খলিফা আল আজিজের বিচার প্রশাসন বর্ণনা কর

খলিফা আল আজিজের বিচার প্রশাসন বর্ণনা কর
খলিফা আল আজিজের বিচার প্রশাসন বর্ণনা কর

খলিফা আল আজিজের বিচার প্রশাসন বর্ণনা কর

  • অথবা, খলিফা আল আজিজের বিচার প্রশাসন সম্পর্কে সংক্ষেপে লিখ।

উত্তর : ভূমিকা : খলিফা আল আজিজ ৯৭৫ সালে ফাতেমীয় খলিফা হিসাবে মনোনীত হন। তিনি মাহদীয়া নগরে জন্মগ্রহণ করেন। আল আজিজই প্রথম খলিফা, যিনি মিশরে অবস্থান করেই শাসন শুরু করেন।

আল আজিজের পরিচয় : ফাতেমীয় খলিফা আল আজিজের মূল নাম, “আবু মনসুর নিজার আল আজিজ বিল্লাহ।” তিনি ৯৫৫ খ্রিস্টাব্দের ১০ মে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আল মুইজ এবং মাতার নাম ডুরজান। 

আল মুইজের মৃত্যুর পর তিনি ৯৭৫ খ্রিস্টাব্দের ১৮ ডিসেম্বর ফাতেমীয় খিলাফতের খলিফা হন এবং মৃত্যুর আগ পর্যন্ত শাসন ক্ষমতায় থেকে ৯৯৬ খ্রিস্টাব্দের ১৪ অক্টোবর মৃত্যুবরণ করেন।

→ খলিফা আল আজিজের বিচার প্রশাসন : তার শাসনামলে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতেন ফাতেমীয়দের ইতিহাস প্রণেতা, ধর্মীয় আইন-কানুন ও বিচার ব্যবস্থার সংকলক কাজী নোমানের পরিবার। 

৩৬৩ হিজরী নোমানের মৃত্যুর পর তার পুত্র আলী বিন নোমান কাজীর পদ দখল করেন। আল আজীজের সময় মূলত তিনিই ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিচার বিভাগের। 

৩৭৪ হিজরী আলী বিন নোমানের মৃত্যুর পর মুহাম্মদ বিন ইমাম তার স্থান পায়। তার মাধ্যমেই রাজ্যের সকল বিচার পরিচালিত হয়।

উপসংহার : পরিশেষে বলা যায়, ফাতেমীয় খলিফা আল আজিজ ছিলেন অন্যতম শ্রেষ্ঠ প্রশাসক ও প্রজাবৎসল শাসক। 

ইসলামের ইতিহাসে তার বিচারক ব্যবস্থাও অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। মূলত তার সময়ে বিচার বিভাগের নিয়ন্ত্রক ছিল কাজী নোমান এবং তার পরিবার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ