প্রাচীন বাংলার কোন কোন অঞ্চলে একাধিক জনপদ গড়ে উঠেছিল

প্রাচীন বাংলার কোন কোন অঞ্চলে একাধিক জনপদ গড়ে উঠেছিল
প্রাচীন বাংলার কোন কোন অঞ্চলে একাধিক জনপদ গড়ে উঠেছিল

প্রাচীন বাংলার কোন কোন অঞ্চলে একাধিক জনপদ গড়ে উঠেছিল

  • অথবা, প্রাচীন বাংলার কোন অঞ্চল দিয়ে একাধিক জনপদ গড়ে উঠে?
  • অথবা, প্রাচীন বাংলার একাধিক জনপদ গড়ে ওঠা অঞ্চলগুলো তুলে ধর।

উত্তর : ভূমিকা : প্রাচীনকালে পুরো বাংলাজুড়ে একেক কোন রাষ্ট্র গড়ে উঠেনি। তাই বাংলা বা বাংলাদেশের অস্তিত্ব তখন ছিল না। বরং সেসময় বাংলা কতকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল । আর সেগুলোকে বলা হয় জনপদ।

→ প্রাচীন বাংলার বিভিন্ন অঞ্চলের জনপদ : নিম্নে প্রাচীন বাংলার কোন কোন অঞ্চলে একাধিক জনপদ গড়ে উঠেছে তা তুলে ধরা হলো :

১. পূর্বাঞ্চল : প্রাচীন বাংলার পূর্বাঞ্চলে একাধিক জনপদ গড়ে উঠেছিল। তার মধ্যে গৌড় একটি। বর্তমান মুর্শিদাবাদ জেলা এর অবস্থান। 

প্রাচীন বাংলায় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তাছাড়াও হরিকেল জনপদটি পূর্বাঞ্চলে গড়ে উঠেছিল। বর্তমান সিলেট অঞ্চল হচ্ছে হরিকেল জনপদ।

২. পূর্ব-দক্ষিণাঞ্চল : প্রাচীন বাংলার পূর্বদক্ষিণাঞ্চলে একাধিক জনপদ গড়ে উঠেছিল তার মধ্যে একটি হচ্ছে বঙ্গ জনপদ। যা ইতিহাসের একটি প্রাচীনতম নাম। এছাড়াও দক্ষিণ- পূর্বাঞ্চলে গড়ে উঠেছে সমতট জনপদটি।

৩. উত্তরাঞ্চল : প্রাচীন বাংলায় উত্তরাঞ্চলে একাধিক জনপদ। গড়ে উঠেছিল। যেমন, পুণ্ড্র। এটি পুণ্ড্রবর্ধন নামেও পরিচিত। বর্তমানে, রংপুর, দিনাজপুর, রাজশাহী অঞ্চল ছিল পুণ্ড্র জনপদের অংশ। তাছাড়াও বরেন্দ্র জনপদটিও উত্তরাঞ্চলে গড়ে উঠেছিল।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রাচীন বাংলা অনেকগুলো জনপদে বিভক্ত ছিল। এসব জনপদের কিছু কিছু একই দিকে গড়ে উঠেছে। যা উপরিউক্ত আলোচনায় তুলে ধরা হয়েছে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ