয়াদ

১০, আলী আল হাদী;

১১. হাসান আল আসকারী ও 

১২. মুহাম্মদ আল মাহদী।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, উপরে উল্লিত্তি ইমানগণকে বারো ইমামবাদী বলা হয়। বারো ইমামবাদীরা হযরত আলীকে প্রথম ইমাম বলে স্বীকৃতি দেন এবং খোলাফায়ে রাশেদিনের অপর তিন খলিফাকে অস্বীকার করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ