চিত্রকলায় ফাতেমীয়দের অবদান সম্পর্কে আলোচনা কর
চিত্রকলায় ফাতেমীয়দের অবদান সম্পর্কে আলোচনা কর |
চিত্রকলায় ফাতেমীয়দের অবদান সম্পর্কে আলোচনা কর
- অথবা, চিত্রকলায় ফাতেমীয়দের অবদান লিখ।
উত্তর : ভূমিকা : মিশরে ফাতেমীয় শাসনামলে জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার ন্যায় চিত্র কলাতেও পরিবর্তন আসে। সূচিত হয় নতুন ধারার চিত্রকলা ।
→ চিত্রকলায় ফাতেমীয়দের অবদান : মিশরে ফাতেমীয় রাজবংশের পৃষ্ঠপোষকতায় মুসলিম চিত্রকলার ইতিহাসে সর্বপ্রথম চিত্রাঙ্কন শুরু হয়।
ফাতেমী চিত্রকলার সময়কাল ছিল একাদশ এবং দ্বাদশ শতাব্দীতে ফাতেমীয়রা শিল্প চর্চায় প্রেরণাঙ্কদেন। সুন্নি শিল্পীরা সাধারণত জীবন্ত প্রাণীর চিত্র করতেন না।
কিন্তু মিশরীয়রা তাতে কুণ্ঠিত হতেন না। শিয়া তথা ফাতেমীয়রা জীবন্ত প্রাণীর চিত্র অঙ্কন করতেন।আল কাসির ও ইবনে অজিত নামে দুজন বিখ্যাত ইরানি।
চিত্রকরের প্রথমজন এ খিলাফতের খ্যাতি ছিল। প্রজন্মদাতা শ্বেতবাগ পরিহীতা এক নর্তকী কালিকার ও দ্বিতীয়জন পীত বর্ণের সুবর্ণ সজ্জিত কয়েকখানা রেশম বস্ত্র খণ্ডিত বিখ্যাত লোকদের চিত্র বোনেন।
ফাতেমীয় আমলে মিশর ও সিসিলিতে অত্যাধিক শিল্প তৎপরতা বিদ্যমান ছিল। এ সময় ছোট-বড় অনেক চিত্র শিল্পীর আনাগোনা ছিল।
উপসংহার : পরিশেষে বলা যায়, ফাতেমীয় শাসনামলে সমৃদ্ধি চিত্রকলা ও কারুশিল্পের সভ্যতার পরিচয় পাওয়া যায় যা মুসলিম সভ্যতা তথা ফাতেমীয় খিলাফতকে করেছে আরো সমৃদ্ধ ।