বাংলায় পর্তুগিজদের অবদান সংক্ষেপে লিখ

বাংলায় পর্তুগিজদের অবদান সংক্ষেপে লিখ
বাংলায় পর্তুগিজদের অবদান সংক্ষেপে লিখ

বাংলায় পর্তুগিজদের অবদান সংক্ষেপে লিখ

  • অথবা, বাংলায় পর্তুগিজদের অবদানসমূহ লিখ ।

উত্তর : ভূমিকা : বাংলায় উপনিবেশ স্থাপনের মাধ্যমে পর্তুগিজ বণিকরা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

পর্তুগিজ দক্ষ নাবিকদের কাছ থেকে বাংলার জনগণ নৌকা চালানোসহ অন্যান্য কাজ শিখেন। বাংলার অর্থনীতিতে পর্তুগিজদের অবদান অনেক।

→ বাংলায় পর্তুগিজদের অবদান : নিম্নে বাংলায় পর্তুগিজদের অবদান তুলে ধরা হলো :

১. ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে : ব্যাবসা-বাণিজ্যের ক্ষেত্রে পর্তুগিজদের অবদান অপরিসীম। পর্তুগিজ বণিকরা ব্যবসার উদ্দেশ্যে এদেশে আগমন করেন। পর্তুগিজদের বাণিজ্য সম্প্রসারণের ফলে এদেশে কুটির শিল্পের বিকাশ ঘটে। 

কুটিরশিল্প চাঙ্গা হয়ে উঠে। এদেশে পণ্যসামগ্রী পর্তুগিজদের উৎপন্ন পর্তুগিজ বাইরে রপ্তানি করেন। এছাড়া বিভিন্ন পণ্যসামগ্রী বিদেশ থেকে আমদানি করতো পর্তুগিজ নাবিকরা।

২. কৃষিক্ষেত্রে : কৃষিক্ষেত্রে পর্তুগিজদের অবদান অনেক। এদেশের কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের উৎসাহ প্রদান করেন। 

পর্তুগিজরা নতুন নতুন ফলমূল এদেশের কৃষকদের মাধ্যমে উৎপন্ন করতেন। এছাড়া উৎপন্ন পণ্য বিদেশে রপ্তানিতে সহায়তা করতেন ।

৩. সাহিত্যের ক্ষেত্রে : বাংলা ভাষা ও সাহিত্যে পর্তুগিজদের অবদান রয়েছে। বর্তমানে অনেক শব্দ বাংলা ভাষায় যুক্ত রয়েছে। বাংলা গদ্য সাহিত্যে পর্তুগিজদের অবদান রয়েছে। সর্বপ্রথম বাংলা গদ্য সাহিত্য রচনা করেন একজন পর্তুগিজ। 

পাদ্রি মনোএল দ্যা আসমুম্পাসাও পর্তুগিজ ভাষার একখানি বাংলা শব্দ কোষ প্রণয়ন করেন। বাংলা ভাষা ও ব্যাকরণে পর্তুগিজদের অবদান অপরিসীম।

৪. অন্যান্য অবদান : বাংলায় পর্তুগিজদের ব্যাপক বাণিজ্যের ফলে বাংলার বাজার বিদেশি পণ্যে ভরে গেছে। ব্যবসা-বাণিজ্যে মধ্যবিত্ত বাঙালি শ্রেণির উদ্ভব ঘটে। 

সময় ক্ষেত্রে তারা রণনৈপুণ্যতা প্রদর্শন করালে বাঙালি সৈনিকরা পশ্চিমা রণকৌশলের সাথে পরিচিত হয়। বাঙালি নাবিকরা নৌ-বিদ্যায় প্রশিক্ষণ লাভ করে । 

উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলার অর্থনীতি, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যে পর্তুগিজদের অবদান অনেক। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ