মিশরে ফাতেমীয়দের অভ্যুদয় কিভাবে ঘটে

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো মিশরে ফাতেমীয়দের অভ্যুদয় কিভাবে ঘটে জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের মিশরে ফাতেমীয়দের অভ্যুদয় কিভাবে ঘটে । আমাদের গুগল নিউজ ফলো করুন।

মিশরে ফাতেমীয়দের অভ্যুদয় কিভাবে ঘটে
মিশরে ফাতেমীয়দের অভ্যুদয় কিভাবে ঘটে

মিশরে ফাতেমীয়দের অভ্যুদয় কিভাবে ঘটে 

  • অথবা, মিশরে ফাতেমীয়দের আবির্ভাব কিভাবে ঘটেছিল?

উত্তর : ভূমিকা : ফাতেমীয়দের উদ্যোগে মিশরে একমাত্র প্রধান শক্তিশালী শিয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়। যা বাগদাদের আব্বাসীয় খিলাফত বিরোধী ছিল। 

এই শিয়া খিলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন সাইদ বিন হুসাইন বা ওবায়দুল্লাহ আল মাহদী। এ বংশ ৯০৯ খ্রিস্টাব্দে সর্বপ্রথম তিউনিসিয়াতে স্থাপিত হয়।

মিশরে ফাতেমীয়দের অভ্যুদয় : প্রাথমিকভাবে ওবায়দুল্লাহ আল মাহদী আঘলাবীয় রাজধানী কায়রোয়ানের রাক্কায় স্বীয় কার্যালয় স্থাপন করেন। দুই বছরের মধ্যেই তিনি সমগ্র আফ্রিকা ভূখণ্ডে ফাতেমীয় প্রভাব বিস্তার করেন। 

ইদ্রিসীয় শাসন অঞ্চল হতে সুদূর মিশর পর্যন্ত তার শাসন পরিব্যপ্ত হয়। তিনি মিশরে ৩০২ হিজরীতে অভিযান প্রেরণ করেন। তার পুত্র আবুল কাসেম ও প্রখ্যাত সেনাপতি খুবাসাকে আলেকজান্দ্রিয়া আক্রমণ করতে নির্দেশ দেন। 

তারা ৩০৭ হিজরীতে ৮৫টি যুদ্ধ জাহাজ নিয়ে আলেকজান্দ্রিয়ার পোতাশ্রয়ে নোঙ্গর করে। কিন্তু গ্রিক নৌসেনাদের সহযোগিতার কারণে মাহদীর আক্রমণ ব্যর্থ হয়। 

তবে এ আক্রমণের কারণে মিশরে ফাতেমীয়দের অবস্থান দৃঢ় হয়। পরবর্তীকালে খলিফা আল মুইজের রাজত্বকালে মিশর চূড়ান্তভাবে ফাতেমীয়দের অধিকারে আসে।

উপসংহার : পরিশেষে বলা যায়, ফাতেমীয় খিলাফতের প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ আল মাহদী মিশর জয়ের যে চেষ্টা অব্যাহত রাখেন, তা পরবর্তীতে চূড়ান্তভাবে সফলতা অর্জন হয়। ফলে মিশরের ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়।

আর্টিকেলের শেষকথাঃ মিশরে ফাতেমীয়দের অভ্যুদয় কিভাবে ঘটে

আমরা এতক্ষন জেনে নিলাম মিশরে ফাতেমীয়দের অভ্যুদয় কিভাবে ঘটে। যদি তোমাদের আজকের মিশরে ফাতেমীয়দের অভ্যুদয় কিভাবে ঘটে পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ